ওয়াশিংটন, 6 জুন: একটা সিনেমার সিরিজ যা 29 বছর পরও জনপ্রিয় দর্শক দরবারে ৷ ইথান হান্ট চরিত্র বারবার পর্দায় অনবদ্য স্টান্ট আর অভিনয় দিয়ে মুগ্ধ করেছে বিশ্ববাসীকে ৷ 1996 সাল থেকে মিশন ইম্পসিবল সিনেমার সিরিজ 29 বছর ধরে বক্সঅফিস রেকর্ড করে চলেছে ৷ এবার এই সিনেমার জন্য হলিউড অভিনেতা টম ক্রুজ (Tom Cruise) জায়গা করে নিলেন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Record) ৷
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই সিনেমা সিরিজের অন্তিম পার্ট 'মিশন: ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং' (Mission ImpossibleThe Final Reckoning) ৷ সিনেমায় সিক্রেট এজেন্ট তথা গোয়েন্দা চরিত্রে ইথান অর্থাৎ টম অনবদ্য বরাবরই ৷ দ্য ফাইনাল রেকনিং সিনেমার জন্য একাধিকবার জ্বলন্ত প্যারাসুট থেকে ঝাঁপ দিয়ে রেকর্ড করেছেন টম ৷ আবার কখনও হেলিকপ্টার থেকে 16 বার ঝাঁপ দিয়ে বডি ডাবলের ব্যবহার না করে নিজেই স্টান্ট করেছেন ৷ সিনেমায় একাধিক দুঃসাহসিক স্টান্টের জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেন টম ক্রুজ ৷
গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Record)-এর এডিটর ইন চিফ ক্রেগ গ্রেনডে বলেছেন, "একজন অ্যাকশন হিরো হিসাবে টম ক্রুজ কেবল হিরোর ভূমিকা পালন করেননি ৷ তাঁর সাফল্যের পিছনে আরও একটা বড় কারণ তিনি সিনেমার পর্দায় অথেনটিক বিষয় আনার ক্ষেত্রে দৃঢ় ছিলেন ৷ বার বার নিজের সীমা লংঘন করে ভয়ঙ্কর সব স্টান্ট করেছেন ৷ এটা আমাদের কাছে সম্মানের যে তাঁর এই অকুতভয় পারফর্ম্যান্সকে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড টাইটেলে ভূষিত করা গিয়েছে ৷"
ক্রুজ (Tom Cruise) ও স্টান্ট টিম দক্ষিণ আফ্রিকার ড্রাকেন্সবার্গে শুট করার আগে একাধিকবার অনুশীলন করেছে ৷ হেলিকপ্টার থেকে 75 হাজার ফুট থেকে ঝাপ দেওয়া সহজ বিষয় নয় ৷ তার জন্য যথেষ্ট কঠিন অনুশীলন প্রয়োজন ৷ এমনকী, এই সিনেমাতেই জ্বলন্ত প্যারাসুট থেকেও ঝুঁকির ঝাপ দিয়েছেন টম (daring stunt) ৷ ক্লোজ শটের জন্য তাঁর পোশাকের সঙ্গে বেঁধে দেওয়া হত ক্যামেরাও ৷ এদিকে, 'মিশন: ইম্পসিবল - দ্য ফাইনাল রেকনিং' পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি ৷ তিনি এরিক জেন্ড্রেসেনের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন। টম ক্রুজকে শেষবার দেখা গেল ইথান হান্টের ভূমিকায় ৷
2023 সালের 'মিশন: ইম্পসিবল - ডেড রেকনিং'-এর শেষে, ইথান 'দ্য এন্টিটি' নামে পরিচিত একটি শক্তিশালী এআই প্রোগ্রামকে বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ ছড়িয়ে দেওয়া এবং ভুল হাতে চলে যাওয়া রোধ করার চেষ্টা করে। ক্রুজ ছাড়াও, অভিনয় করেছেন বেনজি ডানের চরিত্রে সাইমন পেগ, লুথার স্ট্রিকেলের চরিত্রে ভিং র্যামস, অ্যালানা মিটসোপোলিসের চরিত্রে ভেনেসা কিরবি, গ্রেসের চরিত্রে হেইলি অ্যাটওয়েল, প্রতিপক্ষ গ্যাব্রিয়েলের চরিত্রে এসাই মোরালেস, জ্যাসপার ব্রিগসের চরিত্রে শিয়া উইঘাম, ডেগাসের চরিত্রে গ্রেগ টারজান ডেভিস এবং অ্যাসাসিন প্যারিসের চরিত্রে পম ক্লেমেন্টিফ।
'মিশন: ইম্পসিবল' ফ্র্যাঞ্চাইজিতে নতুন তারকাদের মধ্যে রয়েছেন 'টেড ল্যাসো' তারকা। এছাড়াও আছেন হান্না ওয়াডিংহাম, নিক অফম্যান, লুসি তুলুগারজুক, কেটি ও'ব্রায়ান, ট্রামেল টিলম্যান এবং স্টিফেন ওয়ং। 'মিশন: ইম্পসিবল - দ্য ফাইনাল রেকনিং' 23 মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।