ETV Bharat / entertainment

নাতাশার সাধভক্ষণে নজর কাড়ল বরুণের বউদির বানানো কেক, রইল বাকি ছবি - Varun Natasha Baby Shower

Varun-Natasha Baby Shower: রবিবার সাধভক্ষণ অনুষ্ঠান পালিত হল বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালের ৷ অভিনেতার বউদি এই অনুষ্ঠানের জন্য একটি দারুণ কেক বানিয়েছেন ৷ দেখে নিন অনুষ্ঠানের কিছু মুহূর্ত ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 5:55 PM IST

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 22 এপ্রিল: প্রথম সন্তান আগমনের আগে সাধভক্ষণ অনুষ্ঠান হল বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালের ৷ রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত ৷ তিনি সেই অনুষ্ঠানের একটি মিষ্টি ছবি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ হবু বাবা-মায়ের জন্য বরুণের বউদি জাহ্নবী ধাওয়ান যা করেছেন, তা সবার নজর কেড়েছে ৷

বরুণের দাদা রোহিত ধাওয়ানের স্ত্রী জানভি ধাওয়ান নাতাশার সাধভক্ষণ অনুষ্ঠানে শেফের দায়িত্বে ছিলেন ৷ তিনি অভিনেতা এবং তাঁর স্ত্রীর জন্য একটি কাস্টমাইজড দুই-স্তরের কেক তৈরি করেন । নিজে হাতে বানানো সেই কেক সাধভক্ষণ অনুষ্ঠানের থিমেই তৈরি করেন তিনি ৷ সুস্বাদু কেকটির চারপাশ ফুল দিয়ে সাজানো এবং কেকের উপর বসানো একটি মিষ্টি টেডি বেয়ার । সাদা টেডি বেয়ারের হাতে রয়েছে গোলাপি গোলাপ ৷

জানভি শাহিদের দারুণ প্রশংসা করে তাঁর কেকের ছবিটি শেয়ার করেছেন মীরা রাজপুত ৷ তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবিটি পোস্ট করে লেখেন, "জানভি ধাওয়ান ভালো বেকিং করেছেন । ভিডি এবং নাতাশাকে অভিনন্দন ।"

মীরার পাশাপাশি এই সাধভক্ষণ অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করেছে বরুণের বেশ কয়েকটি ফ্যান পেজও । সোশাল মিডিয়ায় এখন সেই উদযাপনের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল ৷

ছবিতে নাতাশাকে একটি ফ্লোরাল অফ-শোল্ডার পোশাকে চমৎকার দেখাচ্ছে ৷ তাঁর পাশেই রয়েছেন হাবি বরুণ ৷ তিনি সাদা টি-শার্টের উপর নীল ফ্লোরাল শার্ট পরেছিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁদের বেশ কয়েকজন বন্ধুও । বরুণ এবং নাতাশা যখন কেক কাটেন, তখন ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল...কংগ্র্যাচুলেশন অ্যান্ড সেলিব্রেশনস ৷

অন্য একটি ভিডিয়োতে দেখা যায়, উপহারে ভরা একটি বড় বাক্স বহন করছেন অভিনেতার দুই কর্মী । বরুণ এবং নাতাশা তাঁদের বাসভবনের বাইরে পাপারাৎজিদের জন্য উপহার পাঠান ।

ফেব্রুয়ারিতে নতুন অতিথির অপেক্ষা শুরুর কথা ঘোষণা করেন বরুণ ও নাতাশা । দু'জনে একটি মিষ্টি ছবি শেয়ার করেন যেখানে বরুণকে নাতাশার বেবি বাম্পে স্নেহের চুম্বন করতে দেখা যায় । স্টুডেন্ট অফ দ্য ইয়ার অভিনেতা তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশাকে আলিবাগে বিয়ে করেন 2021 সালের 24 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং
  2. ফের জুটিতে বরুণ-জাহ্নবী, শেষ হল 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং
  3. দুই থেকে তিন হচ্ছেন বরুণ-নাতাশা, অনুরাগীদের খুশির খবর শোনালেন অভিনেতা

হায়দরাবাদ, 22 এপ্রিল: প্রথম সন্তান আগমনের আগে সাধভক্ষণ অনুষ্ঠান হল বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালালের ৷ রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত ৷ তিনি সেই অনুষ্ঠানের একটি মিষ্টি ছবি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ হবু বাবা-মায়ের জন্য বরুণের বউদি জাহ্নবী ধাওয়ান যা করেছেন, তা সবার নজর কেড়েছে ৷

বরুণের দাদা রোহিত ধাওয়ানের স্ত্রী জানভি ধাওয়ান নাতাশার সাধভক্ষণ অনুষ্ঠানে শেফের দায়িত্বে ছিলেন ৷ তিনি অভিনেতা এবং তাঁর স্ত্রীর জন্য একটি কাস্টমাইজড দুই-স্তরের কেক তৈরি করেন । নিজে হাতে বানানো সেই কেক সাধভক্ষণ অনুষ্ঠানের থিমেই তৈরি করেন তিনি ৷ সুস্বাদু কেকটির চারপাশ ফুল দিয়ে সাজানো এবং কেকের উপর বসানো একটি মিষ্টি টেডি বেয়ার । সাদা টেডি বেয়ারের হাতে রয়েছে গোলাপি গোলাপ ৷

জানভি শাহিদের দারুণ প্রশংসা করে তাঁর কেকের ছবিটি শেয়ার করেছেন মীরা রাজপুত ৷ তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবিটি পোস্ট করে লেখেন, "জানভি ধাওয়ান ভালো বেকিং করেছেন । ভিডি এবং নাতাশাকে অভিনন্দন ।"

মীরার পাশাপাশি এই সাধভক্ষণ অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করেছে বরুণের বেশ কয়েকটি ফ্যান পেজও । সোশাল মিডিয়ায় এখন সেই উদযাপনের ছবি এখন ইন্টারনেটে ভাইরাল ৷

ছবিতে নাতাশাকে একটি ফ্লোরাল অফ-শোল্ডার পোশাকে চমৎকার দেখাচ্ছে ৷ তাঁর পাশেই রয়েছেন হাবি বরুণ ৷ তিনি সাদা টি-শার্টের উপর নীল ফ্লোরাল শার্ট পরেছিলেন ৷ সঙ্গে ছিলেন তাঁদের বেশ কয়েকজন বন্ধুও । বরুণ এবং নাতাশা যখন কেক কাটেন, তখন ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল...কংগ্র্যাচুলেশন অ্যান্ড সেলিব্রেশনস ৷

অন্য একটি ভিডিয়োতে দেখা যায়, উপহারে ভরা একটি বড় বাক্স বহন করছেন অভিনেতার দুই কর্মী । বরুণ এবং নাতাশা তাঁদের বাসভবনের বাইরে পাপারাৎজিদের জন্য উপহার পাঠান ।

ফেব্রুয়ারিতে নতুন অতিথির অপেক্ষা শুরুর কথা ঘোষণা করেন বরুণ ও নাতাশা । দু'জনে একটি মিষ্টি ছবি শেয়ার করেন যেখানে বরুণকে নাতাশার বেবি বাম্পে স্নেহের চুম্বন করতে দেখা যায় । স্টুডেন্ট অফ দ্য ইয়ার অভিনেতা তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশাকে আলিবাগে বিয়ে করেন 2021 সালের 24 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং
  2. ফের জুটিতে বরুণ-জাহ্নবী, শেষ হল 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং
  3. দুই থেকে তিন হচ্ছেন বরুণ-নাতাশা, অনুরাগীদের খুশির খবর শোনালেন অভিনেতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.