হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর: এক একজন দর্শক প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন ৷ কিন্তু এমন ভক্ত খুঁজে পাওয়া দুষ্কর ৷ তেমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যা চমকে দেওয়ার মতনই ৷ আসলে ঘটনাটি অন্ধ্রপ্রদেশের কাকিনাদা সরকারি হাসপাতালের ৷ যেখানে ব্রেন টিউমার অস্ত্রোপচারের সময় দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআর-এর ছবি 'আধুরস' (ADHURS) দেখেছিলেন এক মহিলা রোগী।
ఎన్టీఆర్ అదుర్స్ సినిమా చూపిస్తూ బ్రెయిన్ సర్జరీ చేసిన డాక్టర్లు
— Telugu Scribe (@TeluguScribe) September 18, 2024
కాకినాడలోని గవర్నమెంట్ జనరల్ హాస్పిటల్లో అదుర్స్ సినిమాని చూపిస్తూ " అవేక్ క్రానియోటమీ" ద్వారా మహిళా రోగికి బ్రెయిన్ ట్యూమర్ను తొలగించిన డాక్టర్లు.
తొండంగి మండలం ఎ.కొత్తపల్లికి చెందిన ఎ. అనంతలక్ష్మి (55) అనే మహిళ… pic.twitter.com/7TY8qUhV00
প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার। ভিডিয়োতে দেখা যায়, অস্ত্রোপচারের দুশ্চিন্তার লেশমাত্র নেই মহিলা রোগীর চোখে মুখে ৷ বরং কোট্টপল্লীর বাসিন্দা রোগী অনন্তলক্ষ্মী, ছবিতে জুনিয়র এনটিআর এবং ব্রহ্মানন্দমের বিভিন্ন কমেডি দৃশ্যগুলি অস্ত্রোপচার চলাকালীনই চুটিয়ে উপভোগ করছেন ৷ এমন অপারেশন থিয়েটারের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল।
চিকিৎসকরাও এই বিষয়টাতে বারণ করেননি ৷ তাঁরা 55 বছর বয়সী মহিলার অস্ত্রোপচার সুন্দরভাবে করেন ৷ প্রায় আড়াই ঘণ্টা ধরা অপারেশনে রোগীর মস্তিষ্ক থেকে টিউমার বের করতে সক্ষম হন চিকিৎসকরা ৷ মহিলার ব্রেন থেকে 3.3x2.7 সেমি টিউমার বের করেন চিকিৎসকরা ৷ অবাক করার বিষয়, অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে একটি সরকারি হাসপাতালে হয়েছে ৷ যেখানে অপারেশন থিয়েটারে মহিলা রোগীকে সিনেমা দেখার জন্য কেউ কোনও রকম বাধা দেননি বা নিষেধ করেননি ৷
জানা গিয়েছে, ওই রোগীর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ চিকিৎসকরা জানিয়েছেন, জুনিয়ার এনটিআর-এর একনিষ্ঠ এই ভক্তকে পাঁচ দিনের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) অনুসারে, অ্যাওয়েক ক্রেইনওটমি বা অ্যাওয়েক ব্রেন সার্জারি সম্ভব ৷ রোগীকে অচেতন না করেই এই অপারেশন সম্ভব ৷ এমনকী, এই অস্ত্রোপচার চলাকালীন রোগী চিকিৎসকদের সঙ্গে কথাও বলতে পারেন আবার সিনেমাও দেখতে পারেন ৷ তাতে অস্ত্রোপচারের সময় মস্তিষ্কের বিশেষ কোনও অংশে কোনও রকম প্রতিক্রিয়া দেখা দেয় না ৷