অটোয়া (কানাডা), 16 মার্চ: ফের বিদেশের মাটিতে ভারতীয় বংশোদ্ভুত একই পরিবারের তিন জনের রহস্যমৃত্যু ৷ এবারের ঘটনাস্থল কানাডার অন্তারিও প্রোভিন্স ৷ পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে বাড়িতেই ভারতীয় বংশ্দোভূত এক দম্পতির আগুনে পুড়ে মৃত্যুর খবর সামনে আসে ৷ মারা গিয়েছে তাঁদের এক মেয়েও ৷ পিল পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 7 মার্চ ব্রাম্পটনের বিগ স্কাই ওয়ে এবং ভ্যান কার্ক ড্রাইভ এলাকায় একটি বাড়িতে আগুন লাগার খবর সামনে আসে ৷
দমকলকর্মীরা এসে দ্রুত আগুন নেভায় ৷ এরপর তদন্তকারীরা ধ্বংসপ্রাপ্ত বাড়ির মধ্যে থেকে দগ্ধ অবস্থায় দম্পতির দেহ উদ্ধার করে ৷ তবে তখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত হতে পারেনি অগ্নিদগ্ধ হয়ে কতজন মারা গিয়েছেন ৷ ময়নাতদন্তের পর শুক্রবার দেহগুলোকে পরিবারের তিন সদস্য হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদেরও নামও ৷ বাড়ির কর্তার নাম রাজীব ওয়ারিকু (51) ৷ তাঁর স্ত্রীর নাম শিল্পা কথা ( 47); এবং তাঁদের 16 বছর বয়সী মেয়ে, মাহেক ওয়ারিকু আগুনে পুড়ে মারা গিয়েছে বলে জানায় কানাডা পুলিশ ৷
পিল পুলিশ কনস্টেবল টেরিন ইয়াং শুক্রবার জানিয়েছেন, বাড়িতে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে তারা সন্দিহান ৷ ইয়াং বলেন, "এই মুহুর্তে, আমরা আমাদের হোমিসাইড ব্যুরোর সঙ্গে ঘটনার তদন্ত করছি ৷ এই ঘটনায় আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ৷ কারণ এই আগুন দেখে মনে হয়েছে, এটা দুর্ঘটনাজনিত ছিল না ৷" আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ইয়ং বলেন, "এই মুহূর্তে বিশেষ কিছু বলা সম্ভব নয় ৷" তিনি আর বলেন, দমকলকর্মীরা জানিয়েছেন পুরো বাড়িতে যেভাবে আগুন লেগেছিল, তা সন্দেহ তৈরি করেছে ৷
মৃত পরিবারের প্রতিবেশী কেনেথ ইউসুফের বয়ান অনুযায়ী এই পরিবারটি প্রায় 15 বছর ধরেএই বাড়িতে বসবাস করত ৷ এবং পরিবারের মধ্যেও কোনওদিন কোনও সমস্যা নজরে আসেনি ৷ ইউসুফ জানান, গত সপ্তাহে তাঁরা আচমকাই এক বিস্ফোরণের আওয়াজ শুনতে পান ৷ তারপরেই বাড়িতে আগুন লাগার ঘটনাটি সামনে আসে ৷ বেরিয়ে এসে দেখেন অল্প সময়ে সব কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, একই পরিবারে তিন সদস্যের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে তদন্ত চলছে ৷ পাশাপাশি সাধারণের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে, এই পরিবার সম্পর্কে কেউ কিছু জানলে তা যেন পুলিশকে অবশ্যই জানায় ৷
আরও পড়ুন
1. মার্কিন মুলুকে গুলি করে হত্যা কলকাতার নৃত্যশিল্পীকে, প্রতিবাদে সরব অভিনেত্রী দেবলীনা
2. আমেরিকায় আগুনে পুড়ে ভারতীয় নাগরিকের মৃত্যু, সাহায্যের আশ্বাস দূতাবাসের
3. প্রচন্ড ঠান্ডায় ক্লাবে ঢুকতে বাধা, আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ছাত্রের