কলকাতা: সাধারণত প্রতি 28 দিনে একবার করে মেয়েদের পিরিয়ড হয় । কিন্তু কিছু মানুষের অনিয়মিত মাসিকের সমস্যা থাকে । ফলস্বরূপ, মাসিক যা মাসে একবার আসা উচিত তা প্রতি দুই বা তিন সপ্তাহে আসে । অনেকে বুঝতে পারেন না এর কারণ কী ? চিকিৎসকদের মতে, প্রতি মাসে 24 দিনের ব্যবধান থাকলে একই মাসে দু'বার পিরিয়ড হওয়াটাই স্বাভাবিক ৷ তবে বিশেষজ্ঞরা জানান, অনিয়মিত পিরিয়ড কিছু মানুষের মধ্যে বহু অস্বাভাবিক সমস্যা সৃষ্টি করতে পারে । সেজন্য স্বতন্ত্র উপসর্গের উপর নির্ভর করে চিকিৎসকের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয় (What causes Menstrual cycles to change) ।
বিশেষজ্ঞরা জানান, এন্ডোমেট্রিওসিসের কারণেও মাসে দু'বার পিরিয়ড হতে পারে । বলা হয় জরায়ুর ভেতরের আস্তরণের মতো একটি স্তর বৃদ্ধির কারণে এই সমস্যা হয় । ফলে অনিয়মিত রক্তপাতের সঙ্গে তলপেটে তীব্র ব্যথা হয় । এই বিষয়টিকে অবহেলা না করে অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ।
বিশেষজ্ঞদের মতে, মেনোপজের কাছাকাছি এলে মাসিক চক্রও ভুল হয়ে যায় । হরমোনের পরিবর্তনের কারণে এমনটি হয় । কিন্তু এই সময়ে দেরিতে আসা, অল্প সময়ের মধ্যে আসা এবং কখনও কখনও একেবারেই না আসার মতো লক্ষণগুলি মাসিক চক্র নির্বিশেষে লক্ষ্য করা যায় । এটি ব্যাখ্যা করা হয় 'পেরি মেনোপজ' নামক এই পর্যায়েও মাসে দু'বার পিরিয়ড হওয়ার সম্ভাবনা থাকে । ফলে কিছু জিনিস মানলে এটি এড়িয়ে যাওয়া সম্ভব ৷
আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস (American College of Obstetricians and Gynecologists- ACOG) জার্নালে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, পিরিয়ডগুলি থাইরয়েড ফাংশনের উপরও নির্ভরশীল যা থাইরয়েড গ্রন্থি আন্ডার-রিঅ্যাক্টিং (হাইপোথাইরয়েডিজম) এবং থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত প্রতিক্রিয়াশীল (হাইপারথাইরয়েডিজম) । এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক ডাঃ অ্যান বার্ক ৷
বিশেষজ্ঞরা আরও জানান, সদ্য ঋতুস্রাব হওয়া মেয়েদের মধ্যেও মাসিক ঠিকমতো হয় না । কারও মাসে দু'বার পিরিয়ড হয় আবার কারও প্রতি দুই মাসে একবার ৷ এটি হরমোনের মাত্রার ওঠানামার কারণ হতে পারে । কিন্তু এই সময়ে মেয়েদের স্বাস্থ্যের কোনও পার্থক্য দেখা দিলে, এমনকি প্রচণ্ড রক্তপাত হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার ৷
এছাড়াও গর্ভনিরোধক ট্যাবলেট অনিয়মিত পিরিয়ডসের কারণ হতে পারে ৷ এটি খেলে প্রাথমিকভাবে কয়েক মাস অনিয়মিত পিরিয়ড হওয়ার সম্ভাবনা থাকে । 'ব্রেক থ্রু ব্লিডিং' হতে পারে ৷ তবে এটি স্বাভাবিক হলেও অন্য কোনও সমস্যা আছে কি না একবার চিকিৎসকের পরামর্শ নিলে ভালো ৷
যদিও বেশিরভাগ ক্ষেত্রে মাসে দু'বার পিরিয়ড হওয়া স্বাভাবিক ৷ তবে কারণগুলি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ কারণ কখনও কখনও এরসঙ্গে অস্বাভাবিক কারণ জড়িত থাকে । যদি তিন মাসের বেশি সময় ধরে মাসে দু'বার মাসিক হয়, প্রতি ঘণ্টায় স্যানিটারি প্যাড পরিবর্তন করার জন্য প্রচুর পরিমাণে রক্তপাত হয়, ক্লান্তি, পেটে বা যোনিতে ব্যথা, দেরি না করে অবশ্যই একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ৷
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC10733621/
https://www.nichd.nih.gov/health/topics/menstruation/conditioninfo/causes
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)