হায়দরাবাদ: পেশীর দুর্বলতা শুধুমাত্র হাঁটাচলা বা কাজ করতে সমস্যা সৃষ্টি করে না ৷ অনেক সময় বহু সমস্যারও কারণ হতে পারে । হার্নিয়া তার মধ্যে অন্যতম । বেশিরভাগ ক্ষেত্রে মারাত্মক প্রভাব না-থাকলেও অসহ্য যন্ত্রণা ও দৈনন্দিন কাজ করতে অসুবিধার কারণ হতে পারে । বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যাটি তাড়াতাড়ি ধরা পড়লে ওষুধ ও অন্যান্য উপায়ে ব্যথা ও ফোলা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব । কিন্তু যদি সমস্যা প্রভাব বেড়ে যায়, পেশী বা টিস্যু দুর্বল হয়ে ফেটে যায় তাহলে এই পরিস্থিতিতে অস্ত্রোপচারই একমাত্র চিকিৎসা ৷
হার্নিয়া কী এবং এর লক্ষণ (What is a hernia and its symptoms):
মুম্বইয়ের চিকিৎসক ডাঃ বিশেশ আগরওয়াল বলেন, ‘‘হার্নিয়া বেশিরভাগই পেশী দুর্বলতার কারণে হয় । কিন্তু এটা যে কোনও বয়সে ঘটতে পারে । খুব ছোট বাচ্চাদের মধ্যেও এই সমস্যা হতে পারে । হার্নিয়া বেশিরভাগ ক্ষেত্রে পেটের আশেপাশে হয় । যেমন বুকের দিকে, অন্ত্রের চারপাশে, নাভির চারপাশে, উরুর উপরের অংশে এবং কোমরের চারপাশে হতে পারে ।’’
হার্নিয়ায় আক্রান্ত স্থানের পেশী বা টিস্যু দুর্বল হয়ে ফেটে যায় বা কখনও কখনও তাতে গর্তের সৃষ্টি হয় ৷ তিনি ব্যাখ্যা করেন, পুরুষ এবং মহিলাদের মধ্যে হার্নিয়ার লক্ষণগুলি আলাদা হতে পারে । তবে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান কিছু সাধারণ লক্ষণ নিম্নরূপ ।
যেখানে হার্নিয়া হয় সেই ত্বকে ফুসকুড়ি অনুভূত হতে পারে । প্রস্রাব করার সময় ভুক্তভোগীরা অসুবিধা বা ব্যথা অনুভব করতে পারেন । গলা ও বুকে খাবারের রিফ্লাক্স অনুভূত হতে পারে । আক্রান্ত ব্যক্তি দাঁড়ানো, বসা, হাঁটা বা দৈনন্দিন জীবনের কাজকর্ম করার সময় আক্রান্ত স্থানে কম বা বেশি ব্যথা অনুভব করেন ।
তিনি ব্যখ্যা করেন, যদিও হার্নিয়া সাধারণত প্রাণঘাতী বা মারণ রোগের ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু যদি এই সমস্যাটিকে উপেক্ষা করা হয় চিকিৎসায় অসতর্কতা অবলম্বন করা হয় বা সময়মতো অস্ত্রোপচার করা না হয় তাহলে এর মারাত্মক প্রভাব হতে পারে ।
কারণ এবং প্রকার: বেশিরভাগ ক্ষেত্রেই হার্নিয়ার জন্য পেশীর অতিরিক্ত দুর্বলতাকে দায়ী করা হয় । বিভিন্ন ধরনের হার্নিয়া দেখা যায় ৷ ইনগুইনাল হার্নিয়া, হাইটাল হার্নিয়া, অ্যাম্বিলিক্যাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া এবং স্পোর্টস হার্নিয়া । এর মধ্যে হাইটাল হার্নিয়া 50 বছরের বেশি বয়সি ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায় ৷ যেখানে 6 মাসের কম বয়সি শিশুদের মধ্যে নাভির হার্নিয়া দেখা দিতে পারে ।
ইনগুইনাল হার্নিয়া সব ধরনের হার্নিয়ার মধ্যে সবচেয়ে সাধারণ বলে মনে করা হয় । যা পেটের নীচের অংশে অন্ত্রের উপরে স্তরে থাকে । এই ধরনের হার্নিয়ায় সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে অন্ত্রের কিছু অংশ উপরে অবস্থিত টিস্যুর স্তর থেকে বেরিয়ে আসে । ইনগুইনাল হার্নিয়া সাধারণত পুরুষদের মধ্যে বেশি দেখা যায় । তিনি ব্যাখ্যা করেন, কিছু কিছু ক্ষেত্রে জিনগত অবস্থা বা সমস্যার কারণেও হার্নিয়া হতে পারে ।
চিকিৎসা: তিনি বলেন, ‘‘এটি যদি তাড়াতাড়ি ধরা পড়ে তাহলে ওষুধের সাহায্যে কিছু কিছু ক্ষেত্রে উপসর্গ থেকে কিছুটা উপশম করা যায় । এছাড়াও জীবনযাত্রায় পরিবর্তন এনে হার্নিয়ার উপসর্গও কমানো যেতে পারে । কিন্তু সার্জারির মাধ্যমেই হার্নিয়ার সম্পূর্ণ চিকিৎসা সম্ভব । হার্নিয়া সার্জারি দুটি উপায়ে করা যেতে পারে । ওপেন সার্জারি ও ল্যাপারোস্কোপিক সার্জারি ।’’
https://www.ncbi.nlm.nih.gov/books/NBK435995/
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷
আরও পড়ুন: