ETV Bharat / entertainment

বক্সঅফিসে গর্জন সিংঘমের, তিনদিনেই রেকর্ড আয় ছবির - SINGHAM AGAIN BOX OFFICE COLLECTION

রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্স আবারও বক্সঅফিসে সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে ৷ তিনদিনেই 'সিংঘম এগেইন' ছবির রেকর্ড আয় ৷

Singham Again Box Office Collection
তিনদিনেই রেকর্ড আয় 'সিংঘম এগেইন' ছবির (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 4, 2024, 1:07 PM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: বক্সঅফিস দখল প্রতিযোগিতায় লম্বা দৌড় অজয় দেবগণের 'সিংঘম এগেইন' ছবির ৷ রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্সের কাছে হরর-কমেডি 'ভুল ভুলাইয়া 3'-কে বেশ বেগ পেতে হচ্ছে ৷ মাত্র তিনদিনেই সিংঘমের রেকর্ড আয় ৷ উইকএন্ডেই এই ছবি ঢুকে গিয়েছে 100 কোটির ক্লাবে ৷ পাশাপাশি অজয় দেবগণের কেরিয়ারে কোনও ছবি এত দ্রুত কোটির ক্লাবে ঢুকেছে বলে জানা গিয়েছে ৷

সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (তৃতীয় দিন)

ছবির টিকিট বিক্রি দেখে অনুমান করা হয়েছিল 'সিংঘম এগেইন' ভারতে প্রথম তিনদিনে 121 কোটি টাকা আয় করে ফেলবে ৷ আর অনুমানই সত্যি হল ৷ দ্রুত এই ছবি কোটির ক্লাবে ঢুকে পড়ায় অজয়ের কেরিয়ারে যোগ হল নতুন মাইলস্টোন ৷ প্রথমদিনই ছবির আয় হয়েছিল 43.50 কোটি টাকা ৷

দুদিনে ছবির আয় একটু কমে হয়েছে 86 কোটি টাকা ৷ তৃতীয় দিনে ছবির ঘরে ঢুকেছে 35 কোটি টাকা ৷ সবমিলিয়ে 121 টাকা তুলে নিয়েছে 'সিংঘম এগেইন' ৷ তবে শনিবার এই ছবি দেখার যে হাইক ছিল তা কিন্তু রবিবার কমে গিয়েছে ৷ ভাইফোঁটার কারণে যেখানে আয় বেশি হওয়ার কথা ছিল ৷ সেই তুলনায় কিছুটা ভাটা পড়েছে ৷

সিংঘম এগেইন বক্সঅফিস উইকেন্ড কালেকশন

প্রথম দিন- 43.5 কোটি টাকা

দ্বিতীয় দিন- 42.5 কোটি টাকা

তৃতীয় দিন- 35 কোটি টাকা

মোট- 121 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স- স্যাকনিল্ক)

ছবির আয়ের গতি দেখে মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই এই ছবি বাজেট অনুযায়ী 300 কোটি টাকা তুলে নিতে পারবে ৷ এখন দেখা যাক, আগামী দিনগুলিতে বক্সঅফিসে কতটা ছাপ ফেলে সিংঘম এগেইন ৷

হায়দরাবাদ, 4 নভেম্বর: বক্সঅফিস দখল প্রতিযোগিতায় লম্বা দৌড় অজয় দেবগণের 'সিংঘম এগেইন' ছবির ৷ রোহিত শেঠ্ঠীর কপ ইউনিভার্সের কাছে হরর-কমেডি 'ভুল ভুলাইয়া 3'-কে বেশ বেগ পেতে হচ্ছে ৷ মাত্র তিনদিনেই সিংঘমের রেকর্ড আয় ৷ উইকএন্ডেই এই ছবি ঢুকে গিয়েছে 100 কোটির ক্লাবে ৷ পাশাপাশি অজয় দেবগণের কেরিয়ারে কোনও ছবি এত দ্রুত কোটির ক্লাবে ঢুকেছে বলে জানা গিয়েছে ৷

সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (তৃতীয় দিন)

ছবির টিকিট বিক্রি দেখে অনুমান করা হয়েছিল 'সিংঘম এগেইন' ভারতে প্রথম তিনদিনে 121 কোটি টাকা আয় করে ফেলবে ৷ আর অনুমানই সত্যি হল ৷ দ্রুত এই ছবি কোটির ক্লাবে ঢুকে পড়ায় অজয়ের কেরিয়ারে যোগ হল নতুন মাইলস্টোন ৷ প্রথমদিনই ছবির আয় হয়েছিল 43.50 কোটি টাকা ৷

দুদিনে ছবির আয় একটু কমে হয়েছে 86 কোটি টাকা ৷ তৃতীয় দিনে ছবির ঘরে ঢুকেছে 35 কোটি টাকা ৷ সবমিলিয়ে 121 টাকা তুলে নিয়েছে 'সিংঘম এগেইন' ৷ তবে শনিবার এই ছবি দেখার যে হাইক ছিল তা কিন্তু রবিবার কমে গিয়েছে ৷ ভাইফোঁটার কারণে যেখানে আয় বেশি হওয়ার কথা ছিল ৷ সেই তুলনায় কিছুটা ভাটা পড়েছে ৷

সিংঘম এগেইন বক্সঅফিস উইকেন্ড কালেকশন

প্রথম দিন- 43.5 কোটি টাকা

দ্বিতীয় দিন- 42.5 কোটি টাকা

তৃতীয় দিন- 35 কোটি টাকা

মোট- 121 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা সোর্স- স্যাকনিল্ক)

ছবির আয়ের গতি দেখে মনে করা হচ্ছে চলতি সপ্তাহেই এই ছবি বাজেট অনুযায়ী 300 কোটি টাকা তুলে নিতে পারবে ৷ এখন দেখা যাক, আগামী দিনগুলিতে বক্সঅফিসে কতটা ছাপ ফেলে সিংঘম এগেইন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.