ETV Bharat / international

পাকিস্তানের অংশ নয়, স্বাধীন বালোচিস্তানের ঘোষণা করল বিদ্রোহীরা - INDEPENDENT BALOCHISTAN

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে স্বাধীন বালোচিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা করল বিদ্রোহীরা ৷ পাশাপাশি ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনও চেয়েছে তারা ৷

India Balochistan Friendship
ভারত ও বালোচিস্তান মৈত্রীর বার্তা হাতে বালোচ নেতারা (ছবি: বালোচ নেতা মীর ইয়ার বালোচ-এর এক্স হ্যান্ডেল)
author img

By ANI

Published : May 14, 2025 at 8:49 PM IST

2 Min Read

বালোচিস্তান, 14 মে: বালোচিস্তান পাকিস্তানের অংশ নয় ৷ স্বাধীন বালোচিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা করল দেশের বিদ্রোহীরা ৷ বিদ্রোহী গোষ্ঠির তরফে মীর ইয়ার বালোচ বুধবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, দশকের পর দশক ধরে হিংসার পর অবশেষে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বালোচিস্তান ৷ পাশাপাশি ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সমর্থন করারও আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা ৷

তিনি আরও লিখেছেন, "পঞ্জাব প্রদেশই প্রকৃত পাকিস্তান ৷ মানুষ একে পঞ্জাব বলে অভিহিত করা উচিত, পাকিস্তান নয় ৷" তিনি একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে লিখেছেন, পাকিস্তান অধিকৃত বালোচিস্তানের মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে ৷ এটা তাঁদের জাতীয় রায়, বালোচিস্তান পাকিস্তান নয় ৷ বিশ্ব আর কতদিন নীরব দর্শক হয়ে দেখবে ?

Baloch leader declares independence from Pakistan
স্বাধীন বালোচিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা (ছবি: বালোচ প্রতিনিধির এক্স হ্যান্ডেল)

ওই বালোচ নেতা ভারতীয় নাগরিক, বিশেষত সংবাদমাধ্যম, ইউটিউবার এবং বুদ্ধজীবীদের আর্জি জানিয়েছেন, "বালোচরা পাকিস্তানের বাসিন্দা নয় ৷" তিনি লেখেন, "প্রিয় ভারতীয় দেশপ্রেমী সংবাদমাধ্যম, ইউটিউবার কমরেড, বুদ্ধিজীবীরা, ভারতকে রক্ষার জন্য দিনরাত লড়ে চলেছেন ৷ আমরা তাঁদের অনুরোধ করছি, বালোচদের পাকিস্তানের মানুষ বলে উল্লেখ করবেন না ৷ আমরা পাকিস্তানি নই, আমরা বালোচিস্তানি ৷ পাকিস্তানের নিজস্ব মানুষ পঞ্জাবি ৷ তারা কখনও বোমা বর্ষণ, অপহরণ এবং গণহত্যা দেখেনি ৷"

বালোচ নেতা মীর ইয়ার ভারত-পাকিস্তান সংঘর্ষে ভারতকে সমর্থন জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পাকিস্তানকে পিওকে (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) ছেড়ে দিতে বলেছে ভারত ৷ তাদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে বালোচিস্তান ৷ আন্তর্জাতিক সম্প্রদায়েরও অবিলম্বে পাকিস্তানকে পিওকে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা উচিত ৷ এতে আরেকটা অসম্মানজনক ঘটনা এড়ানো যাবে ৷ ঢাকায় 93 হাজার পাক সেনাকে আত্মসমর্পণ করতে হবে না ৷ পাক সেনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ভারতের আছে ৷ পাকিস্তান যদি কোনও গুরুত্ব না দেয়, তাহলে পাকিস্তানের লোভী জেনারেলরা এই রক্তক্ষয়ী যুদ্ধের জন্য দায়ী থাকবেন ৷ কারণ তাঁরাই পিওকে-কে মানব ঢাল হিসাবে ব্যবহার করে চলেছেন ৷"

