ETV Bharat / international

ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে 98 জনের মৃত্যু - NIGHTCLUB ROOF COLLAPSES

প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, কমপক্ষে 160 জন আহত হয়েছেন ৷ পাশাপাশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷

NIGHTCLUB ROOF COLLAPSES
নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে 89 জনের মৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 9, 2025 at 2:16 PM IST

2 Min Read

সান্তো ডোমিঙ্গো, 9 এপ্রিল: নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে 98 জনের মৃত্যু ৷ স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ডোমিনিকান রিপাবলিকের একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে যায় ৷ সেই সময় সেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়াবিদ এবং অন্য বিশিষ্টরা হাজির ছিলেন। ঘটনায় 160 জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একাধিক ক্ষেত্রের বিশিষ্টরাও ৷

জেট সেট নাইটক্লাবের ধ্বংসস্তূপের মধ্যে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখছেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ জরুরি অপারেশন সেন্টারের ডিরেক্টর জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের কথায়, "আমরা ধ্বংসাবশেষ পরিষ্কার করার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের সন্ধান চালিয়ে যাচ্ছি ৷ কেউ আটকে আছেন কি না, তা জানতে যা যা প্রয়োজন সমস্ত পদক্ষেপ করা হবে।"

রাষ্ট্রপতি লুইস অবিনাদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "জেট সেট নাইটক্লাবে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। উদ্ধার কাজ কীভাবে চলছে সেই খোঁজ-খবর নিচ্ছি ৷ উদ্ধারের কাজে নিযুক্ত বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে।"

মৃতদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মন্টেক্রিস্টির গভর্নর থেকে শুরু করে জনপ্রিয় বেসবল তারকা নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজও রয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, ক্রুজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ ডোমিনিকান রিপাবলিকের বেসবল লিগের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, প্রাক্তন তারকা অক্টাভিও ডোটেলের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ডোটেলকেও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ লিগের মুখপাত্র সাতোস্কি টেরেরো আরও জানিয়েছেন, ডোমিনিকান বেসবল খেলোয়াড় টনি এনরিক ব্লাঙ্কো ক্যাব্রেরারেও মৃত্যু হয়েছে।

সান্তো ডোমিঙ্গো, 9 এপ্রিল: নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে 98 জনের মৃত্যু ৷ স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ডোমিনিকান রিপাবলিকের একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ ধসে যায় ৷ সেই সময় সেখানে রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়াবিদ এবং অন্য বিশিষ্টরা হাজির ছিলেন। ঘটনায় 160 জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একাধিক ক্ষেত্রের বিশিষ্টরাও ৷

জেট সেট নাইটক্লাবের ধ্বংসস্তূপের মধ্যে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখছেন উদ্ধারকারী দলের সদস্যরা ৷ জরুরি অপারেশন সেন্টারের ডিরেক্টর জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের কথায়, "আমরা ধ্বংসাবশেষ পরিষ্কার করার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের সন্ধান চালিয়ে যাচ্ছি ৷ কেউ আটকে আছেন কি না, তা জানতে যা যা প্রয়োজন সমস্ত পদক্ষেপ করা হবে।"

রাষ্ট্রপতি লুইস অবিনাদের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "জেট সেট নাইটক্লাবে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। উদ্ধার কাজ কীভাবে চলছে সেই খোঁজ-খবর নিচ্ছি ৷ উদ্ধারের কাজে নিযুক্ত বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে।"

মৃতদের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মন্টেক্রিস্টির গভর্নর থেকে শুরু করে জনপ্রিয় বেসবল তারকা নেলসন ক্রুজের বোন নেলসি ক্রুজও রয়েছেন। আধিকারিকরা জানিয়েছেন, ক্রুজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ ডোমিনিকান রিপাবলিকের বেসবল লিগের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, প্রাক্তন তারকা অক্টাভিও ডোটেলের মৃত্যু হয়েছে এই ঘটনায়। ডোটেলকেও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ লিগের মুখপাত্র সাতোস্কি টেরেরো আরও জানিয়েছেন, ডোমিনিকান বেসবল খেলোয়াড় টনি এনরিক ব্লাঙ্কো ক্যাব্রেরারেও মৃত্যু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.