ETV Bharat / health

মুখের পাশাপাশি হাতেরও যত্ন নিন এভাবে

Hand Cream: মুখের মতো হাতে পায়ের যত্ন নেওয়া অনেক সময়ই সম্ভব হয় না ৷ হাতের ত্বক ভালো রাখতে হ্য়ান্ড ক্রিম ব্যবহার করা জরুরি ৷ জেনে নিন, হ্য়ান্ড ক্রিম ব্যবহারের উপকারিতা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 7:23 PM IST

Hand Cream News
মুখের পাশাপাশি হাতের যত্ন নিন এভাবে

হায়দরাবাদ: আমরা যে রকম মুখের যত্ন নিই, সেভাবে সবার হাতে ও পায়ের যত্ন নেওয়া সম্ভব হয় না ৷ যেহেতু আমরা সকলে হাত দিয়ে সারাদিনের কাজ করে থাকি, তাই হাতের যত্ন নেওয়া বিশেষ জরুরি ৷ বিউটিশিয়ানরা বলেন, সেক্ষেত্রে হ্যান্ড ক্রিম ব্যবহার করা প্রয়োজন ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্যের ছাপ হাতে পড়তে থাকে ৷ সেক্ষেত্রে হাতের যত্ন নেওয়া খুবই জরুরি ৷ হ্যান্ড ক্রিম নিয়মিত ব্যবহার করা হলে এটি দীর্ঘমেয়াদী বার্ধক্যের লক্ষণগুলিকে দূরে ঠেলতে পারে (Hand Cream)।

ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে সাহায্য় করে: শরীরের অন্য অঙ্গের তুলনায় হাতের ব্যবহার বেশি হয় ৷ তাই তা সহজেই শুকনো হয়ে যায়, ফেটে যায়, কেটেও যায় । ত্বকের উপরে সুরক্ষার কোনও আস্তরণ না থাকায় ত্বকে জীবাণু আর ব্যাকটেরিয়া হতে পারে ৷ হ্যান্ড ক্রিম এই সব সংক্রমণের হাত থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে ।

জ্বালা কম হয়: অনেক সময় যখন হাতের শুষ্কতা বেড়ে যায় ৷ এটি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে । এমন পরিস্থিতিতে ত্বককে প্রশমিত করতে হ্যান্ড ক্রিমের থেকে ভালো বিকল্প হতে পারে না । এটি আপনার ত্বকের জ্বালা বা সংবেদনশীলতা কমায় । ফলে আপনি মুখ ময়শ্চরাইজ করার পাশাপাশি হাতের ক্রিম ব্যবহার করতে পারেন ৷

আর্দ্রতা পেতে সাহায্য করে: আমাদের হাত বারবার ডিটারজেন্ট, সাবান বা অন্যান্য ধরনের রাসায়নিকের সংস্পর্শে এলে ত্বকের শুষ্কতা বেড়ে যায় । এমনকি ঘন ঘন হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করলে হাত আরও শুষ্ক দেখায় । এই ক্ষেত্রেও হ্যান্ড ক্রিম ব্যবহার করা খুব ভালো বলে মনে করা হয় । যখন হাতে ক্রিম লাগান এটি ত্বকের হারানো আর্দ্রতা পুনরুদ্ধার করে ও আপনার হাতকে নরম দেখায় ।

স্ট্রেস কমাতে সাহায্য় করে: আঙুলে মাসাজ করলে প্রায় থেরাপির মতোই কাজ দেয় । সারাদিনের ক্লান্তির পর হ্যান্ড ক্রিম দিয়ে মাসাজ করলে ত্বক যেমন নরম হয় তেমনই শরীরের জন্যও আরাম দেয় ৷ এর জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে হ্যান্ড ক্রিম ব্যবহার করতে পারেন ৷

আরও পড়ুন:

