কলকাতা, 9 জুন: শুভ মহরৎ সুসম্পন্ন সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির। সোমবার এসভিএফ-এর অফিসেই নারকেল ভেঙে, পুজো দিয়ে ছবির শুভ মহরৎ সুসম্পন্ন হয়। হাজির ছিলেন ছবির প্রায় সব কুশীলব। সৃজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে রূপাঞ্জনা মিত্র, ব্রাত্য বসু, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, অলোকানন্দা গুহ থেকে ইন্দ্রনীল সেনগুপ্ত, আরাত্রিকা মাইতি, ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা-সহ আরও অনেকে৷ এই ছবির আরও একজন প্রযোজক রানা সরকার।
দিনকয়েক আগেই জানা গিয়েছে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে রয়েছেন অলোকানন্দা গুহ। চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। গত চার বছর ধরে এই ছবিতে অভিনয় করার ব্যাপারে বিভিন্ন অভিনেতার কথা শোনা গিয়েছিল।
শ্রীচৈতন্যের জীবনের একটা বড় অংশ দেখানো হবে ছবি জুড়ে। এছাড়া চৈতন্যের অন্তর্ধান রহস্যেরও নানা দিকও উঠে আসবে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে। ছবিতে উঠে আসবে তিনটি সময়কাল। নটী বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি একজন সুপারস্টার ও আরেকজন পরিচালকের মধ্যের সম্পর্কও এই ছবির অনুষঙ্গ। ছবির সিংহভাগ শুটিং হবে নবদ্বীপে। তবে, কলকাতা এবং পুরীতেও শুটিংয়ের সম্ভাবনা রয়েছে। কবে থেকে শুটিং শুরু হবে তা এখনও জানা যায়নি ৷ তবে এই ছবি ঘিরে যথেষ্ট উচ্ছ্বসিত তারকারা ৷