কলকাতা, 26 মার্চ: বাংলা থিয়েটার জগৎকে সমৃদ্ধ করেছেন যাঁরা তাঁদের মধ্যে একজন শুভাশিস মুখোপাধ্যায়। থিয়েটারের পাশাপাশি সিনেমা, ধারাবাহিক, ওয়েব সিরিজে অবাধ বিচরণ অভিনেতার। সম্প্রতি হিন্দি ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ মুখ্যমন্ত্রী শীর্ষেন্দু চট্টোপাধ্যায়ের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। 27 মার্চ, বিশ্ব নাট্য দিবস উপলক্ষে বাংলা নাটকের হাল হকিকৎ নিয়ে খোলামেলা কথা অভিনেতার ৷
ইটিভি ভারত: আপনাদের সময়কার নাটকের সঙ্গে আজকের নাটকের কী পার্থক্য দেখতে পান?
শুভাশিস: থিয়েটার বরাবর যেমন ছিল তেমনই আছে। তবে বাংলা নাটকের ধরনে অনেক পরিবর্তন এসেছে। অভিনয়ের ধারা পাল্টেছে। কিন্তু যেটা সবথেকে খারাপ লাগে সেটা হল, আগে ভাষা ঠিক থাকত। এখন আর থাকে না। নাটকের তো একটা নিজস্ব ভাষা আছে। এখন সেটা কোথাও গিয়ে লঙ্ঘন করা হচ্ছে। সেই জায়গায় অনেক বেশি অশ্রাব্য শব্দ, চটুল শব্দ ব্যবহার করা হচ্ছে ৷ তা শুনেই মানুষ হাততালিতে ভরিয়ে দিচ্ছে অডিটোরিয়াম। অবাক হই মানুষের মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে। এর থেকে ন্যাক্কারজনক কিছু হতে পারে না। এই সবের খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত।
ইটিভি ভারত: তার মানে শালীনতা থাকছে না আর বাংলা নাটকে?
শুভাশিস: নাটক সবাই দেখে। তাই তাতে শালীনতা বজায় রাখা জরুরি। হয়ত অনেকে বলবেন তা হলে নবারুণ ভট্টাচার্যর নাটক নিয়ে কী বলবেন? হ্যাঁ ঠিকই ওনার নাটকে বেশ কিছু শব্দ আছে যেগুলো মঞ্চে যাওয়ার সময় তা পরিশীলিত হয়ে যাওয়া উচিত। মঞ্চের পরিবেশনায় শালীনতা অবশ্যই থাকতে হবে। সস্তা গিমিকের কোনও জায়গা নেই নাটকে। ভাষার ব্যাপারে অনেক বেশি সংযত হতে হবে আমাদের। সস্তা নাটক পরিবেশন করা বন্ধ করতে হবে। সুস্থ এবং রুচিশীল নাটক পরিবেশন করতে হবে, যা আগে বাংলার গ্রুপ থিয়েটারে মেনে চলা হত। যারা শালীনতা বজায় রাখছে না তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই।
ইটিভি ভারত: বাচ্চারা নাটক শিখতে আসছে আজকাল?
শুভাশিস: আসছে তো। ভালোই আসছে। অনেক নাটক দলও আছে যারা বাচ্চাদের শেখায়। অভিনয় তো রোজগারের পথও দেখায়। একটা সময় মানুষ ভাবতেই পারত না অভিনয় দিয়ে পেট চালানো যাবে। এখন সেই দিন আর নেই। থিয়েটার শিখে অনেকে সিনেমা সিরিয়ালেও কাজ করছে, রোজগার করছে। ছেলেমেয়েরা যে উচ্চশিক্ষা নেবে তাদের জন্য উপযুক্ত চাকরি কোথায়? এখন তাই অনেকেই ভাবছে লেখাপড়ার পাশাপাশি যদি অভিনয়টাও শিখে রাখা যায় তা হলে চাকরি না পেলে অন্তত অভিনয় করেও কিছু উপার্জন করতে পারবে। আর সেটা হচ্ছেও। অনেকেই সিরিয়ালে ভালো কাজ করছে, রোজগার করছে। শিশুদের নাটক শেখার আরেকটা ভালো দিক হল, এতে জীবনধারা, মানসিক গঠন ঠিকঠাক হয়। সঠিক মানুষ হওয়া যায়।
ইটিভি ভারত: থিয়েটারে অভিনয় করলে ভালো অভিনেতা হওয়া যায়। তাই থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে কি না জানতে চাওয়া হয়। এই ব্যাপারে আপনার মত?
শুভাশিস: একশোবার, থিয়েটার করলে যে কোনও অভিনেতার অভিনয়ের মান ভালো হয়। নিজেও কাজ করতে গিয়ে যখন কারওর অভিনয় ভালো লাগে, জিজ্ঞেস করি উনি থিয়েটার করেন কি না। যদি বলেন হ্যাঁ, তা হলে বন্ধুত্ব জমে যায়। কথা বলতে ভালো লাগে। পর্দায় অভিনয় করতে এসে টিকে থাকার ইচ্ছা থাকলে থিয়েটারটা করতে হবে আগে। তা হলে মান বাড়বে, কদর বাড়বে।
ইটিভি ভারত: অনেকদিন নাটকে দেখা যাচ্ছে না আপনাকে।
শুভাশিস: ব্যস্ততার জন্যই হয়নি। এখন আবার শুরু করেছি। কাজ করছি আমার স্ত্রী'র দল 'উষ্ণিক'-এ করি, 'চেতনা'য় করি আর 'পূর্ব পশ্চিম'-এ করি।
ইটিভি ভারত: 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার' -মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করলেন। কেমন ছিল জার্নি।
শুভাশিস: খুব ভালো অভিজ্ঞতা। ন্যাশনাল লেভেলে এই প্রথম কাজ আমার। তার উপরে হিন্দি ভাষায় কথা বলা, সবমিলিয়ে দারুণ অভিজ্ঞতা। মুম্বইয়ের কাস্টিং কোম্পানি থেকে আমায় জানানো হয় কাজটার কথা। তারপর সব ফর্মালিটি পার করার পর জানানো হয় আমি কাজটা করছি। ওরা শুটিংয়ের ডেট দিল। কলকাতায় একদিন কস্টিউম ট্রায়াল হল। তারপর শুরু হয়ে গেল। মুম্বই টিমের সঙ্গে কাজ করেও দারুণ লেগেছে আমার।