ETV Bharat / entertainment

সোহাগে আদরে...ক্যাটরিনার সঙ্গে জীবনের সেরা সময় শেয়ার করলেন ভিকি - Vicky Birthday Wish For Katrina

Katrina Kaif Birthday: বৌয়ের জন্মদিন বলে কথা! সোশাল মিডিয়ায় উইশ না করলে হয় ৷ সকাল সকাল না হলেও, স্ত্রী ক্যাটরিনার সঙ্গে কাটানো ব্যক্তিগত কিছু মহূর্তের ছবি শেয়ার করলেন ভিকি কৌশল ৷ সেলিব্রেশন করলেন ভালোবাসাময় জন্মদিন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 7:03 PM IST

Katrina Kaif Birthday
ক্যাটরিনা কাইফকে জন্মদিনের শুভেচ্ছা ভিকির (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 16 জুলাই: ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি মুখ খোলেন না অভিনেতা ভিকি কৌশল ৷ তবে যখন তিনি নিজের লাভ লাইফের কথা বলেন, তখন তা সত্যিই মন ভালো করে দেয় ৷ সাত সকালে না-হলেও ভিকি, স্ত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনে বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করলেন, যা দেখে মন ভালো হয়ে গিয়েছে অনুরাগীদের ৷

8টি ছবি শেয়ার করেছেন ভিকি ৷ প্রতিটি ছবিতেই দেখা গিয়েছে ক্যাটের সঙ্গে কাটানো নানা অন্তরঙ্গ ও মজাদার সময় ৷ ক্যাপশনে ভিকি লিখেছেন, "তোমার সঙ্গে স্মৃতি তৈরি করা আমার জীবনের সেরা পার্ট ৷ শুভ জন্মদিন আমার ভালোবাসা ৷" ভিকির দেওয়া কোন ছবিতে দেখা গিয়েছে, ক্যাটরিনাকে জড়িয়ে ধরেছেন, আবার কোথাও দেখা গিয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আবার কোথাও তাঁদের দেখা গিয়েছে পিৎজা খেতে ব্যস্ত রয়েছেন ৷

আনমনা এই ছবিগুলিই যেন ফিরে ফিরে দেখতে পছন্দ করেন 'উরি' খ্যাত অভিনেতা ৷ এর আগে 'ব্যাড নিউজ' ছবির প্রোমোশনের সময়, তাঁকে ক্যাটরিনার জন্মদিন যাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান সাংবাদিকরা ৷ মাসান অভিনেতা জানান, তিনি ক্যাটরিনার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চান ৷ তাঁরা দুজনেই কাজে ব্যস্ত রয়েছেন ৷ তাই সেখান থেকে সময় বের করে একান্তে সময় কাটানোই মোস্ট প্রায়োরিটি বলে জানান ভিকি ৷

তিনি বলেন, "ক্যাটরিনার জন্মদিন মানে স্পেশাল ব্যাপার ৷ আমি প্রোমোশন শেষ করেই তাঁর কাছে যাব ৷ অনেকদিন ধরে প্রোমোশন হয়ে গিয়েছে ৷ এবার একসঙ্গে সময় কাটানোর পালা ৷" প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের সম্পর্ক কাকপক্ষীও টের পায়নি ৷ তাঁদের প্রথম দেখা হয় জোয়া আখতারের পার্টিতে ৷ সেখান থেকেই শুরু লাভবার্ডের জার্নি ৷ 2021 সালের 9 ডিসেম্বর রাজস্থানের ফোর্ট বারওয়ারাতে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷

হায়দরাবাদ, 16 জুলাই: ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি মুখ খোলেন না অভিনেতা ভিকি কৌশল ৷ তবে যখন তিনি নিজের লাভ লাইফের কথা বলেন, তখন তা সত্যিই মন ভালো করে দেয় ৷ সাত সকালে না-হলেও ভিকি, স্ত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনে বেশ কিছু মুহূর্তের ছবি শেয়ার করলেন, যা দেখে মন ভালো হয়ে গিয়েছে অনুরাগীদের ৷

8টি ছবি শেয়ার করেছেন ভিকি ৷ প্রতিটি ছবিতেই দেখা গিয়েছে ক্যাটের সঙ্গে কাটানো নানা অন্তরঙ্গ ও মজাদার সময় ৷ ক্যাপশনে ভিকি লিখেছেন, "তোমার সঙ্গে স্মৃতি তৈরি করা আমার জীবনের সেরা পার্ট ৷ শুভ জন্মদিন আমার ভালোবাসা ৷" ভিকির দেওয়া কোন ছবিতে দেখা গিয়েছে, ক্যাটরিনাকে জড়িয়ে ধরেছেন, আবার কোথাও দেখা গিয়েছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আবার কোথাও তাঁদের দেখা গিয়েছে পিৎজা খেতে ব্যস্ত রয়েছেন ৷

আনমনা এই ছবিগুলিই যেন ফিরে ফিরে দেখতে পছন্দ করেন 'উরি' খ্যাত অভিনেতা ৷ এর আগে 'ব্যাড নিউজ' ছবির প্রোমোশনের সময়, তাঁকে ক্যাটরিনার জন্মদিন যাপনের পরিকল্পনা সম্পর্কে জানতে চান সাংবাদিকরা ৷ মাসান অভিনেতা জানান, তিনি ক্যাটরিনার সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে চান ৷ তাঁরা দুজনেই কাজে ব্যস্ত রয়েছেন ৷ তাই সেখান থেকে সময় বের করে একান্তে সময় কাটানোই মোস্ট প্রায়োরিটি বলে জানান ভিকি ৷

তিনি বলেন, "ক্যাটরিনার জন্মদিন মানে স্পেশাল ব্যাপার ৷ আমি প্রোমোশন শেষ করেই তাঁর কাছে যাব ৷ অনেকদিন ধরে প্রোমোশন হয়ে গিয়েছে ৷ এবার একসঙ্গে সময় কাটানোর পালা ৷" প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের সম্পর্ক কাকপক্ষীও টের পায়নি ৷ তাঁদের প্রথম দেখা হয় জোয়া আখতারের পার্টিতে ৷ সেখান থেকেই শুরু লাভবার্ডের জার্নি ৷ 2021 সালের 9 ডিসেম্বর রাজস্থানের ফোর্ট বারওয়ারাতে সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.