কলকাতা, 23 মার্চ: শনিবার থেকে শুরু হয়েছে চলতি বছরের আইপিএল ৷ আলোর রোশনাই আর জমকালো অনুষ্ঠানে ভেসেছে ইডেন গার্ডেন্স ৷ কেকেআর এবং আরসিবি-র প্রথম ম্যাচ শুরুর আগে একটি ব্র্যান্ডের প্রোমোশনে এসে আইপিএল ঘিরে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখীন হন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । নতুন হিন্দি ওয়েব সিরিজ 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এর প্রোমোশনাল ভিডিয়োতে নিজের অভিনয় নিয়েও মুখ খুললেন মহারাজ ।
প্রশ্ন: এবারের আইপিএল-এ আপনার পছন্দের দল কোনটা ?
সৌরভ: আইপিএল-এ কেউ ফেভারিট হয় না ৷ এত বড় টুর্নামেন্ট, সব দলই ভীষণ স্ট্রং । কুড়ি ওভারে যারা সবথেকে ভালো খেলবে তারাই সেরা । তারাই জিতবে । সব দলই শক্তিশালী । মুম্বই, দিল্লি, চেন্নাই, পঞ্জাব, আরসিবি কেউ কারও থেকে কম নয় । আরসিবি-তে বিরাট কোহলি আছে । যেখানে বিরাট আছে, সেই টিম তো স্ট্রং হবেই । দেখা যাক কে এই লম্বা টুর্নামেন্টে শেষ জয়ের হাসি হাসে ৷ যারা প্রেশার হ্যান্ডল করতে পারবে তারাই এগিয়ে যাবে । আগের মতো এবারও সবাই একই প্ল্যাটফর্ম থেকে শুরু করবে ।
প্রশ্ন: ওপেনিং ম্যাচ কি বরুণ বনাম কোহলির ?
সৌরভ: একেবারেই না । এটা কোনও দুজনের খেলা নয় । এটা 11 ভার্সেস 11-র খেলা । দুই দলেই ভালো খেলোয়াড় আছে । আন্দ্রে রাসেল এই সিজনে কতটা পাওয়ার হিটিং করতে পারে সেটাই দেখার ৷ আরসিবি-তে আছে তরুণ ক্যাপ্টেন রজত পাতিদার ।
প্রশ্ন: বলে স্যালাইভা ব্যবহার করা যাচ্ছে । এটা নিয়ে আপনি কী বলবেন ?
সৌরভ: দেখুন, স্যালাইভা আগেও ব্যবহার করা হত । মাঝে কোভিডের কারণে বন্ধ হয়ে যায় । এখন আর সেই দিন নেই। তাই স্যালাইভা পুনরায় ব্যবহার করা চালু হয়েছে । এ কোনও নতুন খবর নয় ।
প্রশ্ন: 'খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার'-এ আপনাকে প্রোমোশনাল ভিডিয়োতে দেখা গিয়েছে । কেমন অভিজ্ঞতা ছিল সেটা ?
সৌরভ: দুর্দান্ত অভিজ্ঞতা । কেমন করেছি আমি ? ভালো লেগেছে আপনাদের ? আমি কত ট্যালেন্টেড ভাবুন (সহাস্যে) তো ! খুব ভালো একটা ওয়েব সিরিজ । আমিও দেখে নিয়েছি ।