ETV Bharat / entertainment

50 বছরের সম্পর্কে ইতি ! প্রিয়জনকে হারালেন অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গ - STEVEN SPIELBERG PR MARVIN LEVY

মারভিন লেভি, বিনোদন ইতিহাসে একমাত্র পাবলিসিস্ট যিনি অস্কার সম্মানে সম্মানিত হয়েছেন ৷ সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে শোকপ্রকাশ পরিচালক স্টিভেন স্পিলবার্গের ৷

STEVEN SPEILBERG PUBLICIST
প্রয়াত অস্কারজয়ী পাবলিসিস্ট মারভিন লেভি (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 9, 2025 at 10:47 AM IST

3 Min Read

ওয়াশিংটন ডিসি, 9 এপ্রিল: পাঁচ দশকের বেশি ধরে অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গের যাবতীয় বক্তব্য বিবৃতি আকারে প্রকাশ করেছেন তিনি ৷ স্বনামধন্য পরিচালকের ছায়াসঙ্গী ছিলেন ৷ পরিচালক স্টিভেন স্পিলবার্গের পিআর মারভিন লেভি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থা পাবলিসিস্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷ জানা গিয়েছে, সোমবার অর্থাৎ 7 এপ্রিল প্রয়াত হয়েছেন লেভি ৷ কাছের মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ পরিচালক স্পিলবার্গের ৷

এক বিবৃতিতে স্বনামধন্য পরিচালক স্পিলবার্গ বলেন, "মারভিনের চলে যাওয়া আমার কাছে অপূরণীয় ক্ষতি ৷ বিনোদন জগতে অনেক প্রতিভাবান পিআর এক্সিকিউটিভ আছেন ৷ কিন্তু মারভিন সবার থেকে আলাদা ৷ বিগত 50 বছর ধরে লেভি আমার সঙ্গে কাজ করেছেন ৷ তিনি ভীষণ সৎ ছিলেন ৷ সম্মানীয় ব্যক্তি ছিলেন ৷ যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন তাঁরাই জানেন ৷ যখন সংবাদমাধ্যমকে হ্যান্ডেল করার বিষয় আসে তখন লেভির মতো দুর্দান্ত পিআর আর কেউ হতে পারেন না ৷"

পরিচালক আরও বলেন, "মিডিয়া এবং প্রদর্শনীর জগতের কাছে, মারভিন ছিলেন অ্যাম্বলিনের মুখ। আমরা সিনেমা তৈরির প্রক্রিয়ার বিপরীত প্রান্তে ছিলাম। যখনই আমি কোনও ছবির নির্মাণের শেষ প্রান্তে পৌঁছাতাম, মারভিনের কাজ তখনই শুরু হত। অসংখ্য সিনেমা, টিভি সিরিজ, অ্যাম্বলিন ইভেন্ট, পুরস্কার প্রচার এবং আমাদের জনসংযোগ কৌশলের মাধ্যম - নানা বিষয়েই মারভিন জীবন্ত হয়ে ওঠেন।"

স্পিলবার্গ তাঁকে একজন সৃজনশীল এবং উদ্ভাবনী প্রচারক হিসেবে অভিহিত করেছিলেন ৷ 2018 সালে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস লেভিকে অস্কার পুরস্কারে সম্মানিত করে ৷ স্পিলবার্গ স্মৃতির পাতা ঘেঁটে বলেন, "মারভিন নিজের কাজ পছন্দ করতেন ৷ ক্রিয়েটিভিটি ছিল তাঁর মধ্যে ৷ ছিলেন ইনোভেটিভ ৷ জ্ঞান ও সততার সঙ্গে কাজ করতেন ৷ তিনি জানতেন কীভাবে নতুন পন্থা অবলম্বন করে সিনেমাকে দর্শকদের কাছে আনা যায় ৷" পরিচালকের ছবির সাফল্যের নেপথ্যে মারভিনের বড় গুরুত্ব ছিল বলে জানান স্পিলবার্গ ৷

জানা যায়, লেভি স্পিলবার্গ পরিচালিত একাধিক ছবির প্রোমোশনের কাজ করেছেন ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'ইটি', 'জুরাসিক পার্ক', 'সেভিং প্রাইভেট রান', 'মিউনিখ', 'দ্য কালার পার্পল', 'লিনকোলা' ও 'ব্রিজ অফ স্পাইস' ৷ লেভির অন্যান্য অনবদ্য কাজের তালিকায় যেব সিনেমা রয়েছে, তারমধ্যে উল্লেখযোগ্য 'ব্যাক টু দ্য ফিউচার', 'হু ফ্রেমড রজার র‍্যাবিট', 'জিগি', 'বেন-হুর', 'ট্যাক্সি ড্রাইভার', 'ক্র্যামার ভার্সেস ক্র্যামার', 'সোফি'স চয়েস', 'মেন ইন ব্ল্যাক', 'ডিপ ইমপ্যাক্ট', 'শ্রেক' এবং 'গ্ল্যাডিয়েটর'। এর মধ্যে পাঁচটি সেরা ছবি হিসাবে অস্কার জিতেছে।

ডেডলাইন রিপোর্ট অনুযায়ী, অ্যাকাডেমি পুরস্কারের পাশাপাশি লেভির কর্মজীবনের স্বীকৃতির মধ্যে রয়েছে পাব্লিসিস্টস গিল্ডের সর্বোচ্চ সম্মান, লেস ম্যাসন পুরস্কা 95 বছর বয়সে অবসর গ্রহণ করেন। লেভির শেষকৃত্য সম্পন্ন হবে 11 এপ্রিল আমেরিকার সময় অনুযায়ী সকাল 10 টায় মাউন্ট সিনাইয়ে ৷

