লন্ডন, 21 মার্চ: হিথরো বিমানবন্দর আজ (শুক্রবার) সারা দিন বন্ধ থাকবে। বিশ্বের ব্যস্ত বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম লন্ডনের এই এয়ারপোর্ট ৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরের কাছের একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ যার জেরে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটেছে ৷ তাই আজ সারাদিন হিথরো বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ওই সাবস্টেশনটি থেকেই হিথরো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এই বিমানবন্দরের আকস্মিক এই ঘোষণায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। হিথরো বিমানবন্দর বন্ধের কারণে বিশ্বজুড়ে বিমান চলাচলের সময়সূচি ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
হিথরো বিমানবন্দরের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা বজায় রাখার জন্য, শুক্রবার পুরো দিনের জন্য হিথরো বিমানবন্দর বন্ধ রাখা ছাড়া আর কোনও বিকল্প নেই।" যাতে কোনও ধরনের দুর্ঘটনা না-ঘটে, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিমানবন্দর পুনরায় চালু না-হওয়া পর্যন্ত যাত্রীদের কোনও অবস্থাতেই ভিতরে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না ৷"
হিথরো বিমানবন্দর থেকে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ পরিষেবা ঠিক হয়ে গেলে এবিষয়ে বিস্তারিত তথ্য আপডেট দেওয়া হবে ৷ এদিকে, লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, 10টি দমকল ইঞ্জিন এবং প্রায় 70 জন অগ্নিনির্বাপক কর্মী সাবস্টেশনটিতে আগুন নেভানোর কাজে নিযুক্ত ছিলেন ৷ আগুনের কারণে বিপুল সংখ্যক বাড়ি এবং স্থানীয় বিদ্যুৎ প্রতিষ্ঠানেও বিভ্রাট দেখা গিয়েছে ৷
লন্ডন প্রশাসনের এক আধিকারিক প্যাট গলবোর্ন বলেন, "আমরা নিজেদের মতো যথাসাধ্য চেষ্টা করছি যাতে এই সমস্যা তাড়াতাড়ি সমাধান করা যায় ৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ওই এলাকায় নিরাপত্তার জন্য সকলকে সতর্কতা অবলম্বন করতে বলছি ৷ কারণ যেহেতু এখন আগুন নেভানোর কাজ করছেন কর্মীরা ৷ তাই ওই এলাকাটি এড়িয়ে চলতে অনুরোধ করছি ৷"
There’s a fire at North Hyde substation in West London and emergency services are in attendance.
— Scottish and Southern Electricity Networks (@ssencommunity) March 21, 2025
The site has been evacuated and the safety of local residents, our colleagues, and the emergency teams is our highest priority.
We will provide an update as soon as possible. (1/2)
এদিকে, সোশাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা গিয়েছে, বিদ্যুৎকেন্দ্রটি থেকে আগুনের লেলিহান শিখা এবং গলগল করে ধোঁয়া বেরতে। স্কটিশ এবং সাউদার্ন ইলেকট্রিসিটি নেটওয়ার্কস X-এর এক পোস্টে জানিয়েছে যে, বিদ্যুৎ বিভ্রাটের ফলে 16 হাজার 300টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।