ETV Bharat / international

নয়া আঘাত, ইরানের আরও তিন কমান্ডারকে হত্যার দাবি ইজরায়েলের - ISRAEL IRAN CONFLICT

13 জুন থেকে শুরু হওয়া সামরিক সংঘাত থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না । নতুন করে হামলা চালিয়ে ইরানের তিন কমান্ডারকে হত্যার দাবি ইজরায়েলের ।

Israel Says Killed 3 Iranian Commanders
ইরানের আরও তিন কমান্ডারকে হত্যার দাবি ইজরায়েলর (ছবি: এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 21, 2025 at 6:23 PM IST

2 Min Read

জেরুজালেম, 21 জুন: ইরানের আরও তিন কমান্ডারকে খতম করেছে বলে দাবি করল ইজরায়েল । পাশাপাশি ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদিয়েন সার জানান, তাঁদের হামলায় ইরান বিপর্যস্ত । আর তাই পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা কমপক্ষে দু'বছর পিছিয়ে দিতে হবে ইরানকে ।

ইজরায়েলের সেনা জানিয়েছে, তাদের হামলায় প্রাণ গিয়েছে ইরানের সামরির কর্তা সইদ ইজাদির। হামাসের সঙ্গে সমন্বয় রেখে ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতেন ইজাদি। দক্ষিণ তেহেরানের কুওমে তাঁকে হত্যা করা হয়েছে । আরও দুই সামরিক কর্তাকেও হত্যা করেছে ইজরায়েল । এই দুজনই ইরানের রেভোলিউশনারি গার্ডের বড় দায়িত্বে ছিলেন ।

Iran–Israel War
বাগদাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই-এর সমর্থনে পোস্টার (ছবি: এপি)

তাঁর দেশের সামরিক বাহিনীর সাফল্য তুলে ধরে সাক্ষাৎকার দিয়েছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী । সেখানে তিনি জানান, তাঁদের সরকারের কাছে যে তথ্য এসে পৌঁছেছে তা থেকে বোঝা যাচ্ছে সংঘাত যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলেও পারমাণবিক বোমা তৈরি করতে ইরানের কমপক্ষে 2-3 বছর সময় লেগে যাবে । একইসঙ্গে মন্ত্রী জানান, ইরান কোনওদিন পারমাণবিক বোমা তৈরি করতে পারে এমন সামান্য সম্ভাবনাও তারা বাকি রাখতে চান না । এ ব্যাপারে ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত তাঁদের সামরিক অভিযান থেকে শুরু করে অন্য সমস্ত প্রয়াস বজায় থাকবে ।

Iran–Israel War
ইরানের মিসাইল হামলায় প্রাণ বাঁচাতে মরিয়া সাধারণ মানুষ (ছবি: এপি)

ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে । এই দাবিকে সামনে রেখে 13 জুন থেকে নতুন করে আকাশপথে হামলা শুরু করেছে ইজরায়েল । ইরানের পারমাণবিক ক্ষেত্রেও হামলা হয়েছে । তবে তেহরান বারবার বলেছে, পারমাণবিক বোমা তৈরির কোনও পরিকল্পনা তাদের নেই ।

ইরান এবং ইজরাইলের সংঘাতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রথম থেকেই কূটনৈতিক মহলে জল্পনা চলছে। ইজরায়েলের অবস্থানকে সমর্থন করেছে আমেরিকা। যদিও এখনও তারা সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েনি। মাত্র একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁরা এই সংঘাতের অংশ হবেন কিনা তা দু'সপ্তাহ পরে ঠিক করবেন। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা পরিত্যাগ করে তাহলে চলতে থাকা সামরিক সংঘাত বন্ধ হবে।

Iran–Israel War
ইজরায়েলের হাসপাতালে ইরানের মিসাইল হামলা (ছবি: এপি)

যদিও ইরানের তরফে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সামরিক সংঘাতে জড়ালে প্রবল ক্ষতির মুখে পড়বে আমেরিকা। ইরানের যে ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি কঠিন অবস্থার মুখে পড়তে হবে ট্রাম্পদের। খামেনেই যখন এই মন্তব্য করছেন তার আগে অবশ্য তাঁকে নিশানা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, খামেনেই কোথায় আছেন সেটা আমেরিকা জানে। আমেরিকার কাছে তিনি 'ইজি টার্গেট'। সামরিক সংঘাতের এমন আবহে নতুন করে ইজরায়েলের হানায় প্রাণ গেল ইরানের তিন সামরিক কর্তার ।

