ETV Bharat / entertainment

মিডিয়ার সামনে অভিষেকের দুর্ব্যবহার! ক্ষতবিক্ষত করেছিল ঐশ্বর্যকে - Abhishek Aishwarya Divorce

Abhishek Bachchan with Aishwarya Rai Bachchan: 2016 সালে অভিষেক বচ্চনের কারণে ঐশ্বর্য রাই বচ্চন অপমানিতবোধ করেন ৷ সাংবাদিকদের সামনে অভিষেকের ব্যবহার দেখে হতবাক হয়ে যান অ্যাশ ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 4:56 PM IST

Abhishek Bachchan with Aishwarya Rai Bachchan
অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চন (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 1 অক্টোবর: বলিউডের মোস্ট আইকনিক কাপলের তালিকায় প্রথম সারিতেই থাকে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের নাম ৷ তাঁদের প্রেম কাহিনী থেকে শুরু করে দর্শক মহলে উপস্থিতি সবকিছুতেই আলাদা করে নজর কাড়ত ৷ আসলে অভিষেক আর ঐশ্বর্যের সম্পর্ক বা ভালোবাসা যাই বলা হোক না কেন তা যেন আস্তে আস্তে অতীতে রূপান্তরিত হচ্ছে ৷ এহেন সম্পর্ক যে একদিনে খারাপ হয়নি, তা এক ভাইরাল ভিডিয়ো থেকে আন্দাজ করা যায় ৷ 2016 সালে সরবজিৎ ছবির প্রিমিয়ারে জুনিয়র বচ্চন সর্বসমক্ষে যা ব্যবহার করেন তার জন্য অপ্রস্তুত হয়ে পড়েন অ্যাশ ৷

ছবির প্রিমিয়ারে বচ্চন পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন ৷ উপস্থিচ ছিলেন বলিউডের অনেক তারকাই ৷ সময় যত এগোতে থাকে ততই অপেক্ষা বাড়তে থাকে প্রাক্তন বিশ্বসুন্দরীর ৷ এরপর যখন অ্যাশ-অভিষেক প্রবেশ করেন প্রিমিয়ারের রেড কার্পেটে তখন পাপারাৎজিরা দুজনের একসঙ্গে ছবি তুলবেন বলে অনুরোধ করেন ৷ মিডিয়াবন্ধুদের অনুরোধ ঐশ্বর্য অভিষেককে ডাকেন একসঙ্গে ছবি তোলার জন্য ৷

কিন্তু ঐশ্বর্যের ডাকে কোনও রেসপন্স দেন না অভিষেক ৷ সেই জায়গা থেকে দ্রুত সরে যান জুনিয়র বচ্চন ৷ এর ফলে বোঝা যায় না তিনি অ্যাশের ডাক শুনতে পাননি নাকি না শোনার ভান করে এড়িয়ে গিয়েছেন ৷ এর বেশ কিছুক্ষণ পর অ্যাশ আবারও অভিষেককে নরম স্বরে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন ৷ সেই সময় অভিষেক রাজি হন ও একসঙ্গে তাঁরা ছবি তোলেন ৷

তবে অল্প সময়ের মধ্যে গোটা ঘটনা অবাক করে পাপারাৎজিদের ৷ এমনকী, অবাক হন অ্যাশও ৷ কারণ যখন অ্যাশের সঙ্গে অভিষেক দাঁড়ানোর পর সকলে মুহূর্ত ফ্রেমবন্দি করতে ব্যস্ত তখন আচমকাই অভিষেক অ্যাশের হাত ছেড়ে চলে যান ৷ পাপারাৎজিদের উদ্দেশ্যে বলেন, "এনারই ছবি তুলুন ৷" এই মুহূর্তটাকে কোনও রকমে হালকা হেসে ম্যানেজ করার চেষ্টা করেন অ্যাশ ৷ তার কিছুপরেই ইভেন্ট ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় ঐশ্বর্যকে ৷

সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছে ৷ এমনকী, বিচ্ছেদের প্রসঙ্গও উঠে আসছে ৷ তবে এখনও পর্যন্ত কারোর তরফেই অফিসিয়াল কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি ৷

হায়দরাবাদ, 1 অক্টোবর: বলিউডের মোস্ট আইকনিক কাপলের তালিকায় প্রথম সারিতেই থাকে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের নাম ৷ তাঁদের প্রেম কাহিনী থেকে শুরু করে দর্শক মহলে উপস্থিতি সবকিছুতেই আলাদা করে নজর কাড়ত ৷ আসলে অভিষেক আর ঐশ্বর্যের সম্পর্ক বা ভালোবাসা যাই বলা হোক না কেন তা যেন আস্তে আস্তে অতীতে রূপান্তরিত হচ্ছে ৷ এহেন সম্পর্ক যে একদিনে খারাপ হয়নি, তা এক ভাইরাল ভিডিয়ো থেকে আন্দাজ করা যায় ৷ 2016 সালে সরবজিৎ ছবির প্রিমিয়ারে জুনিয়র বচ্চন সর্বসমক্ষে যা ব্যবহার করেন তার জন্য অপ্রস্তুত হয়ে পড়েন অ্যাশ ৷

ছবির প্রিমিয়ারে বচ্চন পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন ৷ উপস্থিচ ছিলেন বলিউডের অনেক তারকাই ৷ সময় যত এগোতে থাকে ততই অপেক্ষা বাড়তে থাকে প্রাক্তন বিশ্বসুন্দরীর ৷ এরপর যখন অ্যাশ-অভিষেক প্রবেশ করেন প্রিমিয়ারের রেড কার্পেটে তখন পাপারাৎজিরা দুজনের একসঙ্গে ছবি তুলবেন বলে অনুরোধ করেন ৷ মিডিয়াবন্ধুদের অনুরোধ ঐশ্বর্য অভিষেককে ডাকেন একসঙ্গে ছবি তোলার জন্য ৷

কিন্তু ঐশ্বর্যের ডাকে কোনও রেসপন্স দেন না অভিষেক ৷ সেই জায়গা থেকে দ্রুত সরে যান জুনিয়র বচ্চন ৷ এর ফলে বোঝা যায় না তিনি অ্যাশের ডাক শুনতে পাননি নাকি না শোনার ভান করে এড়িয়ে গিয়েছেন ৷ এর বেশ কিছুক্ষণ পর অ্যাশ আবারও অভিষেককে নরম স্বরে ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন ৷ সেই সময় অভিষেক রাজি হন ও একসঙ্গে তাঁরা ছবি তোলেন ৷

তবে অল্প সময়ের মধ্যে গোটা ঘটনা অবাক করে পাপারাৎজিদের ৷ এমনকী, অবাক হন অ্যাশও ৷ কারণ যখন অ্যাশের সঙ্গে অভিষেক দাঁড়ানোর পর সকলে মুহূর্ত ফ্রেমবন্দি করতে ব্যস্ত তখন আচমকাই অভিষেক অ্যাশের হাত ছেড়ে চলে যান ৷ পাপারাৎজিদের উদ্দেশ্যে বলেন, "এনারই ছবি তুলুন ৷" এই মুহূর্তটাকে কোনও রকমে হালকা হেসে ম্যানেজ করার চেষ্টা করেন অ্যাশ ৷ তার কিছুপরেই ইভেন্ট ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় ঐশ্বর্যকে ৷

সম্প্রতি তাঁদের সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছে ৷ এমনকী, বিচ্ছেদের প্রসঙ্গও উঠে আসছে ৷ তবে এখনও পর্যন্ত কারোর তরফেই অফিসিয়াল কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.