ETV Bharat / entertainment

'পশ্চিমে রিয়েল হিরো নেই তাই ভরসা অ্যাভেঞ্জার্সে!', মত ভিকি কৌশলের - Vicky Kaushal

Vicky Kaushal Talks About Chhaava Movie: পশ্চিম দেশে সত্যিকারের সুপারহিরো নেই , তাই সেখানে অ্যাভেঞ্জার্সের মতো ছবি তৈরি হয় ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান অভিনেতা ভিকি কৌশল ৷

author img

By PTI

Published : Aug 21, 2024, 12:09 PM IST

Vicky Kaushal Talks About Chhaava Movie
অভিনেতা ভিকি কৌশল (সোশাল মিডিয়া)

মুম্বই, 21 অগস্ট: হলিউডে 'অ্যাভেঞ্জার্স'-এর মতো ছবি তৈরি হয় কারণ তাদের কাছে ছত্রপতি শিবাজি মহারাজ বা ছত্রপতি শম্ভাজি মহারাজের মতো আসল যোদ্ধা নেই ৷ সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মত ব্যক্ত করেছেন অভিনেতা ভিকি কৌশল ৷ মুক্তি পেয়েছে বীর যোদ্ধা ছত্রপতি শম্ভাজির মহারাজের জীবনী অবলম্বনে তৈরি 'ছাভা'র টিজার ৷ কয়েক সেকেন্ডের টিজারে ভিকির ঝলক নজর কেড়েছে দর্শকদের ৷

মারাঠা যোদ্ধা ছত্রপতি শম্ভাজির বীর কাহিনী বড়পর্দায় আনছেন পরিচালক লক্ষ্মন উতেকার ৷ পিরিয়ড ড্রামা এই ছবি মুক্তি পাবে 6 ডিসেম্বর ৷ মুম্বইয়ের চিত্রা সিনেমায় স্পেশাল ইভেন্টে উপস্থিত ছিলেন পরিচালক উতেকার ও ভিকি ৷ সেখানেই উপস্থিত অনুরাগীদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ভিকি জানিয়েছেন, একজন মারাঠী বীরের চরিত্রে অভিনয় করতে পারা তাঁর কাছে গর্বের বিষয় ৷

তিনি বলেন, "এটা একজন অভিনেতা হিসাবে বড় প্রাপ্তি ৷ জীবনের সেরা প্রাপ্তিও বলা যায় ৷ ছবির গোটা টিম ভীষণ পরিশ্রম করেছে ৷ আমি সবসময় বলি, হলিউডে বা পশ্চিমী সিনেমার পরিচালকরা অ্যাভেঞ্জার্সের মতো ছবি বানান, কারণ তাঁদের কাছে আমাদের দেশে যে হিরো আছেন তেমন নেই ৷ অর্থাৎ দেশের যাঁরা সত্যিকারের হিরো বা দেশনায়ক তাঁদের কাছে নেই তবে আমাদের কাছে আছে ৷"

তিনি আরও বলেন, "আমরা যদি ভারতীয় ইতিহাসের দিকে তাকাই, তাহলে শম্ভাজি, ছত্রপতি শিবাজির মতো সুপারহিরোদের খুঁজে পাওয়া যাবে ৷ তাঁদের কাছে অন্যসব সুপারহিরোরা ফেল করে যাবে ৷ এই ধরনের হিরোদের গল্প সকলের জানা উচিত ৷ আমরা সেই হিরোদের নিয়ে গর্বিত ৷ তাঁরা আত্মত্যাগ করেছিলেন বলেই আমরা সুন্দর ভারতে বসবাস করতে পারছি ৷"

সোমবার 'ছাভা'র অফিসিয়াল টিজার এসেছে সামনে ৷ পাশাপাশি ম্যাডডক প্রযোজিত এই ছবির টিজার তুলে ধরা হয়েছে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'স্ত্রী2' স্ক্রিনিংয়েও ৷ ভিকির বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দানা ও অক্ষয় খান্নাকে ৷রশ্মিকা মন্দানাকে দেখা যাবে ছত্রপতি মহারানি ইসুবাই, শম্ভাজির স্ত্রীর চরিত্রে এবং অক্ষয় খান্নাকে দেখা যাবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন ৷ গানে মিউজিক দিয়েছেন এআর রহমান ৷ গানের কথা লিখেছেন ঋষি বীরমানি ৷