শুধু ভারতীয়দের জন্য খুলল আকাশসীমা ! ইরান থেকে দেশে ফিরলেন 517 জন

জেরুজালেম, 21 জুন: ইরানের আরও তিন কমান্ডারকে খতম করেছে বলে দাবি করল ইজরায়েল । পাশাপাশি ইজরায়েলের বিদেশমন্ত্রী গিদিয়েন সার জানান, তাঁদের হামলায় ইরান বিপর্যস্ত । আর তাই পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা কমপক্ষে দু'বছর পিছিয়ে দিতে হবে ইরানকে ।

ইজরায়েলের সেনা জানিয়েছে, তাদের হামলায় প্রাণ গিয়েছে ইরানের সামরির কর্তা সইদ ইজাদির। হামাসের সঙ্গে সমন্বয় রেখে ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতেন ইজাদি। দক্ষিণ তেহেরানের কুওমে তাঁকে হত্যা করা হয়েছে । আরও দুই সামরিক কর্তাকেও হত্যা করেছে ইজরায়েল । এই দুজনই ইরানের রেভোলিউশনারি গার্ডের বড় দায়িত্বে ছিলেন ।

Iran–Israel War
বাগদাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই-এর সমর্থনে পোস্টার (ছবি: এপি)

তাঁর দেশের সামরিক বাহিনীর সাফল্য তুলে ধরে সাক্ষাৎকার দিয়েছেন ইজরায়েলের বিদেশমন্ত্রী । সেখানে তিনি জানান, তাঁদের সরকারের কাছে যে তথ্য এসে পৌঁছেছে তা থেকে বোঝা যাচ্ছে সংঘাত যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলেও পারমাণবিক বোমা তৈরি করতে ইরানের কমপক্ষে 2-3 বছর সময় লেগে যাবে । একইসঙ্গে মন্ত্রী জানান, ইরান কোনওদিন পারমাণবিক বোমা তৈরি করতে পারে এমন সামান্য সম্ভাবনাও তারা বাকি রাখতে চান না । এ ব্যাপারে ইরানকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত তাঁদের সামরিক অভিযান থেকে শুরু করে অন্য সমস্ত প্রয়াস বজায় থাকবে ।

Iran–Israel War
ইরানের মিসাইল হামলায় প্রাণ বাঁচাতে মরিয়া সাধারণ মানুষ (ছবি: এপি)

ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে । এই দাবিকে সামনে রেখে 13 জুন থেকে নতুন করে আকাশপথে হামলা শুরু করেছে ইজরায়েল । ইরানের পারমাণবিক ক্ষেত্রেও হামলা হয়েছে । তবে তেহরান বারবার বলেছে, পারমাণবিক বোমা তৈরির কোনও পরিকল্পনা তাদের নেই ।

ইরান এবং ইজরাইলের সংঘাতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রথম থেকেই কূটনৈতিক মহলে জল্পনা চলছে। ইজরায়েলের অবস্থানকে সমর্থন করেছে আমেরিকা। যদিও এখনও তারা সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েনি। মাত্র একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁরা এই সংঘাতের অংশ হবেন কিনা তা দু'সপ্তাহ পরে ঠিক করবেন। এই সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে ইরান যদি পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা পরিত্যাগ করে তাহলে চলতে থাকা সামরিক সংঘাত বন্ধ হবে।

Iran–Israel War
ইজরায়েলের হাসপাতালে ইরানের মিসাইল হামলা (ছবি: এপি)

যদিও ইরানের তরফে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন সামরিক সংঘাতে জড়ালে প্রবল ক্ষতির মুখে পড়বে আমেরিকা। ইরানের যে ক্ষতি হয়েছে তার থেকে অনেক বেশি কঠিন অবস্থার মুখে পড়তে হবে ট্রাম্পদের। খামেনেই যখন এই মন্তব্য করছেন তার আগে অবশ্য তাঁকে নিশানা করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, খামেনেই কোথায় আছেন সেটা আমেরিকা জানে। আমেরিকার কাছে তিনি 'ইজি টার্গেট'। সামরিক সংঘাতের এমন আবহে নতুন করে ইজরায়েলের হানায় প্রাণ গেল ইরানের তিন সামরিক কর্তার ।

শুধু ভারতীয়দের জন্য খুলল আকাশসীমা ! ইরান থেকে দেশে ফিরলেন 517 জন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.