ETV Bharat / international

ইউনূসের এপ্রিলে রাজি নয় বিএনপি, ডিসেম্বরে ভোটের দাবিতে অনড় খালেদার দল - BANGLADESH POLITICAL CRISIS

বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলে ভোটের কথা জানিয়েছেন ৷ এতে একেবারেই রাজি নয় বিএনপি ৷

Bangladesh Nationalist Party
বাংলাদেশে ভোট হোক ডিসেম্বরে, চায় বিএনপি (ছবি সৌজন্য: বিএনপির ফেসবুক পেজ)
author img

By PTI

Published : June 7, 2025 at 8:22 PM IST

3 Min Read

ঢাকা, 7 জুন: শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের কথা ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ কিন্তু এই ঘোষণায় খুশি নয় বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি ৷ প্রথম থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল চলতি বছরের ডিসেম্বর মাসে ভোট করানোর দাবি তুলে আসছে ৷

গতকাল প্রধান উপদেষ্টা জানিয়েছেন, 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনও দিন ভোট হবে ৷ এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি ৷ তারা ডিসেম্বরে ভোটের দাবিতেই অনড় ৷ ঢাকা ট্রিবিউন সংবাদপত্র দলের উদ্ধৃতি তুলে জানিয়েছে, "জুলাই বিপ্লবে ছাত্র ও বহু মানুষের গভীর আত্মত্যাগের ফলে মানুষ জয় পেয়েছে ৷ কিন্তু নির্বাচনের এই অকারণ দেরি আমাদের হতাশ করেছে ৷ মানুষ এতে ক্ষুব্ধ ৷"

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণের পরপরই বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব জরুরি ভার্চুয়াস বৈঠক করে দলের স্ট্যান্ডিং কমিটি ৷ সেখানে এই ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তাবে জোর দেওয়া হয় ৷ কারণ, এপ্রিল মাস রমজান মাস ৷ এছাড়া সেসময় দেশে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণি বা তার সমতুল পরীক্ষা হওয়ার কথা ৷ এছাড়া এপ্রিল মাস মানে গ্রীষ্মকাল ৷ প্রচণ্ড গরম এবং সঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে ৷

বিএনপি বিবৃতিতে জানিয়েছে, "প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এদেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম, খুন, জেল-জুলুম, আহত ও নির্যাতিত হয়েও অব্যহত লড়াই চালিয়ে গিয়েছে ৷ 2024 সালের জুলাই-অগষ্টের ছাত্র-জনতার বিপুল আত্মত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে বিধায়, এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে ৷"

প্রধান উপদেষ্টা কেন এপ্রিলে জাতীয় নির্বাচন করতে চাইছেন, সেই কারণ সুস্পষ্ট করে জানাননি ৷ এই প্রশ্ন করে বিএনপি জানায়, "কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এমন কোন সুনির্দিষ্ট কারণ তাঁর ভাষণে উল্লেখ করা হয়নি ৷"

বাংলাদেশের বন্দর ও করিডর নিয়ে অন্তর্বর্তী প্রশাসনের মতামত ব্যক্ত করেছিলেন ইউনূস ৷ এই প্রসঙ্গে বিএনপির সাফ কথা, "এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন, যা তাঁরই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের ৩টি 'ম্যান্ডেটের' মধ্যে পড়ে না ৷ ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভপ্রকাশ করা হয় ৷"

গত বছর 5 অগস্ট গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর থেকে তিনি ভারতের আশ্রয়ে আছেন ৷ এরপর 8 অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী প্রশাসন গঠিত হয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৷ এরপর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় ৷ এদিকে সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী প্রশাসন ৷

ঢাকা, 7 জুন: শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের কথা ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ৷ কিন্তু এই ঘোষণায় খুশি নয় বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপি ৷ প্রথম থেকেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল চলতি বছরের ডিসেম্বর মাসে ভোট করানোর দাবি তুলে আসছে ৷

গতকাল প্রধান উপদেষ্টা জানিয়েছেন, 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনও দিন ভোট হবে ৷ এই ঘোষণায় সন্তুষ্ট নয় বিএনপি ৷ তারা ডিসেম্বরে ভোটের দাবিতেই অনড় ৷ ঢাকা ট্রিবিউন সংবাদপত্র দলের উদ্ধৃতি তুলে জানিয়েছে, "জুলাই বিপ্লবে ছাত্র ও বহু মানুষের গভীর আত্মত্যাগের ফলে মানুষ জয় পেয়েছে ৷ কিন্তু নির্বাচনের এই অকারণ দেরি আমাদের হতাশ করেছে ৷ মানুষ এতে ক্ষুব্ধ ৷"

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ভাষণের পরপরই বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব জরুরি ভার্চুয়াস বৈঠক করে দলের স্ট্যান্ডিং কমিটি ৷ সেখানে এই ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তাবে জোর দেওয়া হয় ৷ কারণ, এপ্রিল মাস রমজান মাস ৷ এছাড়া সেসময় দেশে দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণি বা তার সমতুল পরীক্ষা হওয়ার কথা ৷ এছাড়া এপ্রিল মাস মানে গ্রীষ্মকাল ৷ প্রচণ্ড গরম এবং সঙ্গে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে ৷

বিএনপি বিবৃতিতে জানিয়েছে, "প্রায় দেড় যুগ ধরে মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত এদেশের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গুম, খুন, জেল-জুলুম, আহত ও নির্যাতিত হয়েও অব্যহত লড়াই চালিয়ে গিয়েছে ৷ 2024 সালের জুলাই-অগষ্টের ছাত্র-জনতার বিপুল আত্মত্মত্যাগের মাধ্যমে তার বিজয় অর্জিত হলেও নির্বাচন অনুষ্ঠানে অহেতুক বিলম্বে জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছে বিধায়, এই সভা রমজান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমপর্যায়ের পরীক্ষা এবং আবহাওয়া ইত্যাদি বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করছে ৷"

প্রধান উপদেষ্টা কেন এপ্রিলে জাতীয় নির্বাচন করতে চাইছেন, সেই কারণ সুস্পষ্ট করে জানাননি ৷ এই প্রশ্ন করে বিএনপি জানায়, "কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়, এমন কোন সুনির্দিষ্ট কারণ তাঁর ভাষণে উল্লেখ করা হয়নি ৷"

বাংলাদেশের বন্দর ও করিডর নিয়ে অন্তর্বর্তী প্রশাসনের মতামত ব্যক্ত করেছিলেন ইউনূস ৷ এই প্রসঙ্গে বিএনপির সাফ কথা, "এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন, যা তাঁরই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের ৩টি 'ম্যান্ডেটের' মধ্যে পড়ে না ৷ ভাষণে তিনি শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভপ্রকাশ করা হয় ৷"

গত বছর 5 অগস্ট গণ-অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এরপর থেকে তিনি ভারতের আশ্রয়ে আছেন ৷ এরপর 8 অগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী প্রশাসন গঠিত হয় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৷ এরপর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় ৷ এদিকে সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.