মুম্বই, 21 অগস্ট: হলিউডে 'অ্যাভেঞ্জার্স'-এর মতো ছবি তৈরি হয় কারণ তাদের কাছে ছত্রপতি শিবাজি মহারাজ বা ছত্রপতি শম্ভাজি মহারাজের মতো আসল যোদ্ধা নেই ৷ সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মত ব্যক্ত করেছেন অভিনেতা ভিকি কৌশল ৷ মুক্তি পেয়েছে বীর যোদ্ধা ছত্রপতি শম্ভাজির মহারাজের জীবনী অবলম্বনে তৈরি 'ছাভা'র টিজার ৷ কয়েক সেকেন্ডের টিজারে ভিকির ঝলক নজর কেড়েছে দর্শকদের ৷

মারাঠা যোদ্ধা ছত্রপতি শম্ভাজির বীর কাহিনী বড়পর্দায় আনছেন পরিচালক লক্ষ্মন উতেকার ৷ পিরিয়ড ড্রামা এই ছবি মুক্তি পাবে 6 ডিসেম্বর ৷ মুম্বইয়ের চিত্রা সিনেমায় স্পেশাল ইভেন্টে উপস্থিত ছিলেন পরিচালক উতেকার ও ভিকি ৷ সেখানেই উপস্থিত অনুরাগীদের নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি ৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ভিকি জানিয়েছেন, একজন মারাঠী বীরের চরিত্রে অভিনয় করতে পারা তাঁর কাছে গর্বের বিষয় ৷

তিনি বলেন, "এটা একজন অভিনেতা হিসাবে বড় প্রাপ্তি ৷ জীবনের সেরা প্রাপ্তিও বলা যায় ৷ ছবির গোটা টিম ভীষণ পরিশ্রম করেছে ৷ আমি সবসময় বলি, হলিউডে বা পশ্চিমী সিনেমার পরিচালকরা অ্যাভেঞ্জার্সের মতো ছবি বানান, কারণ তাঁদের কাছে আমাদের দেশে যে হিরো আছেন তেমন নেই ৷ অর্থাৎ দেশের যাঁরা সত্যিকারের হিরো বা দেশনায়ক তাঁদের কাছে নেই তবে আমাদের কাছে আছে ৷"

তিনি আরও বলেন, "আমরা যদি ভারতীয় ইতিহাসের দিকে তাকাই, তাহলে শম্ভাজি, ছত্রপতি শিবাজির মতো সুপারহিরোদের খুঁজে পাওয়া যাবে ৷ তাঁদের কাছে অন্যসব সুপারহিরোরা ফেল করে যাবে ৷ এই ধরনের হিরোদের গল্প সকলের জানা উচিত ৷ আমরা সেই হিরোদের নিয়ে গর্বিত ৷ তাঁরা আত্মত্যাগ করেছিলেন বলেই আমরা সুন্দর ভারতে বসবাস করতে পারছি ৷"

সোমবার 'ছাভা'র অফিসিয়াল টিজার এসেছে সামনে ৷ পাশাপাশি ম্যাডডক প্রযোজিত এই ছবির টিজার তুলে ধরা হয়েছে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া 'স্ত্রী2' স্ক্রিনিংয়েও ৷ ভিকির বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রশ্মিকা মন্দানা ও অক্ষয় খান্নাকে ৷রশ্মিকা মন্দানাকে দেখা যাবে ছত্রপতি মহারানি ইসুবাই, শম্ভাজির স্ত্রীর চরিত্রে এবং অক্ষয় খান্নাকে দেখা যাবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন ৷ গানে মিউজিক দিয়েছেন এআর রহমান ৷ গানের কথা লিখেছেন ঋষি বীরমানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.