ব্রাজিলিয়া, 4 জুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলে আলোচনায় বসতে পারে দিল্লি ৷ শান্তি এবং শালীনতা বজায় রেখে দু'পক্ষের দৃষ্টিভঙ্গি এক হলে পাকিস্তানের সঙ্গে কথা বলতে চায় ভারত ৷ আর তাতে ভাষা কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না ৷ পাকিস্তান যে ভাষায় চায় সেই ভাষাতেই কথা বলা হবে ৷ এমনই মত পোষণ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷
জঙ্গি সংগঠনগুলিকে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাকিস্তান ৷ বিশ্বের কাছে সেই বার্তা পৌঁছতে বিভিন্ন দেশে সর্বদলীয় প্রতিনিধি পাঠিয়েছে ভারত ৷ এই সফরের অঙ্গ হিসেবে শশীর নেতৃত্বে সাংসদদের একটি দল লাতিন আমেরিকার কয়েকটি দেশে সফর করছে ৷ মঙ্গলবার ব্রাজিলে পৌঁছে থারুর জানান, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গৃহীত পদক্ষেপের বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল ৷ কিন্তু, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা লাতিন আমেরিকার প্রতিটি দেশের প্রতিনিধিদের বোঝাতে সক্ষম হয়েছে তাঁর নেতৃত্বাধীন দল ৷
তিনি বলেন, "পাকিস্তানের বরাবরের দাবি, তারা নির্দোষ ৷ তাহলে সেদেশে জঙ্গিদের নিরাপদ আশ্রয় কেন দেওয়া হয় ? সেদেশে জঙ্গিদের প্রশিক্ষণ কেন দেওয়া হয় ? কেন তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয় ?" দু'দেশের আলোচনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, " পাকিস্তানের প্রতিটি প্রান্তে জঙ্গিদের উপস্থিতি টের পাওয়া যায় ৷ তারা সেই সমস্ত জঙ্গিঘাঁটিগুলি ধ্বংস করে দিক ৷ তারপর আমরা আলোচনায় বসব ৷"
কংগ্রেস সাংসদ জানান, যে কোনও ভাষাতেই আলোচনা হতে পারে ৷ তিনি বলেন, "হিন্দি, পাঞ্জাবি এমনকী ইংরেজি ভাষাতেও আমরা কথা বলতে পারি ৷ আলোচনার জন্য দৃষ্টিভঙ্গির মধ্য়ে মিল থাকার প্রয়োজন ৷ আমরা শান্তি চাই ৷ দেশের উন্নতি চাই ৷ কিন্তু, পাকিস্তান সেখানেই বাধা দিচ্ছে ৷ তারা কেবলমাত্র আমাদের হয়রান করতে চায় । আমাদের দুর্বল করতে চায় ।"
উল্লেখ্য, 11তম ব্রিকস সংসদীয় ফোরামের আয়োজন করেছে ব্রাজিল ৷ ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ফোরাম কোনও বিবৃতি পেশ করবে কি না, সেই প্রসঙ্গে এদিন কংগ্রেস সাংসদকে প্রশ্ন করা হয় ৷ জবাবে তিনি বলেন, "আমি মনে করি ব্রিকসে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে ৷ সেক্ষেত্রে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ভারতে সন্ত্রাস হামলা নিয়ে বিবৃতি প্রকাশ করবেন কি না, সেই বিষয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় ৷" তিনি আরও বলেন, "আন্তর্জাতিক ফোরামগুলি আমাদের উদ্বেগের বিষয় নয় ৷ পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সন্ত্রাসবাদ ধ্বংস করতে পাকিস্তানের ব্যর্থতা নিয়ে আমদের উদ্বেগের বিষয় ৷"
Press Release:
— India In Brazil (@indiainbrazil) June 3, 2025
High-Level Indian Parliamentary Delegation SuccessfullyConcludes Visit to Brazil with Emphasis on Counter-Terrorism Cooperation
Comunicado de Imprensa:
Delegação parlamentar indiana de alto nível conclui com sucesso visita ao Brasil com ênfase na cooperação… pic.twitter.com/bKfsrlh1pz
পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারের প্রথম পর্যায়ে গত 24 মে নিউইয়র্কে পৌঁছয় শশী থারুরের নেতৃত্বাধীন ভারতীয় প্রতিনিধি দল ৷ এরপর লাতিন আমেরিকার দেশগুলির সফর শুরু করে দল ৷ গুয়েনা, পানামা, কলম্বিয়ায় সফর সেরে সোমবার ব্রাজিলে পৌঁছয় দলটি ৷ সন্ত্রাসবাদ প্রসঙ্গে বিভিন্ন দেশের অবস্থান সম্পর্কে এদিন কংগ্রেস সাংসদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান সম্পর্কে প্রতিটি দেশেই আমাদের বার্তা তুলে ধরা হয়েছে ৷ চার দেশের প্রতিনিধিদের কাছে আমরা সফলভাবে বার্তা পৌঁছে দিতে পেরেছি ৷ যদিও, সাফল্য নিয়ে গর্ব করতে পছন্দ করি না ৷ বাকিরা এর বিচার করবে ৷" এরপর কলম্বিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এমনকী, যাদের মধ্য়ে প্রশ্ন ছিল, তাদের কাছেও আমরা বার্তা পৌঁছে দিতে সফল হয়েছি ৷"
প্রসঙ্গত, পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে ভারতের সামরিক অভিযানের জেরে মানুষের মৃত্যুর ঘটনায় হতাশা এবং সমবেদনা প্রকাশ করে কলম্বিয়া ৷ সেই বিষয়ে কলম্বিয়া সফরে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন শশী থারুর ৷ সেই সঙ্গে, কলম্বিয়া সরকারের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন । এরপর কলম্বিয়া আনুষ্ঠানিকভাবে সেই বিবৃতি প্রত্যাহার করে নেয় ৷
এদিন ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো অ্য়াল্কমিনের সঙ্গে বৈঠক করে ভারতীয় প্রতিনিধি দল ৷ সফরের শেষ পর্যায়ে ব্রাজিল থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্য়ে রওনা দেবে এই দল ৷ এই প্রসঙ্গে থারুরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই সফর বেশ কঠিন হতে চলেছে ৷ সেখানে বিভিন্ন মতামতের মানুষ থাকবে ৷ তবে, সকলের কঠিন প্রশ্নগুলির জবাব দিতে পারলে খুশি হব ৷" এদিন ব্রাজিলে ভারতের দূত দিনেশ ভাটিয়ার সঙ্গেও দেখা করেন শশী থারুররা ৷