তেহরান, 23 জুন: কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। আপনাদের জানিয়ে রাখি যে কাতারভিত্তিক আল উদেইদ বিমানঘাঁটি পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটি।
ইরানের সেনাবাহিনী এবং ইরানের রাষ্ট্রীয় টিভি এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ইরান এই অভিযানের নাম দিয়েছে 'বাশাইর আল ফতেহ্'। এটিকে আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাহরিন এবং সিরিয়াতেও সাইরেন বাজছে এবং শব্দ শোনা যাচ্ছে বলে খবর। এছাড়াও, ইরাকেও হামলার খবর আসছে। ইরান জানিয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু কেন্দ্রে যে পরিমাণ বোমা ফেলেছে, কাতারে সমান সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইরানের এই হামলার পর আমেরিকাও সক্রিয় হয়ে উঠেছে। জানা গিয়েছে যে আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করেছে। এর পাশাপাশি আমেরিকান প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কক্ষে উপস্থিত আছেন। ট্রাম্পের সঙ্গে বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জয়েন্ট চিফ অফ স্টাফ পরিস্থিতি কক্ষে উপস্থিত আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, কাতারের তাদের বিমান ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে । তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
Ministry of Interior, Government of Bahrain tweets, " the siren has been sounded. citizens and residents are urged to remain calm and head to the nearest safe place" pic.twitter.com/Sc3MCTwQv2
— ANI (@ANI) June 23, 2025
বাহরিন এবং সিরিয়াতেও সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। মানুষ আতঙ্কিত এবং তাদের বলা হচ্ছে যে গত কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধের আঁচ কাতার এবং ইরাকেও লেগেছে। যদিও এই বিষয়টি প্রথমে ইরান এবং ইজরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এখন আমেরিকাও এই যুদ্ধে সামিল হয়েছে।
বাহরিন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, "সাইরেন বেজে উঠেছে। নাগরিক এবং বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।"
Qatar's Ministry of Defence announced that Qatari air defences successfully intercepted a missile attack targeting Al-Udeid Air Base... pic.twitter.com/QC6hQGssUy
— ANI (@ANI) June 23, 2025
কাতারের প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে যে, কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আল-উদেইদ বিমান ঘাঁটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। সেই সঙ্গে দেশের নাগরিক এবং অন্যান্য দেশের পর্যটক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের আকাশসীমায় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে।
Qatar's relevant authorities announce temporary auspension of air traffic in country's airspace to ensure safety of citizens, residents, and visitors: Ministry of Foreign Affairs - Qatar pic.twitter.com/NDf5OG2xA7
— ANI (@ANI) June 23, 2025
আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার নিন্দা করেছে কাতার। কিন্তু, জানিয়েছে যে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলি প্রতিহত করেছে এবং কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কাতার জানিয়েছে যে, তাদের আকাশসীমা এখন নিরাপদ।
এদিকে এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কাতারের ভারতীয় দূতাবাস থেকে সেখানে থাকা ভারতীয়দের সতর্ক থাকার এবং ঘরের ভেতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি কাতারের কর্তৃপক্ষের স্থানীয় সংবাদ, নির্দেশাবলী অনুসরণ করতে বলা হয়েছে। ভারতীয় দূতাবাসের তরফে সামাজিক মাধ্যমের সাহায্যেও এই বিষয়ে আপডেট দিতে থাকবে।
ইরানে মার্কিন হামলায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে: রাষ্ট্রসংঘের মহাসচিব