হায়দরাবাদ, 24 মে: অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন ধরেই ৷ মাত্র 54 বছর বয়সে প্রয়াত 'আর রাজকুমার', 'সন অফ সর্দার' খ্যাত অভিনেতা মুকুল দেব ৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন ৷ আচমকা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ বলিউড তারকাদের ৷ শোকে পাথর অভিনেতার ভাই রাহুল দেব ।
অভিনেতা নীল নিতেন মুকেশ এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি লেখেন, "মুকুলের আচমকা চলে যাওয়ায় গভীরভাবে আহত ৷ পাওয়ার হাউস পারফর্মার ছিলেন তিনি ৷ একজন ভালো মনের মানুষ ছিলেন ৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ ওম শান্তি ৷" জানা গিয়েছে, শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা ৷ তবে বন্ধুদের কাছে খবর আসে শনিবার সকালে ৷
Really upset with the sad news of dear Mukul leaving us so soon. A powerhouse performer and a lovely person. My deepest condolences to @RahulDevRising @mugdhagodse267 and the entire family. God be with you all during these tough times. 🙏🏻🙏🏻🙏🏻. Om Shanti. pic.twitter.com/48ARopc9vk
— Neil Nitin Mukesh (@NeilNMukesh) May 24, 2025
শোনামাত্রই অভিনেতার বাড়িতে পৌঁছে যান তারকা বন্ধুরা ৷ অভিনেত্রী দীপশিখা নাগপাল মুকুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ৷ তিনি সোশাল মিডিয়ায় মুকুলের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন ৷ অভিনেত্রী ছবির মধ্যে লেখেন, "বিশ্বাস করতে পারছি না ৷ রেস্ট ইন পিস ৷" শেষবার মুকুল দেবকে দেখা গিয়েছে 'অন্ত দ্য এন্ড' ছবিতে ভাই রাহুল দেবের সঙ্গে ৷ অন্যদিকে, বাংলার অভিনেতা জিতের সঙ্গেও একটি বাংলা ছবিতে কাজ করেছেন মুকুল ৷ সিনেমার ছিল 'আওয়ারা' ৷ 2012 সালে মুক্তি পায় সেই সিনেমা ৷

Rest in peace my brother #MukulDev ! The time spent with you will always be cherished and #SonOfSardaar2 will be your swansong where you will spread joy and happiness to the viewers and make them fall down laughing ! pic.twitter.com/oyj4j7kqGU
— Vindu Dara Singh (@RealVinduSingh) May 24, 2025
মুকুলের পরিবার
নয়াদিল্লিতে পাঞ্জাবি পরিবারে জন্ম মুকুলের ৷ তাঁর বাবা-মা ছিলেন জলন্ধরের ৷ তাঁর বাবা হরি দেব ছিলেন অ্যাসিসট্যান্ট কমিশনার অফ পুলিশ ৷ তিনিই মুকুলকে আফগান সংস্কৃতির সঙ্গে পরিচয় করান ৷ মুকুলের বাবা পস্তো ও পার্সিয়ান ভাষায় কথা বলতে পারতেন ৷
সিনেমা কেরিয়ার
মাত্র 8 বছর বয়সে তিনি জীবনের প্রথম চেক পান ৷ দুরদর্শনে এক ডান্স শোয়ে মাইকেল জ্যাকসনের নাচ করে সকলকে মুগ্ধ করেন ৷ অভিনয়ে আসার আগে তিনি ইন্দিরা গান্ধি রাষ্ট্রীয় উড়ান অ্যাকাডেমি থেকে পাইলটের প্রশিক্ষণ নিয়েছেন ৷ 1996 সালে টেলিভিশন ধারাবাহিক 'মুমকিন' দিয়ে হাতে খড়ি মুকুলের ৷ সেই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল বিজয় পাণ্ডে ৷
RIP Mukul bhai 💔
— sonu sood (@SonuSood) May 24, 2025
You were a gem. Will always miss you.
Stay strong @RahulDevRising bhai. pic.twitter.com/o0ER978euR
এরপর 'দস্তক' ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি ৷ সিনেমার তালিকায় রয়েছে, 'ওয়াজুদ', 'কিলা', 'মুঝে মেরি বিবি সে বাঁচাও', 'প্যায়ার জিন্দা হ্যায়', 'কভি কভি প্যায়ার কভি কভি ইয়ার', 'বচ্চন', ক্রিয়েচার 3ডি, 'ইয়ামলা পাগলা দিওয়ানা'র মতো সিনেমা ৷ তবে দর্শকদের কাছে বেশি জনপ্রিয় হন 'সন অফ সর্দার', 'আর রাজকুমার', 'জয় হো' সিনেমার জন্য ৷
It’s impossible to put into words what I’m feeling. Mukul was a brother in spirit, an artist whose warmth and passion were unmatched. Gone too soon, too young. Praying for strength and healing for his family and everyone grieving this loss. Miss you meri jaan…until we meet… pic.twitter.com/grfN3XKz7b
— manoj bajpayee (@BajpayeeManoj) May 24, 2025
'আর রাজকুমার' ছবিতে মুকুলকে দেখা গিয়েছে শাহিদ কাপুরের বন্ধুর ভূমিকায় ৷ সেই চরিত্রের জন্য তিনি দর্শকদের প্রশংসা পেয়েছেন ৷ পাশাপাশি 'সন অফ সর্দার 2' ছবিতেও অভিনয় করেছেন মুকুল দেব ৷ তবে সেই ছবি এখনও মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে ৷ অন্যদিকে, 'ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া সিজন 1'-এর সঞ্চালক ছিলেন মুকুল ৷ এত কম বয়সে অভিনেতা মুকুলের প্রয়াণে শোকে আচ্ছন্ন বলিউড ৷