ETV Bharat / health

দাম্পত্য সম্পর্ক হবে আরও মধুর! বেডরুমে মেনে চলতে পারেন এই টিপস - Husband Wife Relation

Husband-Wife Relationship: স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করতে বাস্তু ঠিক রাখা জরুরি ৷ এটা ঠিক থাকলে দাম্পত্য জীবনে আসবে সুখ, সমৃদ্ধি ৷ তাই জ্যোতিষশাস্ত্রে কিছু টিপসের কথা বলা হয়েছে, যার থেকে স্বামী-স্ত্রীর সম্পর্ক হবে মধুর, জানাচ্ছেন জ্যোতিষী বিদিশা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 4:13 PM IST

Husband Wife Relationship News
সম্পর্ক হবে আরও মধুর (ইটিভি ভারত)

কলকাতা: জ্যোতিষশাস্ত্রে অনেক নিয়মের কথা বলা হয়ে থাকে ৷ এরকমই একটা বিষয় হল স্বামী-স্ত্রীর সম্পর্ক ৷ দাম্পত্য জীবনে মাধুর্য বজায় রাখার জন্য আপনার বাড়ি এবং শোওয়ার ঘরের বাস্তু সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ ।

সুখী দাম্পত্যের জন্য কিছু নিয়ম বাস্তু বিজ্ঞানে বলা হয়েছে ৷ দু'জনের অশান্তি কলহ থেকে দূরে রাখতে কিছু টিপস মেনে চলা জরুরি বলে জানান জ্যোতিষী বিদিশা ৷ তাহলেই হতে পারে সম্পর্ক মধুর ৷ জেনে নিন, কী কী করতে পারেন ?

স্বামী স্ত্রীর ঘরে কখনও গাঢ় রঙের বেডসিট ব্যবহার করা যাবে না ৷ এর মধ্যে নীল, কালো, গ্রে একদমই এড়িয়ে যেতে হবে ৷ সাদা, গোলাপি এবং ল্যাভেন্ডার রঙের বেডসিট ব্যবহার করলে এতে দাম্পত্য জীবনে আকর্ষণ বাড়বে ৷

রাতে ঘুমাতে যাওয়ার আগে ল্যাভেন্ডার রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন ৷ এতে দু'জনের ভালো বন্ধন তৈরি হবে ও সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে থাকবে ৷ যে দম্পতির মধ্যে মনোমালিন্য হয়, তাঁরা শিব পুজো করতে পারেন ৷ এতে দাম্পত্য জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি ৷ এর জন্য স্বামী-স্ত্রী একসঙ্গে শিবলিঙ্গে মধু অর্পণ করতে পারেন ৷ এটি আপনি মন্দিরেও করতে পারেন বা বাড়ির ঠাকুরঘরে করা যাবে বলে জানান জ্যোতিষী ৷ এটি মাসে একদিন করতে পারেন ৷

ঘুমানোর সময় স্বামীর ডানদিকে স্ত্রীকে থাকা উচিত নয় ৷ এতে দাম্পত্য কলহ, অশান্তি বাড়তে থাকবে ৷ সম্পর্কে শুরু হতে পারে টানাপোড়েন ৷ এতে স্ত্রী আক্রমণাত্মক প্রকৃতির হয়ে উঠবেন ৷ তাই সবসময় ঘুমানোর সময় স্ত্রীকে বামদিকে থাকা প্রয়োজন ৷

এছাড়াও স্বামী-স্ত্রীকে একই পাত্রে মিষ্টি খাওয়া উচিত নয়, তাই সবসময় আলাদা পাত্রে মিষ্টি খাওয়ার দিকে খেয়াল রাখা প্রয়োজন ৷ না হলে দাম্পত্য নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে এবং দাম্পত্য কলহ সৃষ্টি হবে ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন) ৷

কলকাতা: জ্যোতিষশাস্ত্রে অনেক নিয়মের কথা বলা হয়ে থাকে ৷ এরকমই একটা বিষয় হল স্বামী-স্ত্রীর সম্পর্ক ৷ দাম্পত্য জীবনে মাধুর্য বজায় রাখার জন্য আপনার বাড়ি এবং শোওয়ার ঘরের বাস্তু সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ ।

সুখী দাম্পত্যের জন্য কিছু নিয়ম বাস্তু বিজ্ঞানে বলা হয়েছে ৷ দু'জনের অশান্তি কলহ থেকে দূরে রাখতে কিছু টিপস মেনে চলা জরুরি বলে জানান জ্যোতিষী বিদিশা ৷ তাহলেই হতে পারে সম্পর্ক মধুর ৷ জেনে নিন, কী কী করতে পারেন ?

স্বামী স্ত্রীর ঘরে কখনও গাঢ় রঙের বেডসিট ব্যবহার করা যাবে না ৷ এর মধ্যে নীল, কালো, গ্রে একদমই এড়িয়ে যেতে হবে ৷ সাদা, গোলাপি এবং ল্যাভেন্ডার রঙের বেডসিট ব্যবহার করলে এতে দাম্পত্য জীবনে আকর্ষণ বাড়বে ৷

রাতে ঘুমাতে যাওয়ার আগে ল্যাভেন্ডার রুম ফ্রেশনার ব্যবহার করতে পারেন ৷ এতে দু'জনের ভালো বন্ধন তৈরি হবে ও সম্পর্কের প্রতি আকর্ষণ বাড়তে থাকবে ৷ যে দম্পতির মধ্যে মনোমালিন্য হয়, তাঁরা শিব পুজো করতে পারেন ৷ এতে দাম্পত্য জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি ৷ এর জন্য স্বামী-স্ত্রী একসঙ্গে শিবলিঙ্গে মধু অর্পণ করতে পারেন ৷ এটি আপনি মন্দিরেও করতে পারেন বা বাড়ির ঠাকুরঘরে করা যাবে বলে জানান জ্যোতিষী ৷ এটি মাসে একদিন করতে পারেন ৷

ঘুমানোর সময় স্বামীর ডানদিকে স্ত্রীকে থাকা উচিত নয় ৷ এতে দাম্পত্য কলহ, অশান্তি বাড়তে থাকবে ৷ সম্পর্কে শুরু হতে পারে টানাপোড়েন ৷ এতে স্ত্রী আক্রমণাত্মক প্রকৃতির হয়ে উঠবেন ৷ তাই সবসময় ঘুমানোর সময় স্ত্রীকে বামদিকে থাকা প্রয়োজন ৷

এছাড়াও স্বামী-স্ত্রীকে একই পাত্রে মিষ্টি খাওয়া উচিত নয়, তাই সবসময় আলাদা পাত্রে মিষ্টি খাওয়ার দিকে খেয়াল রাখা প্রয়োজন ৷ না হলে দাম্পত্য নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে এবং দাম্পত্য কলহ সৃষ্টি হবে ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.