  1. সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে এড়িয়ে চলুন এই বিষয়গুলি
  2. সারা বছর গোড়ালি ফাটার সমস্যায় ভুগছেন ? ঘরোয়া উপায়ে মেনে চলতে পারেন এইগুলি
  3. চুল ও ত্বকের জন্য ব্যবহার করুন ল্যাভেন্ডার অয়েল, জেনে নিন এর উপকারিতা

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

হায়দরাবাদ: আমরা যে রকম মুখের যত্ন নিই, সেভাবে সবার হাতে ও পায়ের যত্ন নেওয়া সম্ভব হয় না ৷ যেহেতু আমরা সকলে হাত দিয়ে সারাদিনের কাজ করে থাকি, তাই হাতের যত্ন নেওয়া বিশেষ জরুরি ৷ বিউটিশিয়ানরা বলেন, সেক্ষেত্রে হ্যান্ড ক্রিম ব্যবহার করা প্রয়োজন ৷ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বার্ধক্যের ছাপ হাতে পড়তে থাকে ৷ সেক্ষেত্রে হাতের যত্ন নেওয়া খুবই জরুরি ৷ হ্যান্ড ক্রিম নিয়মিত ব্যবহার করা হলে এটি দীর্ঘমেয়াদী বার্ধক্যের লক্ষণগুলিকে দূরে ঠেলতে পারে (Hand Cream)।

ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে সাহায্য় করে: শরীরের অন্য অঙ্গের তুলনায় হাতের ব্যবহার বেশি হয় ৷ তাই তা সহজেই শুকনো হয়ে যায়, ফেটে যায়, কেটেও যায় । ত্বকের উপরে সুরক্ষার কোনও আস্তরণ না থাকায় ত্বকে জীবাণু আর ব্যাকটেরিয়া হতে পারে ৷ হ্যান্ড ক্রিম এই সব সংক্রমণের হাত থেকে আপনার ত্বককে সুরক্ষিত রাখে ।

জ্বালা কম হয়: অনেক সময় যখন হাতের শুষ্কতা বেড়ে যায় ৷ এটি ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে । এমন পরিস্থিতিতে ত্বককে প্রশমিত করতে হ্যান্ড ক্রিমের থেকে ভালো বিকল্প হতে পারে না । এটি আপনার ত্বকের জ্বালা বা সংবেদনশীলতা কমায় । ফলে আপনি মুখ ময়শ্চরাইজ করার পাশাপাশি হাতের ক্রিম ব্যবহার করতে পারেন ৷

আর্দ্রতা পেতে সাহায্য করে: আমাদের হাত বারবার ডিটারজেন্ট, সাবান বা অন্যান্য ধরনের রাসায়নিকের সংস্পর্শে এলে ত্বকের শুষ্কতা বেড়ে যায় । এমনকি ঘন ঘন হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করলে হাত আরও শুষ্ক দেখায় । এই ক্ষেত্রেও হ্যান্ড ক্রিম ব্যবহার করা খুব ভালো বলে মনে করা হয় । যখন হাতে ক্রিম লাগান এটি ত্বকের হারানো আর্দ্রতা পুনরুদ্ধার করে ও আপনার হাতকে নরম দেখায় ।

স্ট্রেস কমাতে সাহায্য় করে: আঙুলে মাসাজ করলে প্রায় থেরাপির মতোই কাজ দেয় । সারাদিনের ক্লান্তির পর হ্যান্ড ক্রিম দিয়ে মাসাজ করলে ত্বক যেমন নরম হয় তেমনই শরীরের জন্যও আরাম দেয় ৷ এর জন্য আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে হ্যান্ড ক্রিম ব্যবহার করতে পারেন ৷

আরও পড়ুন:

  1. সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে এড়িয়ে চলুন এই বিষয়গুলি
  2. সারা বছর গোড়ালি ফাটার সমস্যায় ভুগছেন ? ঘরোয়া উপায়ে মেনে চলতে পারেন এইগুলি
  3. চুল ও ত্বকের জন্য ব্যবহার করুন ল্যাভেন্ডার অয়েল, জেনে নিন এর উপকারিতা

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.