ETV Bharat / international

আকাশপথে হামলায় ইজরায়েলে মৃত 1, আহত অন্তত 10 - Air attack in Tel Aviv

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 12:37 PM IST

Air attack in Tel Aviv: ইজরায়েলে আকাশপথে হামলায় মৃত্যু হল একজনের ৷ আহত হয়েছেন অন্তত 10 জন ৷ ড্রোন হামলার পরই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ৷ তবে ইজরায়েলের সেনাবাহিনী এখনও নিশ্চিত নয় যে কীভাবে হামলা চালানো হয়েছে ৷

ETV BHARAT
আকাশপথে হামলা ইজরায়েলে (ফাইল চিত্র)

তেল আভিভ, 19 জুলাই: ইজরায়েলে ড্রোন হামলার পরই বিরাট বিস্ফোরণ ৷ শুক্রবার সকালে তেল আভিভের রাস্তায় এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অন্তত 10 জন ৷ ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা বিস্ফোরণের প্রকৃতি পর্যালোচনা করছে ৷ এই ঘটনার পর আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে ৷ প্রাথমিক অনুসন্ধানে বোঝা যাচ্ছে যে, আকাশপথেই নিশানা করা হয়েছে ইজরায়েলকে ৷

ইজরায়েলের বিমান প্রতিরক্ষা বিভাগের চোখ এড়িয়ে কীভাবে এই হামলা হল তা এখনও স্পষ্ট নয় ৷ ইজরায়েল কীভাবে এই হামলার প্রতিক্রিয়া জানাতে পারে তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় প্রশাসনের কাছে । তেল আভিভের মেয়র রন হুলদাই এই হামলাকে ড্রোন হামলা বলে জানিয়েছেন ৷ যদিও সামরিক বাহিনী এখনও হামলার ধরন উল্লেখ করেনি । ইয়েমেনের হুথিরা হামাসের প্রতি সহানুভূতি দেখিয়ে নয় মাস ধরে চলা যুদ্ধে বারবার ইজরায়েলকে নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । কিন্তু শুক্রবার পর্যন্ত, তাদের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইজরায়েল বা তার পশ্চিমী মিত্রদের এই অঞ্চলে অবস্থানরত বাহিনী প্রতিহত করেছে ৷

ইজরায়েল এখনও পর্যন্ত হুথিদের উপর আক্রমণ না করলেও, তার মিত্রদের হুথিদের সামলানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ কারণ গাজার যুদ্ধ এবং লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চলমান লড়াইয়ের উপর বেশি মনোনিবেশ করেছে ইজরায়েল ৷

স্থানীয় পুলিশ জানিয়েছে যে, শুক্রবার ভোর 3:10-এর (স্থানীয় সময়) দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আশপাশের শহরগুলিতেও শোনা গিয়েছে ৷ তেল আভিভ জেলা কমান্ডার পেরেটজ অমর বলেছেন, কর্মকর্তারা এখনও বিস্ফোরণের স্থানটি সনাক্ত করতে পারেনি ৷ তবে তাঁদের ধারণা বিস্ফোরণটি বাতাসে ঘটেছে । অমর বলেন, "বিস্ফোরণের শক্তি খুব বেশি ক্ষয়ক্ষতি করেনি ৷ তবে একটি বিশাল এলাকা জুড়ে বিস্ফোরণটি হয়েছে । এই মুহূর্তে আমরা জানি না বস্তুটি কী ছিল ৷"

ইজরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোন এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলাকেও প্রতিহত করতে সক্ষম । এই বিভিন্ন সিস্টেম পুরো যুদ্ধ জুড়ে হাজার হাজার প্রজেক্টাইলকে বাধা দিয়েছে । তবে কর্মকর্তারা সতর্ক করেছেন যে, সেই সিস্টেম 100% কার্যকর নয় এবং সিস্টেমগুলির পক্ষে ছোট বস্তুকে সনাক্ত করা কঠিন বলে মনে হচ্ছে ।

হামাসের মতো, হিজবুল্লাহ এবং হুথিদের সমর্থন করে ইজরায়েলের চিরশত্রু ইরান । ইজরায়েল বেশিরভাগ ক্ষেত্রে পুরো যুদ্ধে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে গিয়েছে । এপ্রিল মাসে সিরিয়ায় দুই ইরানি জেনারেলকে ইজরায়েলিরা হত্যা করেছে এই খবর ছড়িয়ে পড়ায়, ইরান ইজরায়েলের উপর কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল । (এপি)

তেল আভিভ, 19 জুলাই: ইজরায়েলে ড্রোন হামলার পরই বিরাট বিস্ফোরণ ৷ শুক্রবার সকালে তেল আভিভের রাস্তায় এই বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন অন্তত 10 জন ৷ ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে যে, তারা বিস্ফোরণের প্রকৃতি পর্যালোচনা করছে ৷ এই ঘটনার পর আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে ৷ প্রাথমিক অনুসন্ধানে বোঝা যাচ্ছে যে, আকাশপথেই নিশানা করা হয়েছে ইজরায়েলকে ৷

ইজরায়েলের বিমান প্রতিরক্ষা বিভাগের চোখ এড়িয়ে কীভাবে এই হামলা হল তা এখনও স্পষ্ট নয় ৷ ইজরায়েল কীভাবে এই হামলার প্রতিক্রিয়া জানাতে পারে তাও তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় প্রশাসনের কাছে । তেল আভিভের মেয়র রন হুলদাই এই হামলাকে ড্রোন হামলা বলে জানিয়েছেন ৷ যদিও সামরিক বাহিনী এখনও হামলার ধরন উল্লেখ করেনি । ইয়েমেনের হুথিরা হামাসের প্রতি সহানুভূতি দেখিয়ে নয় মাস ধরে চলা যুদ্ধে বারবার ইজরায়েলকে নিশানা করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । কিন্তু শুক্রবার পর্যন্ত, তাদের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইজরায়েল বা তার পশ্চিমী মিত্রদের এই অঞ্চলে অবস্থানরত বাহিনী প্রতিহত করেছে ৷

ইজরায়েল এখনও পর্যন্ত হুথিদের উপর আক্রমণ না করলেও, তার মিত্রদের হুথিদের সামলানোর অনুমতি দেওয়া হয়েছে ৷ কারণ গাজার যুদ্ধ এবং লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চলমান লড়াইয়ের উপর বেশি মনোনিবেশ করেছে ইজরায়েল ৷

স্থানীয় পুলিশ জানিয়েছে যে, শুক্রবার ভোর 3:10-এর (স্থানীয় সময়) দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা আশপাশের শহরগুলিতেও শোনা গিয়েছে ৷ তেল আভিভ জেলা কমান্ডার পেরেটজ অমর বলেছেন, কর্মকর্তারা এখনও বিস্ফোরণের স্থানটি সনাক্ত করতে পারেনি ৷ তবে তাঁদের ধারণা বিস্ফোরণটি বাতাসে ঘটেছে । অমর বলেন, "বিস্ফোরণের শক্তি খুব বেশি ক্ষয়ক্ষতি করেনি ৷ তবে একটি বিশাল এলাকা জুড়ে বিস্ফোরণটি হয়েছে । এই মুহূর্তে আমরা জানি না বস্তুটি কী ছিল ৷"

ইজরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ড্রোন এবং স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলাকেও প্রতিহত করতে সক্ষম । এই বিভিন্ন সিস্টেম পুরো যুদ্ধ জুড়ে হাজার হাজার প্রজেক্টাইলকে বাধা দিয়েছে । তবে কর্মকর্তারা সতর্ক করেছেন যে, সেই সিস্টেম 100% কার্যকর নয় এবং সিস্টেমগুলির পক্ষে ছোট বস্তুকে সনাক্ত করা কঠিন বলে মনে হচ্ছে ।

হামাসের মতো, হিজবুল্লাহ এবং হুথিদের সমর্থন করে ইজরায়েলের চিরশত্রু ইরান । ইজরায়েল বেশিরভাগ ক্ষেত্রে পুরো যুদ্ধে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে গিয়েছে । এপ্রিল মাসে সিরিয়ায় দুই ইরানি জেনারেলকে ইজরায়েলিরা হত্যা করেছে এই খবর ছড়িয়ে পড়ায়, ইরান ইজরায়েলের উপর কয়েকশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল । (এপি)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.