গাজা, 18 মার্চ: গাজা ভূখণ্ডে নতুন করে ইজরায়েলের বিমান হামালা ৷ জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাসকে লক্ষ্য করে এটি সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইজরায়েল বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় কমপক্ষে 413 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শিশু এবং মহিলারাও রয়েছে বলে জানা গিয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি বাড়ানোর জন্য আলোচনার অগ্রগতি না-হওয়ায় তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন। এটি হামাসকে যুদ্ধবিরতিতে বাধ্য করার কৌশল,নাকি 17 মাস ধরে চলা যুদ্ধ পুনরায় শুরু করতে চায় ইজরায়েল, তা স্পষ্ট নয়। হামাসও হুশিয়ারির সুরে জানিয়েছে, ইজরায়েলের নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ৷ এটা তাদেরকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে ৷

গত 15 জানুয়ারি আমেরিকা, কাতার এবং মিশরের উদ্যোগে ইজরায়েল-হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। গত 19 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় 1 মার্চ। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত কোনও পক্ষ রাজি হয়নি। ইজরায়েল ইতিমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার জন্য হামাস গোষ্ঠীর উপর চাপ বৃদ্ধি করতে শুরু করেছে ৷ কখনও গাজায় ত্রাণ পাঠানো বন্ধ করেছে তো, কখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। কিন্তু, এবার গাজায় নতুন করে হামলাও করে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত দিল ইজরায়েলি সেনা।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, হামাসের বিরুদ্ধে আক্রমণ পুনরায় শুরু করার আগে ইজরায়েল তাঁদের সঙ্গে পরামর্শ করেছিল। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, "আজ রাতে গাজায় তাদের আক্রমণ সম্পর্কে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করা হয়েছিল।"
লেভিট আরও বলেন, "মার্কি প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, হামাস, হুথি, ইরান- যারা কেবল ইজরায়েলকেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও সন্ত্রাস ছড়াতে চায় ৷ তাদের সবাইকে এর মূল্য দিতে হবে ৷"