ETV Bharat / entertainment

'এই বয়সেও অ্যাকশন দৃশ্যের জন্য ডামি নেননি ধর্মেন্দ্র', একান্ত সাক্ষাৎকারে দাবি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের - BISWAJIT ON DHARMENDRA

Biswajit Chatterjee talks about Dharmendra: পরিচালক হিসেবে 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-এর শ্যুটিং শুরু করেছেন টলিউড তথা বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন শুটিংয়ের বহু গল্প ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 23, 2024, 8:48 PM IST

Biswajit Chatterjee talks about Dharmendra
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়

কলকাতা, 23 এপ্রিল: পরিচালক হিসেবে 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-এর শ্যুটিং শুরু করেছেন টলিউড তথা বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । ইটিভি ভারতকে প্রথম সেই খবর দিলেন স্বয়ং পরিচালক ৷ তবে শুধু সেই খবরই নয়, ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের কথাও ৷

তিনি বললেন, "এই ছবিতে লালা লাজপত রায়ের ভূমিকায় অভিনয় করছেন ধর্মেন্দ্রজি ৷ এই বয়সেও নিজে স্টান্ট করেছেন ৷ দাঙ্গার সিন ছিল অনেক । সেখানে ব্রিটিশরা ভারতীয়দের উপর লাঠিচার্জ করছে । অনেক লোক নিয়ে সিনটার শুটিং হয়েছে পুনেতে । ধর্মেন্দ্র জি'কে বলেছিলাম এই সিনের জন্য ডামি নিতে । কিন্তু এই বয়সেও অ্যাকশন দৃশ্যের জন্য ডামি নেননি ধর্মেন্দ্রজি । নিজেই করেছেন সবটা ৷ বলেছেন, ওঁরা আমাদের দেশের জন্য এত রক্ত ঝরিয়েছেন, আর আমি অভিনয়টুকু কর‍তে পারব না? এর মাধ্যমেই আমি ওঁদের সঠিক বিচার দিতে চাই।... আমি ওঁর কাজের প্রতি এই নিষ্ঠা আর অদম্য শক্তিকে স্যালুট জানাই ।" শুটিংয়ে এসেছিলেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল । অভিনেতা বলেন, "ববি বাবার শুটিং দেখতে এসেছিলেন । কত ছোট দেখেছি ওঁকে । ওঁর 'অ্যানিম্যাল' ছবি আমি দেখেছি । খুব কম সময় স্ক্রিনে ছিল । কিন্তু ওইটুকু সময়েই নিজের জায়গা বুঝিয়েছেন এক্সপ্রেশনে ।"

ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিনেমা নিয়ে অনেক সনয় অনেক সমালোচনা বা বিতর্কের সৃষ্টি হয় ৷ 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-সিনেমাটিতেও বিতর্কের উপাদান আছে ৷ এই ব্যাপারে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমি সবকিছুর জন্য প্রস্তুত। আমি জানি সমালোচনা হবে। কিন্তু সবাইকে ভালো লাগানো সম্ভব না। যেটা দেখাতে চাইছি সেটা আমার পছন্দেই চাইছি। আর তাই দেখাচ্ছি। আর যেগুলোকে স্পর্শ করে চলে যাওয়া দরকার সেগুলো কোনও না কোনও কারণেই করছি। স্বাধীনতা সংগ্রামের লম্বা ইতিহাস তো আড়াই ঘণ্টার ছবিতে দেখানো সম্ভব না। কিন্তু আমি এই ছবির মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরতে চাইছি ।" তিনি আরও বলেন, "অনেকেই আমাকে বলেছে শুধু তরুণদের দিয়েই ছবিটা বানাতে পারতেন । আমি শুনিনি । আমার মনে হয়েছে এই সময়ে দাঁড়িয়েও ধর্মেন্দ্র, জ্যাকি, অনুপম খের অনেক বেশি জনপ্রিয় । তাঁদের লোকে দেখতে চায় । ধর্মেন্দ্র জি'র অনেক ফ্যান ফলোয়ার দেশে এবং বিদেশে ।"

