
রাজাপক্ষে-হাসিনার পর জনরোষে গদি ছাড়লেন ওলি, কার্যালয় দখল উন্মত্ত জনতার
শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো নেপালেরও একাধিক সরকারি ভবনে হামলা হয়েছে ৷ সকলকে সংযত থাকার বার্তা দিযেছেন সেনাপ্রধান ৷

By PTI
Published : September 9, 2025 at 2:42 PM IST
কাটমান্ডু, 9 সেপ্টেম্বর: জনরোষে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ সোশাল মিডিয়া বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ করে অশান্তি শুরু হয় নেপালে ৷ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি ৷ অবশেষে পদ ছাড়লেন ওলি ৷
উন্মত্ত জনতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল নেওয়ার পর তাঁর কাছে পদত্য়াগ করা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না ৷ দেশের সংসদ ভবন ও সুপ্রিম কোর্টেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এমতাবস্থায় শান্তি স্থাপনের আবেদন জানিয়ে বার্তা দিয়েছেন দেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ৷ তিনি জানান, এই সঙ্কটের পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে ৷

সেনাপ্রধান অশোক রাজ সিংডেল এবং অন্য নিরাপত্তা বাহিনীর প্রধানরাও প্রায় একই ধরনের একটি বিবৃতি জারি করেছেন ৷ তাঁদের তরফে একটি যৌথ বিবৃতি জারি করে বলা হয়েছে, বিক্ষোভকারীদের দাবি মেনে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ৷ এমতাবস্থায় সকেলর কাছে আবেদন, এবার অবিলম্বে হিংসা বন্ধ করতে হবে ৷ আর যাতে কারও প্রাণ না যায় তা নিশ্চিত করতে হবে ৷ আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যা সমাধান করা দরকার ৷

ইস্তফার আগে ও পরে একাধিকবার হামলা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার সকালে কয়েকশো লোক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিতরে ঢুকে পড়ে ৷ তারপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন ওলি ৷ এর আগে জনতার বিক্ষোভের জেরে গদি ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৷ এবার কার্যত একইভাবে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী ৷
পদত্যাগের আগেও ওলির বালাকোটের বাড়িতেও হামলা চলে ৷ জানা গিয়েছে, একদল লোক আচমকাই তাঁর বাড়িতে হামলা চালায় ৷ সোমবারের বিক্ষোভে কেন 19 জনের প্রাণ গেল তা জানতে চায় ভিড় ৷ প্রধানমন্ত্রীর আগে নেপালের প্রায় 9 জন মন্ত্রীর বাড়িতেও হামলা চলে ৷ নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৷ এর পাশাপাশি দেশের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আছড়ে পড়েছে জনতার রোষ ৷
#WATCH | Nepal: Protesters dance and celebrate as the private residence of former PM K.P. Sharma Oli, in Bhaktapur, burns. The Nepali PM resigned this afternoon amid demonstrations against the Government over alleged corruption.
— ANI (@ANI) September 9, 2025
(Video Source: TV Today Nepal) pic.twitter.com/d71H1bQ1KJ
পদত্যাগ করার কথা জানিয়ে নেপালের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন নেপালের প্রধানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, নেপালের পরিস্থিতি ভয়াবহ ৷ এমতাবস্থায় তাঁর পক্ষে পদে থাকা সম্ভব নয় ৷ তিনি আরও জানান, সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে যাতে নেপালের পরিস্থিতি স্বাভাবিক করা যায় তার জন্যই তিনি পদত্যাগ করছেন ৷ এদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখে কাঠমান়্ড়র ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর ৷ 2024 সালের জুন মাসে চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ওলির চিনের সঙ্গে বন্ধুত্বের কারণে বারবার চর্চায় এসেছেন ৷ এ মাসেই তাঁর ভারত সফরে আসার কথা ছিল ৷ তাঁর আগেই পদত্যাগ করতে বাধ্য হলেন ওলি ৷

এদিকে বছরখানেক আগে হাসিনা পদত্য়াগ করার পর তাঁর বাসভবন গণভবনের যে ছবি দেখা গিয়েছিল এবার নেপালেও ধরা পড়ল সেই এক ছবি ৷ ওলির পদত্যাগে খুশি আন্দোলনকারীরা ওলির বাড়ির সামনে ভিড় করেন ৷ সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন ৷ সোমবার রাতের পর মঙ্গলবার দুপুরে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আবারও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে ৷ এই পরিস্থিতিতে দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে শুরু হয়েছে তরজা ৷ নেপাল কংগ্রেসের নেতা বিমলেন্দ্র নিথি এবং অর্জুন নরসিংহের সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা পিটিআই ৷ নিধি জানান, দেশে যাতে গণতান্ত্রিক পরিস্থিতি বজায় থাকে তার জন্য যা করা দরকার সেটা নেপাল কংগ্রেস করবে ৷

