কলকাতা, 6 অক্টোবর: কখনও রাজ চক্রবর্তীর বাড়ি, তো কখনও জিতের বাড়ি ৷ আবার কখনও অন্য জায়গায় বহুরূপীর সাজে জোরদার ছবির প্রচারে ব্যস্ত 'বহুরূপী' ছবির পরিচালক তথা প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় । কারণ ছবির মুক্তির দিন তো এসে গেল ৷ ইতিমধ্যেই হাজির হয়েছে ছবির তিনটি হৃদয়গ্রাহী গান 'শিমুল পলাশ', 'ডাকাতিয়া বাঁশি' এবং 'আজ সারা বেলা'। আর এবার হাজির হল চতুর্থ গান 'তুই আমার হয়ে যা'।
আগামী 8 অক্টোবর মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায় অভিনীত 'বহুরূপী'। তাই প্রোমোশনে কার্পণ্য রাখছেন না নির্মাতারা ৷ শনিবার প্রকাশ পেল এই ছবির চতুর্থ গান ৷ গানটি গেয়েছেন শ্রেষ্ঠা দাস এবং অর্ণব দত্ত । গানের কথা ও সুর অর্ণব দত্তের । সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী । ভিজ্যুয়ালগুলি একদিকে বিক্রম ও ঝিমলির বন্ধন এবং অন্যদিকে সুমন্ত ও পরীর মধ্যে বন্ধনকে তুলে ধরে ।
গীতিকার ও সুরকার অর্ণব দত্ত বলেন, "এই গানটি চিরন্তন প্রেমের গভীরতা অন্বেষণ করে । কীভাবে দুটি আত্মার মধ্যে বন্ধন শারীরিক অস্তিত্বের সীমানা অতিক্রম করে, তা চিত্রিত করে । এমনকি দূরত্ব বা পরিস্থিতি দ্বারা বিচ্ছিন্ন হলেও যে মানসিক সংযোগ অটুট থাকে, তা প্রমাণ করে এই গান । সত্যিকারের ভালোবাসা একটি শক্তি, যা যে কোনও চ্যালেঞ্জকে মোকাবিলা করতে পারে ।"
সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী বলেন, "যেদিন শিবোপ্রসাদ আমাকে গানটির প্রযোজনা ও সাজানোর দায়িত্ব অর্পণ করেছিলেন, সেদিন আমি উড়িয়ে দিয়েছিলাম । গত 10 বছরের সেরা প্রেমের গানগুলোর মধ্যে অন্যতম এই গানটা । অর্ণব দত্ত একজন সেরা সুরকারদের একজন যাঁর সঙ্গে খুব অল্প সময়ের জন্য দেখা হয় আমার ৷ গত 6 মাসের ভিতর গানটি তৈরি হয় ।"