ETV Bharat / international

হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী - Bangladesh HM on Awami League

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 3:32 PM IST

Bangladesh HM on Awami League: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও ইচ্ছা নেই বর্তমান সরকারের । বাংলাদেশে হাসিনার দলের অবদানের কথাও স্বীকার করেছেন তিনি ৷

ETV BHARAT
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের (নিজস্ব চিত্র)

ঢাকা, 12 অগস্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ ঘোষণা করার কোনও ইচ্ছা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের । সোমবার একথা জানালেন বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন ৷

তিনি সাংবাদিকদের বলেন, "দলটি বাংলাদেশে অনেক অবদান রেখেছে - আমরা এটা অস্বীকার করি না ।" যখন নির্বাচন হবে, তখন আওয়ামী লীগেরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত বলে মত সাখাওয়াত হোসেনের ৷

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আন্দোলনের প্রবল চাপে 76 বছর বয়সি হাসিনা সপ্তাহখানেক আগে হেলিকপ্টারে চড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে যান ৷ তাঁর সরকার হাজার হাজার রাজনৈতিক বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা-সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত । তবে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, হাসিনার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার কোনও ইচ্ছা সরকারের নেই ।

'রাস্তায় ফিরেছে পুলিশ'

এদিকে, বাংলাদেশি পুলিশ সোমবার রাজধানী ঢাকায় আবার টহল দিতে শুরু করেছে ৷ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক সপ্তাহব্যাপী ওপার বাংলার আইনশৃঙ্খলায় এক বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছিল । হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগে তাঁর 15 বছরের শাসনের অবসানের পর, গত সপ্তাহে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন সে দেশের পুলিশ ও আধিকারিকরা ৷

কয়েক সপ্তাহের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে তীব্র ঘৃণার পরিবেশ তৈরি হওয়ায়, কর্তব্যরত অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত না-হওয়া পর্যন্ত কাজ পুনরায় শুরু করবেন না বলে জানিয়েছিলেন পুলিশের বড় কর্তারা ৷ তবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর রাতে আলোচনার পর ফের কাজে ফিরতে রাজি হয় পুলিশ ।

ব্যস্ত রাস্তায় কর্তব্যরত অবস্থায় অ্যাসিস্টান্ট কমিশনার স্নেহাশিস দাস বলেন, "ফের কাজে ফেরাটা খুব ভালো হল ৷ আমরা যেহেতু এখন নিরাপদ বোধ করছি, তাই ফের দায়িত্বে ফিরে এসেছি ।" উল্লেখ্য, হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ অনেকাংশেই শান্তিপূর্ণ ছিল ৷ তবে পুলিশ সহিংসভাবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয় ৷

জাতীয় পুলিশ ইউনিয়নের মতে, গত মাসে দেশের 600টি থানার মধ্যে প্রায় 450টিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । পুলিশের অনুপস্থিতিতে হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই লুটপাট ও প্রতিশোধমূলক হামলার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে ওঠে পদ্মাপাড়ের দেশ ৷

ঢাকা, 12 অগস্ট: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ ঘোষণা করার কোনও ইচ্ছা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের । সোমবার একথা জানালেন বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন ৷

তিনি সাংবাদিকদের বলেন, "দলটি বাংলাদেশে অনেক অবদান রেখেছে - আমরা এটা অস্বীকার করি না ।" যখন নির্বাচন হবে, তখন আওয়ামী লীগেরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত বলে মত সাখাওয়াত হোসেনের ৷

বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আন্দোলনের প্রবল চাপে 76 বছর বয়সি হাসিনা সপ্তাহখানেক আগে হেলিকপ্টারে চড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে যান ৷ তাঁর সরকার হাজার হাজার রাজনৈতিক বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা-সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত । তবে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, হাসিনার আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার কোনও ইচ্ছা সরকারের নেই ।

'রাস্তায় ফিরেছে পুলিশ'

এদিকে, বাংলাদেশি পুলিশ সোমবার রাজধানী ঢাকায় আবার টহল দিতে শুরু করেছে ৷ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক সপ্তাহব্যাপী ওপার বাংলার আইনশৃঙ্খলায় এক বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছিল । হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগে তাঁর 15 বছরের শাসনের অবসানের পর, গত সপ্তাহে একেবারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন সে দেশের পুলিশ ও আধিকারিকরা ৷

কয়েক সপ্তাহের বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে তীব্র ঘৃণার পরিবেশ তৈরি হওয়ায়, কর্তব্যরত অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত না-হওয়া পর্যন্ত কাজ পুনরায় শুরু করবেন না বলে জানিয়েছিলেন পুলিশের বড় কর্তারা ৷ তবে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীর রাতে আলোচনার পর ফের কাজে ফিরতে রাজি হয় পুলিশ ।

ব্যস্ত রাস্তায় কর্তব্যরত অবস্থায় অ্যাসিস্টান্ট কমিশনার স্নেহাশিস দাস বলেন, "ফের কাজে ফেরাটা খুব ভালো হল ৷ আমরা যেহেতু এখন নিরাপদ বোধ করছি, তাই ফের দায়িত্বে ফিরে এসেছি ।" উল্লেখ্য, হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ অনেকাংশেই শান্তিপূর্ণ ছিল ৷ তবে পুলিশ সহিংসভাবে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয় ৷

জাতীয় পুলিশ ইউনিয়নের মতে, গত মাসে দেশের 600টি থানার মধ্যে প্রায় 450টিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । পুলিশের অনুপস্থিতিতে হাসিনার দেশ ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই লুটপাট ও প্রতিশোধমূলক হামলার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে ওঠে পদ্মাপাড়ের দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.