ETV Bharat / health

ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে হার্টের স্বাস্থ্য় রক্ষা- বেদানার উপকারিতা অনেক

Pomegranate for Health: বহুগুণে উপকারী বেদানা ৷ স্বাস্থ্য থেকে ত্বক সবকিছুতেই বেদানার উপকারিতা জুরি মেলা ভার ৷ বিশেষজ্ঞরা বলেন, আপনার রোজকার ডায়েট প্লানে রাখতে পারেন বেদানা ৷ জেনে নিন এর উপকারী দিকগুলি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 9:43 PM IST

Pomegranate for Health News
ডায়াবেটিস থেকে হার্টের স্বাস্থ্য় বেদানার উপকারিতা জুরি মেলা ভার

হায়দরাবাদ: একটা ফলেই আছে হাজারো গুণ ৷ তা হল বেদানা ৷ অনেক বিশেষজ্ঞরা বলেন, বেদানার রসের উপকারিতার জুরি মেলা ভার ৷ বেদানাতে উপস্থিত ভিটামিন সি ও অ্যন্টি-অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে ৷ বেদানায় প্রচুর পরিমাণে ফাইবার-সহ ভিটামিন K, C ও ভিটামিন B রয়েছে । জেনে নিন, বেদানার উপকারী দিকগুলি (Health Benefits Of Pomegranate) ৷

রক্তচাপ কমাতে সাহায্য় করে: এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা স্ট্রেস কমাতে ও টেনশন দূর করতেও সাহায্য় করে ৷ যার ফলে রক্তচাপ কমাতে সাহায্য় করে ৷ ফলে আপনি এক গ্লাস করে বেদানার জুস ব্রেকফাস্টে রাখতে পারেন ৷ উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ফলে বেদানা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য় করে ৷

হার্টের স্বাস্থ্য ভালো করে: হার্টের জন্য বেদানার উপকারিতা অনেক ৷ বেদানা ধমনিতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে । উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে ৷ সেই রক্ত যাতে জমাট না বাঁধে সেদিকেও ঠিক রাখে ৷ ফলে রোজ খবারে বেদানা রাখলে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য় করে ৷

ত্বকের জন্য উপকারী: বেদানার মধ্যে যে উপাদান থাকে সেগুলি ত্বকের জন্য জন্য় গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে ৷ ফলিক অ্যাসিড, ভিটামিন সি, সাইট্রিক আসিড ও ট্যানিন সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষভাবে উপকারী । এটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য় করে ৷

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য় করে: বেদানা মিষ্টি জাতীয় ফল হলেও এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী ৷ এতে রয়েছে ফ্রুক্টোজ ফলে রক্তে শর্করার মাত্রাও বাড়ায় না ৷ ফলে ডায়াবেটিস রোগীরা বেদানা খেতে পারেন ৷

আরও পড়ুন:

  1. আবহাওয়া পরিবর্তনে শরীরের যত্ন কীভাবে নেবেন, জেনে নিন ডায়েটিশিয়ানের মতামত
  2. ক্লান্তি বোধ, হজমের সমস্যা ! শরীরে ভিটামিন বি’র অভাব হয়নি তো ?
  3. ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্য়বহার করতে পারেন বিটের মাস্ক, রইল বিস্তারিত

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: একটা ফলেই আছে হাজারো গুণ ৷ তা হল বেদানা ৷ অনেক বিশেষজ্ঞরা বলেন, বেদানার রসের উপকারিতার জুরি মেলা ভার ৷ বেদানাতে উপস্থিত ভিটামিন সি ও অ্যন্টি-অক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে ৷ বেদানায় প্রচুর পরিমাণে ফাইবার-সহ ভিটামিন K, C ও ভিটামিন B রয়েছে । জেনে নিন, বেদানার উপকারী দিকগুলি (Health Benefits Of Pomegranate) ৷

রক্তচাপ কমাতে সাহায্য় করে: এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট যা স্ট্রেস কমাতে ও টেনশন দূর করতেও সাহায্য় করে ৷ যার ফলে রক্তচাপ কমাতে সাহায্য় করে ৷ ফলে আপনি এক গ্লাস করে বেদানার জুস ব্রেকফাস্টে রাখতে পারেন ৷ উচ্চ রক্তচাপ থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ফলে বেদানা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য় করে ৷

হার্টের স্বাস্থ্য ভালো করে: হার্টের জন্য বেদানার উপকারিতা অনেক ৷ বেদানা ধমনিতে রক্ত চলাচল সচল রাখতে সাহায্য করে । উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে ৷ সেই রক্ত যাতে জমাট না বাঁধে সেদিকেও ঠিক রাখে ৷ ফলে রোজ খবারে বেদানা রাখলে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য় করে ৷

ত্বকের জন্য উপকারী: বেদানার মধ্যে যে উপাদান থাকে সেগুলি ত্বকের জন্য জন্য় গুরুত্বপূর্ণ ভূমিকা পালণ করে ৷ ফলিক অ্যাসিড, ভিটামিন সি, সাইট্রিক আসিড ও ট্যানিন সমৃদ্ধ বেদানা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষভাবে উপকারী । এটি ত্বকের ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য় করে ৷

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য় করে: বেদানা মিষ্টি জাতীয় ফল হলেও এটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী ৷ এতে রয়েছে ফ্রুক্টোজ ফলে রক্তে শর্করার মাত্রাও বাড়ায় না ৷ ফলে ডায়াবেটিস রোগীরা বেদানা খেতে পারেন ৷

আরও পড়ুন:

  1. আবহাওয়া পরিবর্তনে শরীরের যত্ন কীভাবে নেবেন, জেনে নিন ডায়েটিশিয়ানের মতামত
  2. ক্লান্তি বোধ, হজমের সমস্যা ! শরীরে ভিটামিন বি’র অভাব হয়নি তো ?
  3. ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে ব্য়বহার করতে পারেন বিটের মাস্ক, রইল বিস্তারিত

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.