হায়দরাবাদ: সবাই চায় নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে রাখতে । এর জন্য অনেকে অনেক টাকা খরচ করে থাকেন ৷ তবে খুব সহজেই গাছ এবং আপনার নিজে বনানো জিনিস দিয়েই ঘর সাজানো যায় ৷ সেটা অনেকেই করেন না ৷ বেশিরভাগ মানুষ বাড়ির ভিতরের অংশে নজর দেন না। এখন গাছপালা দিয়ে ঘর সাজানোটা অনেকটা আধুনিকতা হয়ে গিয়েছে । ইনডোর প্লান্টের মতো কোনও জিনিস দিয়ে ঘর সাজালে তা আরও অনেক বেশি ভালো দেখায় (Home Decorating Tips) ৷
এর জন্য লিভিং রুমে একটি লম্বা পাতাযুক্ত গাছ রাখতে পারেন । এছাড়া বেডরুমের জন্য কম আলোযুক্ত গাছপালা অথবা ক্যাকটাস জাতীয় গাছ রাখা যায় । এমন যে কোনও গাছ খুব সহজেই ঘরের ভেতরের শোভা বাড়িয়ে তোলে ৷ তবে কোন গাছটি ঘরের জন্য সঠিক হবে এবং কোনটি হবে না তা আপনাকে বাছাই করতে হবে । প্রথমত সাবার পছন্দ বিভিন্ন হয় ৷ আপনার পছন্দ অনুযায়ী গাছ বেছে নিন । আপনার ঘরের রূপ বদল করতে কীভাবে কোন গাছ বাছাই করবেন তা আপনাকেই ঠিক করতে হবে ৷
ঘরে গাছ রাখার যে নিয়মগুলি আছে, সেগুলি আপনাকে মেনে চলা প্রয়োজন ৷ কোন গাছে কতটা জল দেওয়া প্রয়োজন আর কোন গাছ কতটা আলোতে রাখা হবে সেটা আপনাকে আগাম জানতে হবে ৷ এছাড়াও ডাইনিং টেবিল বা যে কোনও সেন্টার টেবিলে গাছ রাখলে তার ফল ফেলে হাতেনাতে ।গাছ সম্পর্কে ভালোভাবে না জানার জন্য কিংবা অতিরিক্ত জল দেওয়ার ফলে অনেক ধরনের গাছ খুব সহজেই মারা যায় । সেটা মাথায় রাখতেই হবে ৷ এছাড়াও আপনি নিজে হাতে বানানো ছোট ছোট জিনিস দিয়েও ঘর সাজাতে পারেন ৷ সেটিও ঘরকে সুন্দর করে তুলবে ৷
আরও পড়ুন: