হায়দরাবাদ, 21 জুন: নির্ধারিত দিনেই সাত পাঁকে বাধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল ৷ 23 জুন সারাজীবনের সঙ্গী হিসাবে একে অপরকে 'কবুল' করতে চলেছেন তাঁরা ৷ এরই মধ্যে প্রথমবার হবুজামাই জাহিরের সঙ্গে শত্রুঘ্ন সিনহা সেরে ফেলেন বিশেষ সাক্ষাৎ৷ পাপারাৎজিদের সামনে দু'জনেই মিষ্টি করে দিলেন পোজও ৷
আসলে, বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল, মেয়ের পছন্দের পাত্রকে নাকি পছন্দ নয় বাবা শত্রুঘ্ন সিনহার ৷ এমনকী, মেয়ে বিয়ে নিয়ে কোনও রকম আলোচনা না-করার গোঁসা হয়েছিল তাঁর ৷ তবে বাবা তো বাবাই হয় ৷ তাই সব দূরত্ব মুছে ফেলে মেয়ের জীবনের বিশেষ দিনে মেতে উঠতে প্রস্তুত ৷
পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হওয়া বিশেষ মুহূর্তের সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সেখানে দেখা যায়, শক্রঘ্ন ও জাহির প্রথমবার একে অপরকে জড়িয়ে ধরেন ৷ এরপর ক্যামেরার সামনে পোজও দেন ৷ এমনকী, অভিনেতা শক্রঘ্নকে ফটোগ্রাফারদের আবদারে নিজের আইকনিক সংলাপ 'খামোশ' বলতেও শোনা যায় ৷
এরপর মেয়ে সোনাক্ষীর বিয়ের আনন্দ প্রকাশ করতে দেখা যায় বাবা শক্রঘ্নকে ৷ এর আগে এক সাক্ষাৎকারে মেয়ের বিয়ের প্রসঙ্গে শক্রঘ্ন বলেন, "আমাকে বলুন, এটা কার জীবন? আসলে এটা আমার একমাত্র মেয়ের জীবন ৷ যাঁর জন্য আমি গর্বিত ৷ সে আমাকে তাঁর জীবনের একটা শক্ত পিলার মনে করে ৷ আমি অবশ্যই আমার মেয়ে সোনাক্ষীর বিয়েতে অংশগ্রহণ করব ৷"
নেপোটিজম বিতর্ক অতীত ! আজ হিন্দি বিনোদনের নক্ষত্র শত্রুঘ্ন কন্য়া সোনাক্ষী
মূলত, বিয়ের দু'দিন আগে জাহিরের সঙ্গে দেখা গিয়েছে সোনাক্ষীকে ৷ এদিন তাঁকে দেখা গিয়েছে, সাদা রঙের পোশাকে ৷ পাশাপাশি জাহিরকে দেখা যায় কালো রঙের টি-শার্ট ও প্যান্টে ৷ দীর্ঘ সাত বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জাহির-সোনাক্ষী ৷ মুম্বইয়ে 23 জুন কাছের মানুষদের সঙ্গে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুই 'লাভ বার্ড' ৷