ETV Bharat / entertainment

পায়ে হেঁটে গিরিশ মঞ্চ থেকে আরজি কর, সুবিচারের দাবিতে সরব থিয়েটার কর্মীরা - Celebs Protest RG Kar Incident

Theatre personalities Protest RG Kar Incident:চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে সরব হলেন নাট্যকর্মীরা ৷ তাঁরা পায়ে হেঁটে গিরিশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত মিছিল করেন ৷ মিছিলে হাঁটেন বাদশা মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, লোকনাথ দে, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত-সহ বহু নাট্যকর্মী ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 2:09 PM IST

ETV BHARAT
আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে সরব থিয়েটার কর্মীরা (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 অগস্ট: ডাক দিয়েছে থিয়েটার, মিছিল কিন্তু সব্বার - এই স্লোগান সামনে রেখে শনিবারের রাতে গিরিশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটলেন থিয়েটার কর্মীরা । হাঁটলেন দেবশঙ্কর হালদার থেকে শুরু করে বাদশা মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, লোকনাথ দে, সুদীপ্তা চক্রবর্তী, পৌলমী বসু, নিবেদিতা মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ বহু নাট্যকর্মী । চড়া সুরে তাঁরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন ।

আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে সরব থিয়েটার কর্মীরা (নিজস্ব ভিডিয়ো)

এদিন সুদীপ্তা চক্রবর্তী বলেন, "আমাদের নাট্যকর্মীদের কাজ ছিল নাটক করা । ডাক্তারদের কাজ ডাক্তারি করা । কিন্তু চারদিকে আরও এত নাটক হচ্ছে যে, আমাদের রাস্তায় নামতেই হল । এ ছাড়া আর উপায় ছিল না ।"

অপরদিকে, সুজন মুখোপাধ্যায় বলেন, "রাস্তায় না-নামা ছাড়া রাস্তা নেই । দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । কোথাও একটা রাজনৈতিক সূত্র এই ঘটনায় কাজ করছে । আমরা অবিলম্বে মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই । যতদিন না সঠিক বিচার হচ্ছে আন্দোলন চলবে ।"

উল্লেখ্য, ক্রমশ ছাড়িয়ে যাচ্ছে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্রে রেখে প্রতিবাদের রেশ । দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ থেকে কর্মবিরতি সবই চলছে লাগাতার । রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশেও ঝড় উঠেছে প্রতিবাদের । একইভাবে রাজনৈতিক রং শিকেয় তুলে পা মেলাচ্ছেন সকলে ।

এই ঘটনা নিয়ে রবিবারও পথে নামবে টলিউড । 'নির্যাতিতার বিচার চাই', ধ্বনি তুলে বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সবাই আজ পথে নামবেন । সিনে পরিবারের তরফ থেকে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে, আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার । রবিবার বিকেল 4টে নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল মিছিল যাবে । প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের এই মিছিলে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে ৷ আরও জানানো হয়েছে, টেকনিশিয়ান্স স্টুডিও থেকে আরজি কর যাওয়ার জন্য বাস থাকবে । যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁরা গাড়ি চড়েও যেতে পারেন । আরজি কর হাসপাতাল চত্বরে গিয়ে পরবর্তী কর্মসূচি জানানো হবে ।

কলকাতা, 18 অগস্ট: ডাক দিয়েছে থিয়েটার, মিছিল কিন্তু সব্বার - এই স্লোগান সামনে রেখে শনিবারের রাতে গিরিশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটলেন থিয়েটার কর্মীরা । হাঁটলেন দেবশঙ্কর হালদার থেকে শুরু করে বাদশা মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, লোকনাথ দে, সুদীপ্তা চক্রবর্তী, পৌলমী বসু, নিবেদিতা মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ বহু নাট্যকর্মী । চড়া সুরে তাঁরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন ।

আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে সরব থিয়েটার কর্মীরা (নিজস্ব ভিডিয়ো)

এদিন সুদীপ্তা চক্রবর্তী বলেন, "আমাদের নাট্যকর্মীদের কাজ ছিল নাটক করা । ডাক্তারদের কাজ ডাক্তারি করা । কিন্তু চারদিকে আরও এত নাটক হচ্ছে যে, আমাদের রাস্তায় নামতেই হল । এ ছাড়া আর উপায় ছিল না ।"

অপরদিকে, সুজন মুখোপাধ্যায় বলেন, "রাস্তায় না-নামা ছাড়া রাস্তা নেই । দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে । কোথাও একটা রাজনৈতিক সূত্র এই ঘটনায় কাজ করছে । আমরা অবিলম্বে মেয়েটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার চাই । যতদিন না সঠিক বিচার হচ্ছে আন্দোলন চলবে ।"

উল্লেখ্য, ক্রমশ ছাড়িয়ে যাচ্ছে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্রে রেখে প্রতিবাদের রেশ । দোষীদের শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ থেকে কর্মবিরতি সবই চলছে লাগাতার । রাজ্য ছাড়িয়ে দেশ বিদেশেও ঝড় উঠেছে প্রতিবাদের । একইভাবে রাজনৈতিক রং শিকেয় তুলে পা মেলাচ্ছেন সকলে ।

এই ঘটনা নিয়ে রবিবারও পথে নামবে টলিউড । 'নির্যাতিতার বিচার চাই', ধ্বনি তুলে বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সবাই আজ পথে নামবেন । সিনে পরিবারের তরফ থেকে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে, আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার । রবিবার বিকেল 4টে নাগাদ টেকনিশিয়ান্স স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল মিছিল যাবে । প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের এই মিছিলে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছে ৷ আরও জানানো হয়েছে, টেকনিশিয়ান্স স্টুডিও থেকে আরজি কর যাওয়ার জন্য বাস থাকবে । যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁরা গাড়ি চড়েও যেতে পারেন । আরজি কর হাসপাতাল চত্বরে গিয়ে পরবর্তী কর্মসূচি জানানো হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.