বাংলা ভাষায় ছবি করতে চান? অভিনেতা-পরিচালক বলেন, "নিশ্চয়ই করব। যে বিষয়ে আমার জ্ঞান আছে সেরকম কোনও বিষয়ে ছবি হলে অবশ্যই করব। আমাকে মুসলিম মাইথোলজি নিয়ে ছবি করতে বললে কিংবা শেক্সপিয়ারের লেখা নিয়ে ছবি করতে বললে আমি পারব না।"

'অগ্নিযুগ: দ্য ফায়ার' সিনেমাতে দেখানো হবে প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, মাতঙ্গিনী হাজরাকে । ইতিহাস যাঁদের নাম মনে সেভাবে রাখেনি তাঁদেরকে এই ছবিতে চেনাবেন পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বিশ্বজিতের পরিচালনায় এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন অনুপম খের । 'পঞ্জাব কেশরি' লালা লাজপত রাইয়ের চরিত্রে আছেন ধর্মেন্দ্র । ক্যাপ্টেন লক্ষ্মী সায়গলের ভূমিকায় ‘রোজা’-খ্যাত দক্ষিণী অভিনেত্রী মধু । এক সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে । এই বহুভাষিক ছবিতে রাশিয়ান এবং নেপালি অভিনেতারাও থাকবেন বলেই জানিয়েছেন বিশ্বজিৎ ।

প্রসঙ্গত এই ছবি পরিচালনার পাশাপাশি হিন্দি ছবিতে ফিরছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । এক বাঙালি পরিচালকের হাত ধরে হিন্দি ছবিতে ফিরছেন তিনি । এই ছবিতে জিনাত আমনকে ভাবা হয়েছে কিন্তু এখনও কিছু ঠিক হয়নি বলে ইটিভি ভারতকে জানিয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । এক সাইকোপ্যাথের চরিত্রে সম্ভবত দেখা যাবে তাঁকে । ছবিতে থাকতে পারেন বিশ্বজিতের মেয়ে শাম্ভবী চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন:

কলকাতা, 23 এপ্রিল: পরিচালক হিসেবে 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-এর শ্যুটিং শুরু করেছেন টলিউড তথা বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । ইটিভি ভারতকে প্রথম সেই খবর দিলেন স্বয়ং পরিচালক ৷ তবে শুধু সেই খবরই নয়, ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের কথাও ৷

তিনি বললেন, "এই ছবিতে লালা লাজপত রায়ের ভূমিকায় অভিনয় করছেন ধর্মেন্দ্রজি ৷ এই বয়সেও নিজে স্টান্ট করেছেন ৷ দাঙ্গার সিন ছিল অনেক । সেখানে ব্রিটিশরা ভারতীয়দের উপর লাঠিচার্জ করছে । অনেক লোক নিয়ে সিনটার শুটিং হয়েছে পুনেতে । ধর্মেন্দ্র জি'কে বলেছিলাম এই সিনের জন্য ডামি নিতে । কিন্তু এই বয়সেও অ্যাকশন দৃশ্যের জন্য ডামি নেননি ধর্মেন্দ্রজি । নিজেই করেছেন সবটা ৷ বলেছেন, ওঁরা আমাদের দেশের জন্য এত রক্ত ঝরিয়েছেন, আর আমি অভিনয়টুকু কর‍তে পারব না? এর মাধ্যমেই আমি ওঁদের সঠিক বিচার দিতে চাই।... আমি ওঁর কাজের প্রতি এই নিষ্ঠা আর অদম্য শক্তিকে স্যালুট জানাই ।" শুটিংয়ে এসেছিলেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল । অভিনেতা বলেন, "ববি বাবার শুটিং দেখতে এসেছিলেন । কত ছোট দেখেছি ওঁকে । ওঁর 'অ্যানিম্যাল' ছবি আমি দেখেছি । খুব কম সময় স্ক্রিনে ছিল । কিন্তু ওইটুকু সময়েই নিজের জায়গা বুঝিয়েছেন এক্সপ্রেশনে ।"

ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিনেমা নিয়ে অনেক সনয় অনেক সমালোচনা বা বিতর্কের সৃষ্টি হয় ৷ 'অগ্নিযুগ: দ্য ফায়ার'-সিনেমাটিতেও বিতর্কের উপাদান আছে ৷ এই ব্যাপারে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমি সবকিছুর জন্য প্রস্তুত। আমি জানি সমালোচনা হবে। কিন্তু সবাইকে ভালো লাগানো সম্ভব না। যেটা দেখাতে চাইছি সেটা আমার পছন্দেই চাইছি। আর তাই দেখাচ্ছি। আর যেগুলোকে স্পর্শ করে চলে যাওয়া দরকার সেগুলো কোনও না কোনও কারণেই করছি। স্বাধীনতা সংগ্রামের লম্বা ইতিহাস তো আড়াই ঘণ্টার ছবিতে দেখানো সম্ভব না। কিন্তু আমি এই ছবির মাধ্যমে সঠিক ইতিহাস তুলে ধরতে চাইছি ।" তিনি আরও বলেন, "অনেকেই আমাকে বলেছে শুধু তরুণদের দিয়েই ছবিটা বানাতে পারতেন । আমি শুনিনি । আমার মনে হয়েছে এই সময়ে দাঁড়িয়েও ধর্মেন্দ্র, জ্যাকি, অনুপম খের অনেক বেশি জনপ্রিয় । তাঁদের লোকে দেখতে চায় । ধর্মেন্দ্র জি'র অনেক ফ্যান ফলোয়ার দেশে এবং বিদেশে ।"

বাংলা ভাষায় ছবি করতে চান? অভিনেতা-পরিচালক বলেন, "নিশ্চয়ই করব। যে বিষয়ে আমার জ্ঞান আছে সেরকম কোনও বিষয়ে ছবি হলে অবশ্যই করব। আমাকে মুসলিম মাইথোলজি নিয়ে ছবি করতে বললে কিংবা শেক্সপিয়ারের লেখা নিয়ে ছবি করতে বললে আমি পারব না।"

'অগ্নিযুগ: দ্য ফায়ার' সিনেমাতে দেখানো হবে প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, মাতঙ্গিনী হাজরাকে । ইতিহাস যাঁদের নাম মনে সেভাবে রাখেনি তাঁদেরকে এই ছবিতে চেনাবেন পরিচালক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । বিশ্বজিতের পরিচালনায় এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছেন অনুপম খের । 'পঞ্জাব কেশরি' লালা লাজপত রাইয়ের চরিত্রে আছেন ধর্মেন্দ্র । ক্যাপ্টেন লক্ষ্মী সায়গলের ভূমিকায় ‘রোজা’-খ্যাত দক্ষিণী অভিনেত্রী মধু । এক সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে । এই বহুভাষিক ছবিতে রাশিয়ান এবং নেপালি অভিনেতারাও থাকবেন বলেই জানিয়েছেন বিশ্বজিৎ ।

প্রসঙ্গত এই ছবি পরিচালনার পাশাপাশি হিন্দি ছবিতে ফিরছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । এক বাঙালি পরিচালকের হাত ধরে হিন্দি ছবিতে ফিরছেন তিনি । এই ছবিতে জিনাত আমনকে ভাবা হয়েছে কিন্তু এখনও কিছু ঠিক হয়নি বলে ইটিভি ভারতকে জানিয়েছেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায় । এক সাইকোপ্যাথের চরিত্রে সম্ভবত দেখা যাবে তাঁকে । ছবিতে থাকতে পারেন বিশ্বজিতের মেয়ে শাম্ভবী চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.