ওয়াশিংটন ডিসি, 9 এপ্রিল: পাঁচ দশকের বেশি ধরে অস্কারজয়ী পরিচালক স্টিভেন স্পিলবার্গের যাবতীয় বক্তব্য বিবৃতি আকারে প্রকাশ করেছেন তিনি ৷ স্বনামধন্য পরিচালকের ছায়াসঙ্গী ছিলেন ৷ পরিচালক স্টিভেন স্পিলবার্গের পিআর মারভিন লেভি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 96 বছর ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, অ্যাম্বলিন এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থা পাবলিসিস্টের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ৷ জানা গিয়েছে, সোমবার অর্থাৎ 7 এপ্রিল প্রয়াত হয়েছেন লেভি ৷ কাছের মানুষের মৃত্যুতে শোকপ্রকাশ পরিচালক স্পিলবার্গের ৷

এক বিবৃতিতে স্বনামধন্য পরিচালক স্পিলবার্গ বলেন, "মারভিনের চলে যাওয়া আমার কাছে অপূরণীয় ক্ষতি ৷ বিনোদন জগতে অনেক প্রতিভাবান পিআর এক্সিকিউটিভ আছেন ৷ কিন্তু মারভিন সবার থেকে আলাদা ৷ বিগত 50 বছর ধরে লেভি আমার সঙ্গে কাজ করেছেন ৷ তিনি ভীষণ সৎ ছিলেন ৷ সম্মানীয় ব্যক্তি ছিলেন ৷ যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন তাঁরাই জানেন ৷ যখন সংবাদমাধ্যমকে হ্যান্ডেল করার বিষয় আসে তখন লেভির মতো দুর্দান্ত পিআর আর কেউ হতে পারেন না ৷"

পরিচালক আরও বলেন, "মিডিয়া এবং প্রদর্শনীর জগতের কাছে, মারভিন ছিলেন অ্যাম্বলিনের মুখ। আমরা সিনেমা তৈরির প্রক্রিয়ার বিপরীত প্রান্তে ছিলাম। যখনই আমি কোনও ছবির নির্মাণের শেষ প্রান্তে পৌঁছাতাম, মারভিনের কাজ তখনই শুরু হত। অসংখ্য সিনেমা, টিভি সিরিজ, অ্যাম্বলিন ইভেন্ট, পুরস্কার প্রচার এবং আমাদের জনসংযোগ কৌশলের মাধ্যম - নানা বিষয়েই মারভিন জীবন্ত হয়ে ওঠেন।"

স্পিলবার্গ তাঁকে একজন সৃজনশীল এবং উদ্ভাবনী প্রচারক হিসেবে অভিহিত করেছিলেন ৷ 2018 সালে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস লেভিকে অস্কার পুরস্কারে সম্মানিত করে ৷ স্পিলবার্গ স্মৃতির পাতা ঘেঁটে বলেন, "মারভিন নিজের কাজ পছন্দ করতেন ৷ ক্রিয়েটিভিটি ছিল তাঁর মধ্যে ৷ ছিলেন ইনোভেটিভ ৷ জ্ঞান ও সততার সঙ্গে কাজ করতেন ৷ তিনি জানতেন কীভাবে নতুন পন্থা অবলম্বন করে সিনেমাকে দর্শকদের কাছে আনা যায় ৷" পরিচালকের ছবির সাফল্যের নেপথ্যে মারভিনের বড় গুরুত্ব ছিল বলে জানান স্পিলবার্গ ৷

জানা যায়, লেভি স্পিলবার্গ পরিচালিত একাধিক ছবির প্রোমোশনের কাজ করেছেন ৷ যার মধ্যে উল্লেখযোগ্য 'ইটি', 'জুরাসিক পার্ক', 'সেভিং প্রাইভেট রান', 'মিউনিখ', 'দ্য কালার পার্পল', 'লিনকোলা' ও 'ব্রিজ অফ স্পাইস' ৷ লেভির অন্যান্য অনবদ্য কাজের তালিকায় যেব সিনেমা রয়েছে, তারমধ্যে উল্লেখযোগ্য 'ব্যাক টু দ্য ফিউচার', 'হু ফ্রেমড রজার র‍্যাবিট', 'জিগি', 'বেন-হুর', 'ট্যাক্সি ড্রাইভার', 'ক্র্যামার ভার্সেস ক্র্যামার', 'সোফি'স চয়েস', 'মেন ইন ব্ল্যাক', 'ডিপ ইমপ্যাক্ট', 'শ্রেক' এবং 'গ্ল্যাডিয়েটর'। এর মধ্যে পাঁচটি সেরা ছবি হিসাবে অস্কার জিতেছে।

ডেডলাইন রিপোর্ট অনুযায়ী, অ্যাকাডেমি পুরস্কারের পাশাপাশি লেভির কর্মজীবনের স্বীকৃতির মধ্যে রয়েছে পাব্লিসিস্টস গিল্ডের সর্বোচ্চ সম্মান, লেস ম্যাসন পুরস্কা 95 বছর বয়সে অবসর গ্রহণ করেন। লেভির শেষকৃত্য সম্পন্ন হবে 11 এপ্রিল আমেরিকার সময় অনুযায়ী সকাল 10 টায় মাউন্ট সিনাইয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.