ETV Bharat / international

'বড় ভুল করল ইরান', পাল্টা বার্তা দিয়ে জানালেন নেতানিয়াহু - Iran Launches Attack Israel

Israel Iran War: হামলার জবাবে পাল্টা হামলা করা হবে ৷ সাফ জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

author img

By PTI

Published : Oct 2, 2024, 4:45 PM IST

Israel Iran War
পাল্টা বার্তা নেতানিয়াহুর (ইটিভি ভারত)

তেলআবিব, 2 অক্টোবর: হামলার জবাবে পাল্টা হামলা ! জেরুজালেমের উপর মঙ্গলবার রাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর যুদ্ধের আঁচ কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ৷ তবে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠক করেন নেতানিয়াহু ৷ বৈঠকের শুরুতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, "ইরান আজ রাতে বড় ভুল করে দিয়েছে ৷ এর ফল তাকে ভোগ করতেই হবে ৷"

ইরানের প্রতি কড়া হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "তেহরান বুঝতে পারছে না, দেশবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা ঠিক কতটা দূর যেতে পারি ৷ সিনওয়ার এবং দেইফ বুঝতে পারেননি ৷ এমনকী নাসরাল্লাহ ও মোহসেনও বুঝতে পারেননি ৷ বস্তুত, এই মুহূর্তে যারা তেহরানে বসে রয়েছেন তারা কেউই বিষয়েটি বুঝতে পারছেন না ৷" তিনি আরও বলেন, "তবে এবার তারা বুঝবে ৷ আমরা আমাদের কথা রাখবো ৷ যারা আমাদের উপর হামলা করবে, পাল্টা হামলার সম্মুখীন হতে হবে তাদেরকেও ৷"

তবে ইরানের উদ্দেশ সফল হয়নি ৷ নেতানিয়াহু বলেন, "শতাধিক ক্ষেপনাস্ত্র নিয়ে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান ৷ তবে সেই আক্রমণ ব্যর্থ হয়েছে । দেশের বায়ুসেনা সেই হামলা রুখে দিয়েছে ৷" এই প্রতিরোধের জন্য আইডিএফ ও আইএএফ-কে ধন্যবাদ জানান তিনি ৷

এদিকে, নেতানিয়াহুর বক্তব্যে পরই এক্স হ্যান্ডেলে হামলা নিয়ে প্রথম প্রতিক্রিয়া দেন ইরানের দ্বিতীয় শীর্ষ নেতা আলি খামেনেই ৷ ব্যালেস্টিক মিসাইলের একটি প্রতীকী চিত্র পোস্ট করে তিনি লেখেন, "ঈশ্বরের থেকে জয় হয়েছে ৷"

অন্য একটি পোস্টে তিনি লেখেন, "ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে ফ্রন্টের হামলা আরও প্রকট হবে ৷"

ইজরায়েলের উপর ইরানের হামলার তীব্র নিন্দা করেছে মার্কিন প্রশাসন ৷ তবে হামলায় ইজরায়েলের কোনও ক্ষতি ইরান করতে পারেনি, তা স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাঁর কথায়, "ইজরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কোনও প্রভাব পরেনি ৷"

ইরানের বিরুদ্ধে ইজরায়েলি প্রতিরোধে সমস্ত রকম সাহায্য করবে আমেরিকা বলেও সাফ জানান বাইডেন ৷ হোয়াইট হাইসে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সক্রিয়ভাবে ইজরায়েলের পাশে রয়েছে ।"

তেলআবিব, 2 অক্টোবর: হামলার জবাবে পাল্টা হামলা ! জেরুজালেমের উপর মঙ্গলবার রাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর যুদ্ধের আঁচ কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ৷ তবে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷

বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠক করেন নেতানিয়াহু ৷ বৈঠকের শুরুতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, "ইরান আজ রাতে বড় ভুল করে দিয়েছে ৷ এর ফল তাকে ভোগ করতেই হবে ৷"

ইরানের প্রতি কড়া হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "তেহরান বুঝতে পারছে না, দেশবাসীর নিরাপত্তার স্বার্থে আমরা ঠিক কতটা দূর যেতে পারি ৷ সিনওয়ার এবং দেইফ বুঝতে পারেননি ৷ এমনকী নাসরাল্লাহ ও মোহসেনও বুঝতে পারেননি ৷ বস্তুত, এই মুহূর্তে যারা তেহরানে বসে রয়েছেন তারা কেউই বিষয়েটি বুঝতে পারছেন না ৷" তিনি আরও বলেন, "তবে এবার তারা বুঝবে ৷ আমরা আমাদের কথা রাখবো ৷ যারা আমাদের উপর হামলা করবে, পাল্টা হামলার সম্মুখীন হতে হবে তাদেরকেও ৷"

তবে ইরানের উদ্দেশ সফল হয়নি ৷ নেতানিয়াহু বলেন, "শতাধিক ক্ষেপনাস্ত্র নিয়ে ইজরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান ৷ তবে সেই আক্রমণ ব্যর্থ হয়েছে । দেশের বায়ুসেনা সেই হামলা রুখে দিয়েছে ৷" এই প্রতিরোধের জন্য আইডিএফ ও আইএএফ-কে ধন্যবাদ জানান তিনি ৷

এদিকে, নেতানিয়াহুর বক্তব্যে পরই এক্স হ্যান্ডেলে হামলা নিয়ে প্রথম প্রতিক্রিয়া দেন ইরানের দ্বিতীয় শীর্ষ নেতা আলি খামেনেই ৷ ব্যালেস্টিক মিসাইলের একটি প্রতীকী চিত্র পোস্ট করে তিনি লেখেন, "ঈশ্বরের থেকে জয় হয়েছে ৷"

অন্য একটি পোস্টে তিনি লেখেন, "ইহুদিবাদী শাসকের বিরুদ্ধে ফ্রন্টের হামলা আরও প্রকট হবে ৷"

ইজরায়েলের উপর ইরানের হামলার তীব্র নিন্দা করেছে মার্কিন প্রশাসন ৷ তবে হামলায় ইজরায়েলের কোনও ক্ষতি ইরান করতে পারেনি, তা স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ তাঁর কথায়, "ইজরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কোনও প্রভাব পরেনি ৷"

ইরানের বিরুদ্ধে ইজরায়েলি প্রতিরোধে সমস্ত রকম সাহায্য করবে আমেরিকা বলেও সাফ জানান বাইডেন ৷ হোয়াইট হাইসে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সক্রিয়ভাবে ইজরায়েলের পাশে রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.