ETV Bharat / international

নর্থ ম্যাসিডোনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ আগুন! মৃত বেড়ে 59; আহত বহু - NORTH MACEDONIA NIGHTCLUB FIRE

মধ্যরাতে হঠাৎ আগুন লাগে নর্থ ম্যাসিডোনিয়ার একটি নাইট ক্লাবে ৷ আর তার জেরেই মৃত্যু মিছিল দেখল ইউরোপের ছোট্ট দেশটি।

NORTH MACEDONIA NIGHTCLUB FIRE INCIDENT
নর্থ ম্যাসিডোনিয়ার নাইট ক্লাবে ভয়াবহ আগুন (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 16, 2025 at 3:58 PM IST

2 Min Read

স্কোপইয়া (নর্থ ম্যাসিডোনিয়া), 16 মার্চ: নাইটক্লাবে বিধ্বংসী আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল 59 ৷ রবিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নর্থ ম্যাসিডোনিয়ার কোচানি শহরে ৷ আহত হয়েছেন 155 জন ৷ সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন দেশের অভ্যন্তরীণ মন্ত্রী পানাশ টশকোভস্কি ৷ পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত 15 জনকে আটক করেছে ৷

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময়, রাত 2.35 মিনিট নাগাদ ক্লাবে আগুন ধরে যায় ৷ তখন স্থানীয় একটি ব্যান্ডের দলের অনুষ্ঠান হচ্ছিল ৷ তিনি জানান, ওই নাইটক্লাবে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই তরুণ-তরুণী ৷ তাঁরা বাজি পোড়াচ্ছিলেন ৷ সেখান থেকেই ক্লাবের ছাদে আগুন ধরে ৷ এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে বহু মানুষ ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছেন ৷ ব্যান্ডের গায়ক থেকে শুরু করে অন্যরাও ভিড়ে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন ৷ তবে তাতেও শেষরক্ষা হয়নি ৷

ইউরোপের দেশ নর্থ ম্যাসিডোনিয়া ৷ সব মিলিয়ে মাত্র 20 লক্ষ মানুষের বসবাস ৷ পূর্বদিকে আলবানিয়া, দক্ষিণে গ্রিস, উত্তরে কসভো ও বুলগেরিয়া দিয়ে ঘেরা নর্থ ম্যাসিডোনিয়া সমুদ্র থেকে দূরে অবস্থিত ছোট্ট একটি ভূখণ্ড ৷

দেশের প্রধানমন্ত্রী হিরিস্তিয়ান মিকোস্কি এক্স হ্যান্ডেলে এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, "আজ ম্যাসিডোনিয়ার জন্য একটা শোকের দিন ৷ বহু তরুণের মৃত্যু হয়েছে, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি ৷ নিহতদের পরিবার, ভালোবাসার মানুষ এবং বন্ধুদের যন্ত্রণার কোনও সীমা নেই ৷ সরকার এবং দেশের সাধারণ মানুষ সবাই তাদের পাশে আছে ৷"

সরকারি সূত্রে খবর, আহতদের দেশের রাজধানী স্কোপইয়া-সহ বিভিন্ন বড় শহরের বেশ কয়েকটি নামী হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আহতদের অনেকেরই শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছে ৷ দেশের এই চরম দুঃসময়ে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ মৃত ও আহতদের পরিবারের লোকজন হাসপাতালের সামনে ভিড় করেছেন ৷ সকলেই তাঁদের প্রিয় মানুষটির বিষয়ে জানতে চাইছেন ৷ অভ্যন্তরীণ মন্ত্রী আরও জানিয়েছেন, পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ৷ কিন্তু কেন গ্রেফতারি সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য তিনি দেননি ৷

স্কোপইয়া (নর্থ ম্যাসিডোনিয়া), 16 মার্চ: নাইটক্লাবে বিধ্বংসী আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়ে দাঁড়াল 59 ৷ রবিবার ভোরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নর্থ ম্যাসিডোনিয়ার কোচানি শহরে ৷ আহত হয়েছেন 155 জন ৷ সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন দেশের অভ্যন্তরীণ মন্ত্রী পানাশ টশকোভস্কি ৷ পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত 15 জনকে আটক করেছে ৷

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময়, রাত 2.35 মিনিট নাগাদ ক্লাবে আগুন ধরে যায় ৷ তখন স্থানীয় একটি ব্যান্ডের দলের অনুষ্ঠান হচ্ছিল ৷ তিনি জানান, ওই নাইটক্লাবে যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই তরুণ-তরুণী ৷ তাঁরা বাজি পোড়াচ্ছিলেন ৷ সেখান থেকেই ক্লাবের ছাদে আগুন ধরে ৷ এই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে বহু মানুষ ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছেন ৷ ব্যান্ডের গায়ক থেকে শুরু করে অন্যরাও ভিড়ে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন ৷ তবে তাতেও শেষরক্ষা হয়নি ৷

ইউরোপের দেশ নর্থ ম্যাসিডোনিয়া ৷ সব মিলিয়ে মাত্র 20 লক্ষ মানুষের বসবাস ৷ পূর্বদিকে আলবানিয়া, দক্ষিণে গ্রিস, উত্তরে কসভো ও বুলগেরিয়া দিয়ে ঘেরা নর্থ ম্যাসিডোনিয়া সমুদ্র থেকে দূরে অবস্থিত ছোট্ট একটি ভূখণ্ড ৷

দেশের প্রধানমন্ত্রী হিরিস্তিয়ান মিকোস্কি এক্স হ্যান্ডেলে এই ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, "আজ ম্যাসিডোনিয়ার জন্য একটা শোকের দিন ৷ বহু তরুণের মৃত্যু হয়েছে, যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি ৷ নিহতদের পরিবার, ভালোবাসার মানুষ এবং বন্ধুদের যন্ত্রণার কোনও সীমা নেই ৷ সরকার এবং দেশের সাধারণ মানুষ সবাই তাদের পাশে আছে ৷"

সরকারি সূত্রে খবর, আহতদের দেশের রাজধানী স্কোপইয়া-সহ বিভিন্ন বড় শহরের বেশ কয়েকটি নামী হাসপাতালে পাঠানো হয়েছে ৷ আহতদের অনেকেরই শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছে ৷ দেশের এই চরম দুঃসময়ে একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ৷ মৃত ও আহতদের পরিবারের লোকজন হাসপাতালের সামনে ভিড় করেছেন ৷ সকলেই তাঁদের প্রিয় মানুষটির বিষয়ে জানতে চাইছেন ৷ অভ্যন্তরীণ মন্ত্রী আরও জানিয়েছেন, পুলিশ এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ৷ কিন্তু কেন গ্রেফতারি সেই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য তিনি দেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.