ETV Bharat / international

বিমান হানায় খতম হিজবুল্লার পরবর্তী প্রধান হাসেম সাফিয়েদ্দিন, দাবি ইজরায়েলের

হিজবুল্লা প্রাক্তন প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর সংগঠনের দায়িত্ব নিয়েছিলেন হাসেম সাফিয়েদ্দিন ৷ আইডিএফ-র দাবি গত 8 অক্টোবর হওয়া বিমান হানায় মৃত্যু হয়েছে তাঁর ৷

ISRAEL HEZBOLLAH CONFLICT
হাসেম সাফিয়েদ্দিন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2024, 6:34 PM IST

বেইরুট, 23 অক্টোবর: দক্ষিণ লেবাননে বিমান হামলায় প্রাণ গিয়েছে হিজবুল্লার পরবর্তী সম্ভাব্য প্রধান হাসেম সাফিয়েদ্দিনের ৷ এবার এমনটাই নিশ্চিত করল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ আইডিএফ-র দাবি, কিছুদিন আগে বেইরুটে একটি বিমান হামলায় মৃত্যু হয়েছে হাসেমের ৷ দীর্ঘদিন ধরে হিজবুল্লার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ৷ সংগঠনে তাঁর অবদানের জন্য হাসান নাসরাল্লার পর তাঁকেই পরবর্তী প্রধান হিসাবে ধরে নেওয়া হয়েছিল ৷ ইজরায়েলের দাবি, গত 8 অক্টোবর এয়ারস্ট্রাইকে তাঁকে হত্যা করা হয়েছে ৷

আইডিএফ জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে দক্ষিণ লেবাননে হওয়া বিমান হামলায় মোট 25 জন হিজবুল্লা নেতা মারা যান ৷ সেই তালিকায় ছিলেন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হাসেম সাফিয়েদ্দিনও ৷ যদিও এই প্রসঙ্গে হিজবুল্লার তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ৷ তবে নাসরাল্লা ঘনিষ্ঠ এক হিজবুল্লা সদস্য জানান, বেইরুটের হামলার পর থেকে হাসেমের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না ৷ হিজবুল্লা সূত্রে প্রকাশিত সেই খবরের পর. তাঁর মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয় ৷

জল্পনায় ঘৃতাহুতি হয় গত 8 অক্টোবর লেবাননবাসীর উদ্দেশে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বার্তার পর ৷ তিনি বলেন, "বেইরুটে একাধিক হিজবুল্লা সদস্যকে খতম করেছে আইডিএফ ৷ তালিকায় নাসরাল্লার উত্তরসূরিও রয়েছেন ৷" তবে সেই দিন কোনও নাম প্রকাশ করেননি নেতানিয়াহু ৷

সেই হামলার পর অনেকটা সময় কেটে গিয়েছে ৷ হিজবুল্লাকে গোড়া থেকে উপড়ে ফেলতে যুদ্ধের ঝাঁঝ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইজরায়েল ৷ এই আবহে আইডিএফ-এর বিবৃতি মধ্যপ্রাচ্যের অশান্তিতে নতুন একটি মাত্রা যোগ করবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

প্রসঙ্গত, সম্প্রতি গাজায় ইজরায়েলি হানায় প্রাণ গিয়েছে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ৷ সেই হামলার পর মঙ্গলবার ইজরায়েল সফরে যান মার্কিন সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ৷ তাঁর মতে, আইডিএফ-এর একের পর এক হামলায় হিজবুল্লা ও হামাসের শীর্ষ নেতাদের প্রাণ গিয়েছে ৷ এই আবহে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত দুই দেশের ৷ সেই সঙ্গে, যত দ্রুত সম্ভব যুদ্ধ-বন্দিদের মুক্তিও দেওয়া উচিত ৷

গত বছরের 7 অক্টোবর ইজরায়েলের উপর অতর্কিত হামলা চালায় হামাস ৷ সেই হামলার জবাবে দু'পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সমর্থনে এগিয়ে আসে ইরান ৷ যুদ্ধের জন্য হামাসকে প্রয়োজনীয় সাহায্য় করে তারা ৷ গত এক বছর ধরে পরোক্ষভাবে সাহায্য করলেও, কিছুদিন আগে যুদ্ধের ঝাঁঝ আরও বাড়িয়ে ইজরায়েলের উপর একসঙ্গে 200টি মিসাইল হামলা চালায় ইরান ৷ পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার হুমকিও দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ৷ পাল্টা জবাব দেয় ইজরায়েল ৷

আরও পড়ুন:

