কলকাতা, 12 অগস্ট: বাংলা ছবিতে বহুরূপে ফিরছেন অভিনেতা সোহম চক্রবর্তী। ছবির নাম 'বহুরূপ'। পরিচালক আকাশ মালাকার। জানা গিয়েছে সোহমের মধ্যে সাতজন অভিনেতাকে দেখতে পাবে দর্শক।
'বহুরূপ' একজন অভিনেতার গল্প বলবে। সেই অভিনেতার গল্প যে নিজেকে হারিয়ে ফেলেছে কোনও এক চরিত্রের অন্ধকারে। এই ছবিতে সোহমের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা পাল। বাংলাদেশের শাকিব খান, দেবের পর এবার সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন ইধিকা। ছোট পর্দার মাধ্যমে শুরু হয়েছিল জার্নি। এবার তাঁকে দেখা যাবে সোহমের বিপরীতে ৷
পরিচালক আকাশ মালাকারের এটি দ্বিতীয় ছবি। তাঁর কথায়, "থ্রিল ছাড়াও ভালোবাসা এবং নানান ইমোশনে ভরা এই ছবি দর্শকদের কাছে পৌঁছে দেওয়াটা সত্যিই একটা মারাত্মক ব্যাপার । এই প্রথম দর্শক একই ছবিতে একই অভিনেতাদের ভিন্ন ভিন্ন চরিত্রে দেখবে যেটা এর আগে হয়নি ৷ তাই বিগত দু'বছর ধরে আমি নানান ভাবে গুছিয়েছি এই গল্প । মাথায় রেখেছি মেইন স্ট্রিম ঘরানাকে । মানুষ তাঁর হিরোকে লার্জার দ্যান লাইফ হিসেবে দেখতে চায় আর এটা ভেবেই এই ছবি তৈরি করেছি । কোথাও যেন মানুষের একঘেয়ে না লাগে সেটাও ভাবতে হয়েছে। এটা কোনও অফবিট লাইন আপ স্টোরি নয় ৷ টোটালি কমার্শিয়াল ঘরানায় মারাত্মক থ্রিল আর মার্ডার মিস্ট্রি নিয়ে তৈরি হবে এই ছবি।"
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, রজতাভ দত্ত, ভরত কল, দেবলীনা দত্ত, রাজা দত্ত, গোপাল তালুকদার, রাজু মজুমদার-সহ আরও অনেকে। অভিনেতার লুকের দিকটি সামলাচ্ছেন সোমনাথ কুণ্ডু। তিনি বলেন, "একই ছবিতে এত গুলো লুক একইজনকে দেওয়া বেশ চ্যালেঞ্জিং আমার কাছে।" সিনেমায় একজন অভিনেতার যে অক্লান্ত পরিশ্রম, হোম ওয়ার্ক লুকিয়ে থাকে তা এবার উঠে আসবে এই ছবির মাধ্যমে। 'অমানুষ'-এর পর এই ছবিটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন সোহম চক্রবর্তী। এহেন ভাঙাগড়ার কাজ অনেক দিন পর করবেন বলে আশাবাদী সোহম। ইধিকাকেও দেখা যাবে নানারূপে, এমনই খবর।
এসবি ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট-এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। ছবির প্রোডিউসার চন্দন কান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস। তাঁদের কথাতেও বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে 'বহুরূপ' অবশ্যই একটা ছাপ ফেলবে। এবার সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই দর্শক দরবারে আসবে এই ছবি।