Bihar Election Results 2025

ETV Bharat / international

রাজাপক্ষে-হাসিনার পর জনরোষে গদি ছাড়লেন ওলি, কার্যালয় দখল উন্মত্ত জনতার

শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো নেপালেরও একাধিক সরকারি ভবনে হামলা হয়েছে ৷ সকলকে সংযত থাকার বার্তা দিযেছেন সেনাপ্রধান ৷

OLI-RESIGN
নেপালের একটি সচিবালের দখল নিল জনতা (ছবি: এপি)
author img

By PTI

Published : September 9, 2025 at 2:42 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কাটমান্ডু, 9 সেপ্টেম্বর: জনরোষে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ৷ সোশাল মিডিয়া বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদ করে অশান্তি শুরু হয় নেপালে ৷ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি ৷ অবশেষে পদ ছাড়লেন ওলি ৷

উন্মত্ত জনতা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দখল নেওয়ার পর তাঁর কাছে পদত্য়াগ করা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না ৷ দেশের সংসদ ভবন ও সুপ্রিম কোর্টেও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ৷ এমতাবস্থায় শান্তি স্থাপনের আবেদন জানিয়ে বার্তা দিয়েছেন দেশের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ৷ তিনি জানান, এই সঙ্কটের পরিস্থিতিতে সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে ৷

RESIGN
রাষ্ট্রপতিকে লেখা ওলির পদত্যাগপত্র (ইটিভি ভারত)

সেনাপ্রধান অশোক রাজ সিংডেল এবং অন্য নিরাপত্তা বাহিনীর প্রধানরাও প্রায় একই ধরনের একটি বিবৃতি জারি করেছেন ৷ তাঁদের তরফে একটি যৌথ বিবৃতি জারি করে বলা হয়েছে, বিক্ষোভকারীদের দাবি মেনে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ৷ এমতাবস্থায় সকেলর কাছে আবেদন, এবার অবিলম্বে হিংসা বন্ধ করতে হবে ৷ আর যাতে কারও প্রাণ না যায় তা নিশ্চিত করতে হবে ৷ আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যা সমাধান করা দরকার ৷

OLI-RESIGN
বিক্ষোভকারীদের আক্রান্ত নেপালের পুলিশ (ছবি: এপি)

ইস্তফার আগে ও পরে একাধিকবার হামলা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মঙ্গলবার সকালে কয়েকশো লোক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিতরে ঢুকে পড়ে ৷ তারপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন ওলি ৷ এর আগে জনতার বিক্ষোভের জেরে গদি ছাড়তে হয়েছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৷ এবার কার্যত একইভাবে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী ৷

পদত্যাগের আগেও ওলির বালাকোটের বাড়িতেও হামলা চলে ৷ জানা গিয়েছে, একদল লোক আচমকাই তাঁর বাড়িতে হামলা চালায় ৷ সোমবারের বিক্ষোভে কেন 19 জনের প্রাণ গেল তা জানতে চায় ভিড় ৷ প্রধানমন্ত্রীর আগে নেপালের প্রায় 9 জন মন্ত্রীর বাড়িতেও হামলা চলে ৷ নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৷ এর পাশাপাশি দেশের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ভবনে আছড়ে পড়েছে জনতার রোষ ৷

পদত্যাগ করার কথা জানিয়ে নেপালের প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন নেপালের প্রধানমন্ত্রী ৷ তিনি লিখেছেন, নেপালের পরিস্থিতি ভয়াবহ ৷ এমতাবস্থায় তাঁর পক্ষে পদে থাকা সম্ভব নয় ৷ তিনি আরও জানান, সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে যাতে নেপালের পরিস্থিতি স্বাভাবিক করা যায় তার জন্যই তিনি পদত্যাগ করছেন ৷ এদিকে, নিরাপত্তার কথা মাথায় রেখে কাঠমান়্ড়র ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর ৷ 2024 সালের জুন মাসে চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া ওলির চিনের সঙ্গে বন্ধুত্বের কারণে বারবার চর্চায় এসেছেন ৷ এ মাসেই তাঁর ভারত সফরে আসার কথা ছিল ৷ তাঁর আগেই পদত্যাগ করতে বাধ্য হলেন ওলি ৷

OLI-RESIGN
পুড়ছে সরকারি ভবন (ছবি: এপি)

এদিকে বছরখানেক আগে হাসিনা পদত্য়াগ করার পর তাঁর বাসভবন গণভবনের যে ছবি দেখা গিয়েছিল এবার নেপালেও ধরা পড়ল সেই এক ছবি ৷ ওলির পদত্যাগে খুশি আন্দোলনকারীরা ওলির বাড়ির সামনে ভিড় করেন ৷ সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন ৷ সোমবার রাতের পর মঙ্গলবার দুপুরে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আবারও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে ৷ এই পরিস্থিতিতে দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে শুরু হয়েছে তরজা ৷ নেপাল কংগ্রেসের নেতা বিমলেন্দ্র নিথি এবং অর্জুন নরসিংহের সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা পিটিআই ৷ নিধি জানান, দেশে যাতে গণতান্ত্রিক পরিস্থিতি বজায় থাকে তার জন্য যা করা দরকার সেটা নেপাল কংগ্রেস করবে ৷