ETV Bharat / entertainment

স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে মুক্তি ! বিবাহ বিচ্ছেদ সম্পন্ন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর - YUZVENDRA CHAHAL DHANASHREE DIVORCE

5 বছরের পথ চলার ইতি যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বার্মার ৷

Yuzvendra Chahal, Dhanashree Verma divorce
বিবাহ বিচ্ছেদ সম্পন্ন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর (এএনআই) (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 20, 2025 at 3:56 PM IST

Updated : March 20, 2025 at 4:10 PM IST

2 Min Read

মুম্বই, 20 মার্চ: আর স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় ৷ 5 বছরের পথ চলার ইতি যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বার্মার ৷ ক্রিকেটার চাহালের আইনজীবী জানিয়েছেন, তাঁদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে আদালত ৷ আইনজীবী নিতীন কুমার গুপ্তা বলেন, "চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদ সম্পন্ন ৷ আদালত দুই পরিবারের আবেদন গ্রহণ করেছে ৷ চাহাল আর ধনশ্রী স্বামী-স্ত্রীর সম্পর্কের বন্ধন থেকে মুক্ত ৷"

বিবাহ বিচ্ছেদের আগে কুলিং অফ পিরিয়ড বা সময় দিতে থাকে আদালত ৷ এক্ষেত্রে কিছুদিন বাদেই শুরু হবে আইপিএল ৷ ফলে যুজবেন্দ্র চাহাল বান্দ্রা পারিবারিক আদালতে সেই সময় দিতে অস্বীকার করেন ৷ তিনি তার পরিবর্তে সরাসরি রায়ের কথা জানান ৷ সেই মামলা ওঠে বোম্বে হাইকোর্টে ৷ তারপরেই বৃহস্পতিবার পারিবারিক আদালতে চাহাল-ধনুশ্রীর বিচ্ছেদে আইনি সিলমোহর লাগে ৷

হিন্দু বিবাহ আইনের ধারা 13বি-র অধীনে বিবাহবিচ্ছেদের জন্য ছয় মাসের কুলিং পিরিয়ড দেয় আদালত। যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে চলেছে তাই ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন চাহাল ৷ 22 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2025 ৷ চাহাল রয়েছেন পাঞ্জাব কিংস দলে। ফলে তার আগেই সিদ্ধান্তের জন্য অনুরোধ জানানো হয়েছিল দুই পরিবারের পক্ষ থেকেই ৷ সেই মতো এইদিন আদালত ক্রিকেটার চাহাল ও নৃত্যশিল্পী ধনশ্রীর বিচ্ছেদ মঞ্জুর করেছে ৷

এর আগে জানা গিয়েছে, স্ত্রীর খোরপোশ হিসাবে মোটা অঙ্কের টাকা গুনতে হবে ক্রিকেটার চাহালকে ৷ কানাঘুষোয় শোনা গিয়েছিল ধনশ্রীকে 60 কোটি টাকা দিতে হবে ৷ কিন্তু বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, চুক্তির শর্ত অনুসারে, চাহাল ধনশ্রী ভার্মাকে 4 কোটি 75 লক্ষ টাকা ভরণপোষণ দিতে সম্মত হয়েছেন ৷ যার মধ্যে 2 কোটি 37 লক্ষ 55 হাজার টাকা ইতিমধ্যেই ধনশ্রীকে দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাকি টাকা চাহালকে দিতে হবে বলে জানা গিয়েছে ৷

মুম্বই, 20 মার্চ: আর স্বামী-স্ত্রীর সম্পর্ক নয় ৷ 5 বছরের পথ চলার ইতি যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বার্মার ৷ ক্রিকেটার চাহালের আইনজীবী জানিয়েছেন, তাঁদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে আদালত ৷ আইনজীবী নিতীন কুমার গুপ্তা বলেন, "চাহাল ও ধনশ্রীর বিচ্ছেদ সম্পন্ন ৷ আদালত দুই পরিবারের আবেদন গ্রহণ করেছে ৷ চাহাল আর ধনশ্রী স্বামী-স্ত্রীর সম্পর্কের বন্ধন থেকে মুক্ত ৷"

বিবাহ বিচ্ছেদের আগে কুলিং অফ পিরিয়ড বা সময় দিতে থাকে আদালত ৷ এক্ষেত্রে কিছুদিন বাদেই শুরু হবে আইপিএল ৷ ফলে যুজবেন্দ্র চাহাল বান্দ্রা পারিবারিক আদালতে সেই সময় দিতে অস্বীকার করেন ৷ তিনি তার পরিবর্তে সরাসরি রায়ের কথা জানান ৷ সেই মামলা ওঠে বোম্বে হাইকোর্টে ৷ তারপরেই বৃহস্পতিবার পারিবারিক আদালতে চাহাল-ধনুশ্রীর বিচ্ছেদে আইনি সিলমোহর লাগে ৷

হিন্দু বিবাহ আইনের ধারা 13বি-র অধীনে বিবাহবিচ্ছেদের জন্য ছয় মাসের কুলিং পিরিয়ড দেয় আদালত। যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে চলেছে তাই ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবেন চাহাল ৷ 22 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল 2025 ৷ চাহাল রয়েছেন পাঞ্জাব কিংস দলে। ফলে তার আগেই সিদ্ধান্তের জন্য অনুরোধ জানানো হয়েছিল দুই পরিবারের পক্ষ থেকেই ৷ সেই মতো এইদিন আদালত ক্রিকেটার চাহাল ও নৃত্যশিল্পী ধনশ্রীর বিচ্ছেদ মঞ্জুর করেছে ৷

এর আগে জানা গিয়েছে, স্ত্রীর খোরপোশ হিসাবে মোটা অঙ্কের টাকা গুনতে হবে ক্রিকেটার চাহালকে ৷ কানাঘুষোয় শোনা গিয়েছিল ধনশ্রীকে 60 কোটি টাকা দিতে হবে ৷ কিন্তু বার অ্যান্ড বেঞ্চ জানিয়েছে, চুক্তির শর্ত অনুসারে, চাহাল ধনশ্রী ভার্মাকে 4 কোটি 75 লক্ষ টাকা ভরণপোষণ দিতে সম্মত হয়েছেন ৷ যার মধ্যে 2 কোটি 37 লক্ষ 55 হাজার টাকা ইতিমধ্যেই ধনশ্রীকে দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাকি টাকা চাহালকে দিতে হবে বলে জানা গিয়েছে ৷

Last Updated : March 20, 2025 at 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.