কলকাতা, 8 সেপ্টেম্বর: নারী নিগ্রহের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। দিন কয়েক আগেই বাংলা বিনোদন দুনিয়ার এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন। তারই জের মিলল এই সপ্তাহে। কড়া পদক্ষেপ নিল ‘ডিরেক্টর্স গিল্ড’। সাসপেন্ড করা হল পরিচালককে। ই-মেল মারফত অরিন্দম শীলকে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। গিল্ডে অরিন্দমের সদস্য পদ সংখ্যা 193। আর এই খবর চাওর হতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দীর্ঘ 20 বছরের অপেক্ষার অবসান হল বলে মন্তব্য করে সামাজিক মাধ্যমে লিখেছেন অভিনেত্রী। তাঁর দাবি, তিনি ভাবেননি এ জন্মে এমন বিচার নিজের চোখে দেখে যেতে পারবেন তিনি। স্বস্তিকা ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন তাঁর প্রার্থনা শোনার জন্য।
উল্লেখ্য, একবার নয়, একাধিকবার অরিন্দম শীলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন জনপ্রিয় অভিনেত্রীরা। প্রতিবারই পরিচালক তাঁদের অভিযোগ মিথ্যা বলেই দাবি করেছেন। ফলে, শাস্তি মেলেনি। তবে এ বার 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হল। কারণ, পরিচালকের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ ডিরেক্টর্স গিল্ডের কাছে এসেছে, যা অত্যন্ত উদ্বেগজনক ! আর এই খবর জানতে পেরেই স্বস্তিকা নিজের সামাজিক মাধ্যমের দেওয়ালে লেখেন, ‘‘পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক । 20 বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি, সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সরব হই। এটা আমাদের ন্যায্য অধিকার।’’
ডিরেক্টর্স গিল্ড-এর সভাপতি সুব্রত সেন জানিয়েছেন, ‘‘মহিলা কমিশনের তরফ থেকে অভিযোগ আসা মাত্রই বিষয়টি নিয়ে আলোচনা হয়। সকলের সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য পরিচালকের বিরুদ্ধে এই বিশেষ নির্দেশ কার্যকর করা হয়েছে। যে দিন তিনি ‘নির্দোষ’ শংসাপত্র পাবেন, সে দিন থেকে আবার আগের মতো কাজ শুরু করতে পারবেন অরিন্দম শীল।’’