বালোচিস্তানের স্বাধীনতা প্রসঙ্গে তিনি লেখেন, "এক বিখ্যাত সাংবাদিক আমায় জিজ্ঞেস করেছিলেন, পাকিস্তান যেদিন বালোচিস্তানের জমি ছেড়ে চলে যাবে, সেদিনই কি স্বাধীন হবে বালোচ ? আমি উত্তরে বললাম, আমরা 1947 সালের 11 অগস্ট তারিখেই স্বাধীন বালোচিস্তানের ঘোষণা করে দিয়েছিলাম ৷ সেদিন ব্রিটিশরা বালোচিস্তান ছেড়ে চলে গিয়েছিল ৷"

বালোচিস্তান, 14 মে: বালোচিস্তান পাকিস্তানের অংশ নয় ৷ স্বাধীন বালোচিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা করল দেশের বিদ্রোহীরা ৷ বিদ্রোহী গোষ্ঠির তরফে মীর ইয়ার বালোচ বুধবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, দশকের পর দশক ধরে হিংসার পর অবশেষে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বালোচিস্তান ৷ পাশাপাশি ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সমর্থন করারও আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা ৷

তিনি আরও লিখেছেন, "পঞ্জাব প্রদেশই প্রকৃত পাকিস্তান ৷ মানুষ একে পঞ্জাব বলে অভিহিত করা উচিত, পাকিস্তান নয় ৷" তিনি একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে লিখেছেন, পাকিস্তান অধিকৃত বালোচিস্তানের মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে ৷ এটা তাঁদের জাতীয় রায়, বালোচিস্তান পাকিস্তান নয় ৷ বিশ্ব আর কতদিন নীরব দর্শক হয়ে দেখবে ?

Baloch leader declares independence from Pakistan
স্বাধীন বালোচিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা (ছবি: বালোচ প্রতিনিধির এক্স হ্যান্ডেল)

ওই বালোচ নেতা ভারতীয় নাগরিক, বিশেষত সংবাদমাধ্যম, ইউটিউবার এবং বুদ্ধজীবীদের আর্জি জানিয়েছেন, "বালোচরা পাকিস্তানের বাসিন্দা নয় ৷" তিনি লেখেন, "প্রিয় ভারতীয় দেশপ্রেমী সংবাদমাধ্যম, ইউটিউবার কমরেড, বুদ্ধিজীবীরা, ভারতকে রক্ষার জন্য দিনরাত লড়ে চলেছেন ৷ আমরা তাঁদের অনুরোধ করছি, বালোচদের পাকিস্তানের মানুষ বলে উল্লেখ করবেন না ৷ আমরা পাকিস্তানি নই, আমরা বালোচিস্তানি ৷ পাকিস্তানের নিজস্ব মানুষ পঞ্জাবি ৷ তারা কখনও বোমা বর্ষণ, অপহরণ এবং গণহত্যা দেখেনি ৷"

বালোচ নেতা মীর ইয়ার ভারত-পাকিস্তান সংঘর্ষে ভারতকে সমর্থন জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পাকিস্তানকে পিওকে (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) ছেড়ে দিতে বলেছে ভারত ৷ তাদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে বালোচিস্তান ৷ আন্তর্জাতিক সম্প্রদায়েরও অবিলম্বে পাকিস্তানকে পিওকে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা উচিত ৷ এতে আরেকটা অসম্মানজনক ঘটনা এড়ানো যাবে ৷ ঢাকায় 93 হাজার পাক সেনাকে আত্মসমর্পণ করতে হবে না ৷ পাক সেনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ভারতের আছে ৷ পাকিস্তান যদি কোনও গুরুত্ব না দেয়, তাহলে পাকিস্তানের লোভী জেনারেলরা এই রক্তক্ষয়ী যুদ্ধের জন্য দায়ী থাকবেন ৷ কারণ তাঁরাই পিওকে-কে মানব ঢাল হিসাবে ব্যবহার করে চলেছেন ৷"

বালোচিস্তানের স্বাধীনতা প্রসঙ্গে তিনি লেখেন, "এক বিখ্যাত সাংবাদিক আমায় জিজ্ঞেস করেছিলেন, পাকিস্তান যেদিন বালোচিস্তানের জমি ছেড়ে চলে যাবে, সেদিনই কি স্বাধীন হবে বালোচ ? আমি উত্তরে বললাম, আমরা 1947 সালের 11 অগস্ট তারিখেই স্বাধীন বালোচিস্তানের ঘোষণা করে দিয়েছিলাম ৷ সেদিন ব্রিটিশরা বালোচিস্তান ছেড়ে চলে গিয়েছিল ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.