ETV Bharat / health

আম পাতা জোড়া জোড়া... কাজে লাগে ত্বকের উজ্জ্বলতা ফেরাতেও - Mango Leaves Benefits

Benefits of Mango Leaves: গরমের মরশুমে রসালো আম খেতে সকলেই পছন্দ করেন । গরমের এই ফলটিকে আবার ফলের রাজাও বলা হয়ে থাকে । আমের মধ্যেও অনেক গুণ লুকিয়ে রয়েছে । এই কথা আমরা সকলেই জানি । কিন্তু আমের পাতাতেও একাধিক ঔষধি গুণ রয়েছে যা ত্বকের জন্যও ভীষণভাবে উপকারী জানালেন কেয়া শেঠ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 26, 2024, 8:32 PM IST

Updated : Jul 27, 2024, 1:28 PM IST

Mango Leaves News
ত্বকের জন্য উপকারী আমপাতা (ইটিভি ভারত)

কলকাতা: ত্বক উজ্জ্বল রাখতে আমরা অনেককিছুই ব্যবহার করে থাকি ৷ ত্বকের জেল্লা আনতে বিভিন্ন ধরনের ক্রিম ও বিভিন্ন রাসায়নিক পণ্য ব্যবহার করে থাকি ৷ lতা অনেক খরচ সাপেক্ষও হয়ে থাকে ৷ এছাড়াও ত্বকের সৌন্দর্য বাড়াতে পার্লারে গিয়ে থাকেন ৷ তবে বিনা খরচেই ত্বকের চর্চা করতে পারবেন বলে জানালেন কেয়া শেঠ ৷ তার জন্য লাগবে আমপাতা ৷ তা খুব সহজেই পেয়ে যাবেন ৷

কিছু উপায় মেনেই আমপাতা ব্যবহার করলে উজ্জ্বল ত্বক পেতে পারেন ৷ আমপাতা শুধু যে পুজো পার্বনে কাজে লাগে এমনটা নয় ত্বকের জন্যও ভীষণবাবে উপকারী ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় বিউটিশিয়ান কেয়া শেঠ ত্বকের জন্য আমপাতার ব্যবহার সম্বন্ধে বলেছেন ৷ জেনে নিন, কীভাবে ব্যবহার করবেন ?

তিনি বলেন, প্রথমে কিছু পরিমাণ আমপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন ৷ এবার ওই আমপাতা গরম জলে ফুটিয়ে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন ৷ এবার সেই জল দিয়ে স্নান করে নিন ৷ এতে ত্বকের বিভিন্ন সসম্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ এছাড়াও ত্বকের যেখানে ব়্যাশ বা ব্রণ হয়েছে সেই জায়গাগুলিতে লাগিয়ে নিন ৷ এটি কয়েকদিনের মধ্যেই ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য় করবে ৷"

এছাড়াও তিনি আরও বলেন, "এই জল বোতলে করে ফ্রিজেও স্টোর করতে পারবেন ৷ এটি টোনার হিসাবে কাজ করবে ৷ আমপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বককে গ্লো করতে সাহায্য করে ৷" এতে যে পরিমাণে ভিটামিন রয়েছে তা ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে ৷

  • https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9331558/
  • https://stii.dost.gov.ph/1073-local-mango-leavesfound-as-effectivesource-of-anti-aging-and-skin-whitening-ingredients-study-says

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

কলকাতা: ত্বক উজ্জ্বল রাখতে আমরা অনেককিছুই ব্যবহার করে থাকি ৷ ত্বকের জেল্লা আনতে বিভিন্ন ধরনের ক্রিম ও বিভিন্ন রাসায়নিক পণ্য ব্যবহার করে থাকি ৷ lতা অনেক খরচ সাপেক্ষও হয়ে থাকে ৷ এছাড়াও ত্বকের সৌন্দর্য বাড়াতে পার্লারে গিয়ে থাকেন ৷ তবে বিনা খরচেই ত্বকের চর্চা করতে পারবেন বলে জানালেন কেয়া শেঠ ৷ তার জন্য লাগবে আমপাতা ৷ তা খুব সহজেই পেয়ে যাবেন ৷

কিছু উপায় মেনেই আমপাতা ব্যবহার করলে উজ্জ্বল ত্বক পেতে পারেন ৷ আমপাতা শুধু যে পুজো পার্বনে কাজে লাগে এমনটা নয় ত্বকের জন্যও ভীষণবাবে উপকারী ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় বিউটিশিয়ান কেয়া শেঠ ত্বকের জন্য আমপাতার ব্যবহার সম্বন্ধে বলেছেন ৷ জেনে নিন, কীভাবে ব্যবহার করবেন ?

তিনি বলেন, প্রথমে কিছু পরিমাণ আমপাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন ৷ এবার ওই আমপাতা গরম জলে ফুটিয়ে ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন ৷ এবার সেই জল দিয়ে স্নান করে নিন ৷ এতে ত্বকের বিভিন্ন সসম্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ এছাড়াও ত্বকের যেখানে ব়্যাশ বা ব্রণ হয়েছে সেই জায়গাগুলিতে লাগিয়ে নিন ৷ এটি কয়েকদিনের মধ্যেই ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য় করবে ৷"

এছাড়াও তিনি আরও বলেন, "এই জল বোতলে করে ফ্রিজেও স্টোর করতে পারবেন ৷ এটি টোনার হিসাবে কাজ করবে ৷ আমপাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বককে গ্লো করতে সাহায্য করে ৷" এতে যে পরিমাণে ভিটামিন রয়েছে তা ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে ৷

  • https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC9331558/
  • https://stii.dost.gov.ph/1073-local-mango-leavesfound-as-effectivesource-of-anti-aging-and-skin-whitening-ingredients-study-says

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷

Last Updated : Jul 27, 2024, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.