মারাত্মক ভুল করেছে! ড্রোন হামলায় ইরান, হিজবুল্লাকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর

লাদেনের মতো ছক কষে হত্যা হামাস নেতা সিনওয়ারকে, বিবৃতি বাইডেন-নেতানিয়াহু'র

বেইরুট, 23 অক্টোবর: দক্ষিণ লেবাননে বিমান হামলায় প্রাণ গিয়েছে হিজবুল্লার পরবর্তী সম্ভাব্য প্রধান হাসেম সাফিয়েদ্দিনের ৷ এবার এমনটাই নিশ্চিত করল ইজরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ৷ আইডিএফ-র দাবি, কিছুদিন আগে বেইরুটে একটি বিমান হামলায় মৃত্যু হয়েছে হাসেমের ৷ দীর্ঘদিন ধরে হিজবুল্লার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ৷ সংগঠনে তাঁর অবদানের জন্য হাসান নাসরাল্লার পর তাঁকেই পরবর্তী প্রধান হিসাবে ধরে নেওয়া হয়েছিল ৷ ইজরায়েলের দাবি, গত 8 অক্টোবর এয়ারস্ট্রাইকে তাঁকে হত্যা করা হয়েছে ৷

আইডিএফ জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে দক্ষিণ লেবাননে হওয়া বিমান হামলায় মোট 25 জন হিজবুল্লা নেতা মারা যান ৷ সেই তালিকায় ছিলেন প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হাসেম সাফিয়েদ্দিনও ৷ যদিও এই প্রসঙ্গে হিজবুল্লার তরফে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি ৷ তবে নাসরাল্লা ঘনিষ্ঠ এক হিজবুল্লা সদস্য জানান, বেইরুটের হামলার পর থেকে হাসেমের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না ৷ হিজবুল্লা সূত্রে প্রকাশিত সেই খবরের পর. তাঁর মৃত্যু নিয়ে জল্পনা শুরু হয় ৷

জল্পনায় ঘৃতাহুতি হয় গত 8 অক্টোবর লেবাননবাসীর উদ্দেশে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বার্তার পর ৷ তিনি বলেন, "বেইরুটে একাধিক হিজবুল্লা সদস্যকে খতম করেছে আইডিএফ ৷ তালিকায় নাসরাল্লার উত্তরসূরিও রয়েছেন ৷" তবে সেই দিন কোনও নাম প্রকাশ করেননি নেতানিয়াহু ৷

সেই হামলার পর অনেকটা সময় কেটে গিয়েছে ৷ হিজবুল্লাকে গোড়া থেকে উপড়ে ফেলতে যুদ্ধের ঝাঁঝ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইজরায়েল ৷ এই আবহে আইডিএফ-এর বিবৃতি মধ্যপ্রাচ্যের অশান্তিতে নতুন একটি মাত্রা যোগ করবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই ৷

প্রসঙ্গত, সম্প্রতি গাজায় ইজরায়েলি হানায় প্রাণ গিয়েছে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ৷ সেই হামলার পর মঙ্গলবার ইজরায়েল সফরে যান মার্কিন সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ৷ তাঁর মতে, আইডিএফ-এর একের পর এক হামলায় হিজবুল্লা ও হামাসের শীর্ষ নেতাদের প্রাণ গিয়েছে ৷ এই আবহে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত দুই দেশের ৷ সেই সঙ্গে, যত দ্রুত সম্ভব যুদ্ধ-বন্দিদের মুক্তিও দেওয়া উচিত ৷

গত বছরের 7 অক্টোবর ইজরায়েলের উপর অতর্কিত হামলা চালায় হামাস ৷ সেই হামলার জবাবে দু'পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হামাসের সমর্থনে এগিয়ে আসে ইরান ৷ যুদ্ধের জন্য হামাসকে প্রয়োজনীয় সাহায্য় করে তারা ৷ গত এক বছর ধরে পরোক্ষভাবে সাহায্য করলেও, কিছুদিন আগে যুদ্ধের ঝাঁঝ আরও বাড়িয়ে ইজরায়েলের উপর একসঙ্গে 200টি মিসাইল হামলা চালায় ইরান ৷ পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার হুমকিও দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ৷ পাল্টা জবাব দেয় ইজরায়েল ৷

আরও পড়ুন:

মারাত্মক ভুল করেছে! ড্রোন হামলায় ইরান, হিজবুল্লাকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর

লাদেনের মতো ছক কষে হত্যা হামাস নেতা সিনওয়ারকে, বিবৃতি বাইডেন-নেতানিয়াহু'র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.