ETV Bharat / international

ইজরায়েল-গাজা সংঘাতে রাষ্ট্রসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সায় ভারতের

Gaza-Israel Conflict: ইজরায়েল-গাজা সংঘাতে রাষ্ট্রসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সায় দিল ভারত ৷ ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ সোমবার ভেটো ব্যবহারের বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় দেশের অবস্থান স্পষ্ট করেছেন ৷ পাশাপাশি তিনি ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সরাসরি এবং অর্থপূর্ণ আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 11:33 AM IST

Ruchira Kamboj
রুচিরা কম্বোজ

নিউইয়র্ক, 5 মার্চ: ইজরায়েলের নিরাপত্তার প্রয়োজনীয়তার কারণে গাজা সংঘাতের ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করবে ভারত ৷ এর ফলে প্যালেস্তাইনের জনগণ একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবে ৷ এমনটাই জানালেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ । সোমবার ভেটো ব্যবহারের বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় ভাষণ দেন তিনি ৷ সেখানেই রুচিরা বলেন, "ইজরায়েল-গাজা সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তা বলা হয়েছে ।"

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধির কথায়, "শুধুমাত্র উভয় পক্ষের মধ্যে সরাসরি এবং অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে একটি দ্বি-রাষ্ট্র সমাধান মিলবে ৷ এই সমাধানের মধ্য দিয়ে চূড়ান্ত অবস্থার সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যাবে এবং স্থায়ীভাবে শান্তি বজায় রাখা সম্ভব । ভারত একটি দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ যাতে ইজরায়েলের নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করে নিরাপদ সীমান্তে প্যালেস্তাইনের জনগণ একটি স্বাধীন দেশে বসবাস করতে পারে ।"

অবিলম্বে উত্তেজনা কমানোর ডাক দিয়ে ভারতের রাষ্ট্রদূত বলেন, "একটি স্থায়ী সমাধানে পৌঁছনোর জন্য আমারা অবিলম্বে উত্তেজনা কমানো, সহিংসতা এড়ানো, সমস্ত বন্দিদের মুক্তি, উস্কানিমূলক ও উত্তেজনামূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং প্রত্যক্ষ শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি ।" সংঘাতের বিষয়ে তিনি বলেন, "ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে ব্যাপকভাবে সাধারণ মানুষের বিশেষ করে মহিলা ও শিশুদের ক্ষতি হয়েছে । আমি আগেই বলেছি, এর ফলে মানবিক সংকটও দেখা দিয়েছে । যা স্পষ্টতই গ্রহণযোগ্য নয় ৷"

রুচিরা কম্বোজের বক্তব্য, "আমরা সংঘাতে সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দা করেছি । হিংসা ও শত্রুতার আরও বৃদ্ধি রোধ করার জন্য এটি গুরুত্বপূর্ণ। যে কোনও সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে এটি অপরিহার্য । আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন অবশ্যই সব পরিস্থিতিতে মেনে চলতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটি দীর্ঘস্থায়ী এবং আপোষহীন অবস্থান রয়েছে। সন্ত্রাসবাদ এবং বন্দি করার বিষয়ে কোনও যুক্তি থাকতে পারে না । বন্দিদের আমরা অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাই।"

পরিস্থিতির আরও অবনতি এড়াতে অবিলম্বে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি । ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন, "আমরা এই প্রচেষ্টায় সকল পক্ষকে একত্রিত হওয়ার আহ্বান জানাই । আমরা এই বিষয়ে রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে স্বাগত জানাই । প্যালেস্তাইনের জনগণকে ভারত মানবিক সহায়তা প্রদান করেছ এবং আগামিদিনেও তা করবে ৷"

আরও পড়ুন:

  1. ইজরায়েলে মিসাইল হামলায় মৃত্যু এক ভারতীয়ের, জখম আরও 2
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের জের, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর
  3. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর

নিউইয়র্ক, 5 মার্চ: ইজরায়েলের নিরাপত্তার প্রয়োজনীয়তার কারণে গাজা সংঘাতের ক্ষেত্রে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করবে ভারত ৷ এর ফলে প্যালেস্তাইনের জনগণ একটি স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবে ৷ এমনটাই জানালেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ । সোমবার ভেটো ব্যবহারের বিষয়ে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভায় ভাষণ দেন তিনি ৷ সেখানেই রুচিরা বলেন, "ইজরায়েল-গাজা সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট এবং সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তা বলা হয়েছে ।"

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধির কথায়, "শুধুমাত্র উভয় পক্ষের মধ্যে সরাসরি এবং অর্থপূর্ণ আলোচনার মাধ্যমে একটি দ্বি-রাষ্ট্র সমাধান মিলবে ৷ এই সমাধানের মধ্য দিয়ে চূড়ান্ত অবস্থার সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া যাবে এবং স্থায়ীভাবে শান্তি বজায় রাখা সম্ভব । ভারত একটি দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ যাতে ইজরায়েলের নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনা করে নিরাপদ সীমান্তে প্যালেস্তাইনের জনগণ একটি স্বাধীন দেশে বসবাস করতে পারে ।"

অবিলম্বে উত্তেজনা কমানোর ডাক দিয়ে ভারতের রাষ্ট্রদূত বলেন, "একটি স্থায়ী সমাধানে পৌঁছনোর জন্য আমারা অবিলম্বে উত্তেজনা কমানো, সহিংসতা এড়ানো, সমস্ত বন্দিদের মুক্তি, উস্কানিমূলক ও উত্তেজনামূলক কর্মকাণ্ড এড়িয়ে চলা এবং প্রত্যক্ষ শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি ।" সংঘাতের বিষয়ে তিনি বলেন, "ইজরায়েল এবং হামাসের মধ্যে চলমান সংঘাতের ফলে ব্যাপকভাবে সাধারণ মানুষের বিশেষ করে মহিলা ও শিশুদের ক্ষতি হয়েছে । আমি আগেই বলেছি, এর ফলে মানবিক সংকটও দেখা দিয়েছে । যা স্পষ্টতই গ্রহণযোগ্য নয় ৷"

রুচিরা কম্বোজের বক্তব্য, "আমরা সংঘাতে সাধারণ মানুষের মৃত্যুর তীব্র নিন্দা করেছি । হিংসা ও শত্রুতার আরও বৃদ্ধি রোধ করার জন্য এটি গুরুত্বপূর্ণ। যে কোনও সংঘাতময় পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে এটি অপরিহার্য । আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন অবশ্যই সব পরিস্থিতিতে মেনে চলতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের একটি দীর্ঘস্থায়ী এবং আপোষহীন অবস্থান রয়েছে। সন্ত্রাসবাদ এবং বন্দি করার বিষয়ে কোনও যুক্তি থাকতে পারে না । বন্দিদের আমরা অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানাই।"

পরিস্থিতির আরও অবনতি এড়াতে অবিলম্বে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি । ভারতের স্থায়ী প্রতিনিধি বলেন, "আমরা এই প্রচেষ্টায় সকল পক্ষকে একত্রিত হওয়ার আহ্বান জানাই । আমরা এই বিষয়ে রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টাকে স্বাগত জানাই । প্যালেস্তাইনের জনগণকে ভারত মানবিক সহায়তা প্রদান করেছ এবং আগামিদিনেও তা করবে ৷"

আরও পড়ুন:

  1. ইজরায়েলে মিসাইল হামলায় মৃত্যু এক ভারতীয়ের, জখম আরও 2
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের জের, প্রেসিডেন্টের কাছে পদত্যাগ প্যালেস্তাইনের প্রধানমন্ত্রীর
  3. 'এই যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে', ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে জয়শঙ্কর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.