ETV Bharat / entertainment

পয়লা বৈশাখেই একলা থেকে দোকলা, প্রেমের পূর্তি সুরঙ্গনা-ঋদ্ধির - SURANGANA WITH RIDDHI

নববর্ষ মানে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধি সেনের ভালোবাসার আরও একটা বছরের পূর্তি ৷ কেমনভাবে কাটে বিশেষ দিন ?

Surangana with Riddhi
নববর্ষের সঙ্গে প্রেমের পূর্তি সুরঙ্গনা-ঋদ্ধির (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 15, 2025 at 1:23 PM IST

Updated : April 15, 2025 at 1:36 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 15 এপ্রিল: 'ওপেনটি বায়োস্কোপে'র তিতির এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে ৷ ফোয়ারার সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হয়েছে ৷ নববর্ষের পয়লা দিনে সেই সম্পর্কের বয়স এগোল আরও এক পা ৷ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধি সেনের ভালোবাসার আরও একটা দিন উদযাপন ৷ নববর্ষে 10 বছর পূর্ণ করল সুরঙ্গনা-ঋদ্ধির ভালোবাসা-বন্ধুত্ব ৷ ইটিভি ভারতের সঙ্গে স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী ৷

ইটিভি ভারত: পয়লা বৈশাখ মানে আপনার কাছে কি ?

সুরঙ্গনা: ছোটবেলায় আমার কাছে পয়লা বৈশাখ মানে ছিল নতুন জামা আর বাড়িতে বাবা রান্না করবে ৷ বাবা খুবই ভালো রান্না করেন ৷ নববর্ষের দিন বাবার হাতে স্পেশাল কিছু রান্না খাব, এটাই ছিল বিশেষত্ব ৷ আর এখন পয়লা বৈশাখ আমার কাছে ভীষণ স্পেশাল ৷ কারণ আমার আর ঋদ্ধির সম্পর্কের অফিসিয়াল দিন হচ্ছে 15 এপ্রিল ৷ কাজেই পয়লা বৈশাখে নতুন বছরের সঙ্গে আমাদের সম্পর্কেরও একটা নতুন বছর হয় আর কি ৷ যে কারণে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ৷

ইটিভি ভারত: বিশেষ কোনও পরিকল্পনা ?

সুরঙ্গনা: পয়লা বৈশাখে এই বছর আলাদা করে তেমন পরিকল্পনা নেই ৷ কাজের প্রোমোশন নিয়েই আছি ৷ তাছাড়াও ঋদ্ধির সঙ্গে আমার সম্পর্ক 10 বছর পূর্ণ হচ্ছে ৷ আমরা রোজ যেমন দিন কাটাই তেমনই আরও একটা দিন কাটাব ৷ আলাদা করে নববর্ষ উপলক্ষ্যে কিছু নেই ৷

ইটিভি ভারত: এই উপলক্ষ্যে ঋদ্ধি কোনও উপহার দেয় ?

সুরঙ্গনা: আমি আর ঋদ্ধি কেউই উপলক্ষ্য দেখে একে অপরকে উপহার দিই তা নয় ৷ এক্ষেত্রে আমাদের স্বভাব খুবই এক ৷ এমনকী, জন্মদিন উদযাপনটাও একদিন পরে হলেও চলে ৷ এমনই আর কি ৷ আমরা তারিখ ধরে কিছু করি না ৷ আমরা ভালোবেসে যে কোনও সময়ে যে কোনও তারিখে উপহার দিই ৷ তাই নববর্ষে আলাদা করে কোনও উপহার আমার চাই না ৷ আমরা যেমন কাজ নিয়ে, ভালোবাসা নিয়ে, বন্ধুত্ব নিয়ে দিন কাটাই সেটাই যথেষ্ট উপহার আমার কাছে ৷ আর আমার কাছে সবচেয়ে বড় উপহার হচ্ছে এই মুহূর্তে আমার চারপাশে যারা আছে তারা সকলে যেন সুস্থ থাকে ৷ এটাই সবচেয়ে বড় উপহার ৷

হায়দরাবাদ, 15 এপ্রিল: 'ওপেনটি বায়োস্কোপে'র তিতির এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে ৷ ফোয়ারার সঙ্গে বন্ধুত্ব আরও গভীর হয়েছে ৷ নববর্ষের পয়লা দিনে সেই সম্পর্কের বয়স এগোল আরও এক পা ৷ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও ঋদ্ধি সেনের ভালোবাসার আরও একটা দিন উদযাপন ৷ নববর্ষে 10 বছর পূর্ণ করল সুরঙ্গনা-ঋদ্ধির ভালোবাসা-বন্ধুত্ব ৷ ইটিভি ভারতের সঙ্গে স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী ৷

ইটিভি ভারত: পয়লা বৈশাখ মানে আপনার কাছে কি ?

সুরঙ্গনা: ছোটবেলায় আমার কাছে পয়লা বৈশাখ মানে ছিল নতুন জামা আর বাড়িতে বাবা রান্না করবে ৷ বাবা খুবই ভালো রান্না করেন ৷ নববর্ষের দিন বাবার হাতে স্পেশাল কিছু রান্না খাব, এটাই ছিল বিশেষত্ব ৷ আর এখন পয়লা বৈশাখ আমার কাছে ভীষণ স্পেশাল ৷ কারণ আমার আর ঋদ্ধির সম্পর্কের অফিসিয়াল দিন হচ্ছে 15 এপ্রিল ৷ কাজেই পয়লা বৈশাখে নতুন বছরের সঙ্গে আমাদের সম্পর্কেরও একটা নতুন বছর হয় আর কি ৷ যে কারণে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ৷

ইটিভি ভারত: বিশেষ কোনও পরিকল্পনা ?

সুরঙ্গনা: পয়লা বৈশাখে এই বছর আলাদা করে তেমন পরিকল্পনা নেই ৷ কাজের প্রোমোশন নিয়েই আছি ৷ তাছাড়াও ঋদ্ধির সঙ্গে আমার সম্পর্ক 10 বছর পূর্ণ হচ্ছে ৷ আমরা রোজ যেমন দিন কাটাই তেমনই আরও একটা দিন কাটাব ৷ আলাদা করে নববর্ষ উপলক্ষ্যে কিছু নেই ৷

ইটিভি ভারত: এই উপলক্ষ্যে ঋদ্ধি কোনও উপহার দেয় ?

সুরঙ্গনা: আমি আর ঋদ্ধি কেউই উপলক্ষ্য দেখে একে অপরকে উপহার দিই তা নয় ৷ এক্ষেত্রে আমাদের স্বভাব খুবই এক ৷ এমনকী, জন্মদিন উদযাপনটাও একদিন পরে হলেও চলে ৷ এমনই আর কি ৷ আমরা তারিখ ধরে কিছু করি না ৷ আমরা ভালোবেসে যে কোনও সময়ে যে কোনও তারিখে উপহার দিই ৷ তাই নববর্ষে আলাদা করে কোনও উপহার আমার চাই না ৷ আমরা যেমন কাজ নিয়ে, ভালোবাসা নিয়ে, বন্ধুত্ব নিয়ে দিন কাটাই সেটাই যথেষ্ট উপহার আমার কাছে ৷ আর আমার কাছে সবচেয়ে বড় উপহার হচ্ছে এই মুহূর্তে আমার চারপাশে যারা আছে তারা সকলে যেন সুস্থ থাকে ৷ এটাই সবচেয়ে বড় উপহার ৷

Last Updated : April 15, 2025 at 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.