বালোচিস্তান, 14 মে: বালোচিস্তান পাকিস্তানের অংশ নয় ৷ স্বাধীন বালোচিস্তান প্রজাতন্ত্রের ঘোষণা করল দেশের বিদ্রোহীরা ৷ বিদ্রোহী গোষ্ঠির তরফে মীর ইয়ার বালোচ বুধবার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, দশকের পর দশক ধরে হিংসার পর অবশেষে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বালোচিস্তান ৷ পাশাপাশি ভারত থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সমর্থন করারও আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা ৷
তিনি আরও লিখেছেন, "পঞ্জাব প্রদেশই প্রকৃত পাকিস্তান ৷ মানুষ একে পঞ্জাব বলে অভিহিত করা উচিত, পাকিস্তান নয় ৷" তিনি একটি ছবি পোস্ট করেছেন ৷ তাতে লিখেছেন, পাকিস্তান অধিকৃত বালোচিস্তানের মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে ৷ এটা তাঁদের জাতীয় রায়, বালোচিস্তান পাকিস্তান নয় ৷ বিশ্ব আর কতদিন নীরব দর্শক হয়ে দেখবে ?

ওই বালোচ নেতা ভারতীয় নাগরিক, বিশেষত সংবাদমাধ্যম, ইউটিউবার এবং বুদ্ধজীবীদের আর্জি জানিয়েছেন, "বালোচরা পাকিস্তানের বাসিন্দা নয় ৷" তিনি লেখেন, "প্রিয় ভারতীয় দেশপ্রেমী সংবাদমাধ্যম, ইউটিউবার কমরেড, বুদ্ধিজীবীরা, ভারতকে রক্ষার জন্য দিনরাত লড়ে চলেছেন ৷ আমরা তাঁদের অনুরোধ করছি, বালোচদের পাকিস্তানের মানুষ বলে উল্লেখ করবেন না ৷ আমরা পাকিস্তানি নই, আমরা বালোচিস্তানি ৷ পাকিস্তানের নিজস্ব মানুষ পঞ্জাবি ৷ তারা কখনও বোমা বর্ষণ, অপহরণ এবং গণহত্যা দেখেনি ৷"
Can anyone explain to this gentleman Indian veteran that we will give him thousands evidences of #BalochGenocide, enforced disappearances, air bombing, gunship helicopters shelling Baloch villages, Pakistan army abducting, killing Baloch people in custody.
— Mir Yar Baloch (@miryar_baloch) May 14, 2025
The situation is… pic.twitter.com/FNk9h49dYk
বালোচ নেতা মীর ইয়ার ভারত-পাকিস্তান সংঘর্ষে ভারতকে সমর্থন জানিয়েছেন ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "পাকিস্তানকে পিওকে (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) ছেড়ে দিতে বলেছে ভারত ৷ তাদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছে বালোচিস্তান ৷ আন্তর্জাতিক সম্প্রদায়েরও অবিলম্বে পাকিস্তানকে পিওকে ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা উচিত ৷ এতে আরেকটা অসম্মানজনক ঘটনা এড়ানো যাবে ৷ ঢাকায় 93 হাজার পাক সেনাকে আত্মসমর্পণ করতে হবে না ৷ পাক সেনার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ভারতের আছে ৷ পাকিস্তান যদি কোনও গুরুত্ব না দেয়, তাহলে পাকিস্তানের লোভী জেনারেলরা এই রক্তক্ষয়ী যুদ্ধের জন্য দায়ী থাকবেন ৷ কারণ তাঁরাই পিওকে-কে মানব ঢাল হিসাবে ব্যবহার করে চলেছেন ৷"
Breaking News:
— Mir Yar Baloch (@miryar_baloch) May 14, 2025
14 May 2025 Balochistan fully supports the India decision of asking Pakistan to vacate PoK.
The international community must urge Pakistan to immediately leave PoK to avoid another humiliation of surrender on its 93000 army personnel in Dhaka.
India is capable…
বালোচিস্তানের স্বাধীনতা প্রসঙ্গে তিনি লেখেন, "এক বিখ্যাত সাংবাদিক আমায় জিজ্ঞেস করেছিলেন, পাকিস্তান যেদিন বালোচিস্তানের জমি ছেড়ে চলে যাবে, সেদিনই কি স্বাধীন হবে বালোচ ? আমি উত্তরে বললাম, আমরা 1947 সালের 11 অগস্ট তারিখেই স্বাধীন বালোচিস্তানের ঘোষণা করে দিয়েছিলাম ৷ সেদিন ব্রিটিশরা বালোচিস্তান ছেড়ে চলে গিয়েছিল ৷"