ETV Bharat / entertainment

রিয়ালিটি শো-তে এখন সবই স্ক্রিপ্টেড ? বিচার বিবেচনা নিয়ে সোজাসাপটা রূপরেখা - RUPREKHA BANERJEE INTERVIEW

রূপরেখার জানান, "বিচারকরা এখনকার মতো অহরহ প্রতিযোগীর সামনে চলে আসতেন না বা কারওকে প্রতিশ্রুতি দিয়ে ফেলতেন না।"

Ruprekha Banerjee
সঙ্গীতশিল্পী রূপরেখা বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 3, 2025 at 10:12 AM IST

Updated : June 3, 2025 at 3:35 PM IST

3 Min Read

কলকাতা, 3 জুন: সালটা 2005। প্রথম রিয়ালিটি শো-র মঞ্চে পা রাখেন আগরপাড়ার মেয়ে রূপরেখা বন্দ্যোপাধ্যায় (Ruprekha Banerjee)। মুম্বইয়ের 'ফেম গুরুকুল' (Fame Gurukul)-এ জাভেদ আখতার, কেকে এবং শঙ্কর মহাদেবনের বিচারে সেই সফরে যৌথভাবে তৌকিরের সঙ্গে জয়ী হন রূপরেখা। বাংলা সমৃদ্ধ হয় রূপরেখার জয়ে। এরপরে থেমে থাকেনি রূপরেখার জার্নি।

2006 সালে, বিশাল দাদলানি, শেখর রাভজিয়ানি এবং ফারাহ খানের পর্যালোচনার পর, তিনি 'জো জিতা ওহি সুপার স্টার'-এ একটি বিশেষ পর্বের জন্য নির্বাচিত হন। অংশ নেন 'রয়্যাল বেঙ্গল সুপারস্টার'-এ। ফেম গুরুকুলে জয়ের পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। এর মাঝে বাংলা ও ভোজপুরি, গুজরাতি গানের রেকর্ড করেন তিনি। বিক্রম ঘোষ, অশোক ভদ্র, জয় সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন রূপরেখা। চাইছিলেন এমন কোনও গান, যার মাধ্যমে সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যেতে পারেন তিনি। সময়টা দেরিতে এলেও এলো। টি-সিরিজ (T-Series) থেকে রিলিজ করেছে রূপরেখার কণ্ঠে নতুন হিন্দি গান 'তুম'।

রিয়ালিটি শো-এর মাধ্যমেই গানের দুনিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি। সেই সময়ে 'ফেম গুরুকুল' ছিল প্রকৃত অর্থেই একটি গুরুকুল। সর্বক্ষণই ক্যামেরার সামনে থাকতে হত প্রতিযোগীদের। নানা অ্যাকটিভিটির মধ্যে চলত সারাটা দিন। রূপরেখা বলেন, "তখন আমাদের কিছুই স্ক্রিপ্টেড থাকত না। আর এখন তো সবটাই স্ক্রিপ্টেড। তখন একটা বেসিক প্ল্যান থাকত। সেভাবে এগোতাম। প্ল্যান তো একটা থাকবেই। না হলে এগোব কীভাবে। কিন্তু বিচারটা নিপাট ছিল। শুধু ভোট নয়। এখন তো ভোটের উপরেই বেশি নির্ভর করে বিচার বিবেচনা।"

রূপরেখা আরও বলেন, "ফেম গুরুকুলে আমরা সারাদিন ক্যামেরার সামনে থাকতাম। কখনও বক্সিং করেছি আবার কখনও ওকালতি করেছি, তর্ক করেছি। গান তো ছিলই, ছিল ফিজিক্যাল এক্সারসাইজ সহ আরও কত কী।" রূপরেখার কাছে ইতিমধ্যেই একটি চ্যানেল থেকে জনপ্রিয় রিয়ালিটি শো'র বিচারক হিসেবে মঞ্চে থাকার অনুরোধ এসেছে। এখনও পাকাপাকিভাবে কথা এগোয়নি বলে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে নারাজ তিনি।

রূপরেখার কথায়, "এই কয়েক বছর নিজের সাধনা জারি রেখেছি। অনেক শো করেছি। কিন্তু যে গানের মধ্যে দিয়ে জনগণের দরবারে পৌঁছে যেতে পারব সেরকম কোনও সুযোগ আমার কাছে আসেনি। তাই এতটা দেরিতে শ্রোতা আমাকে পাচ্ছেন।" রূপরেখা ফিরে যান 'ফেম গুরুকুল'-এর সেই সব দিনে। বলেন, "কেকে, জাভেদ আখতার জি, শঙ্কর মহাদেবন জি সকলেই আমাকে স্নেহ করতেন। তখন বিচারকরা আমাদের থেকে অনেকটা দূরে বসতেন। কারওর গান খুব ভালো হলে স্টেজে আসতেন। এখনকার মতো অহরহ প্রতিযোগীর সামনে চলে আসতেন না বা কারওকে প্রতিশ্রুতি দিয়ে ফেলতেন না।" গানে এ আই-এর ব্যবহার প্রসঙ্গে বলেন, "অনেক কারুকাজ এআই করে। কিন্তু সেই ফিলিংস আনার ক্ষমতা তার নেই।"

কলকাতা, 3 জুন: সালটা 2005। প্রথম রিয়ালিটি শো-র মঞ্চে পা রাখেন আগরপাড়ার মেয়ে রূপরেখা বন্দ্যোপাধ্যায় (Ruprekha Banerjee)। মুম্বইয়ের 'ফেম গুরুকুল' (Fame Gurukul)-এ জাভেদ আখতার, কেকে এবং শঙ্কর মহাদেবনের বিচারে সেই সফরে যৌথভাবে তৌকিরের সঙ্গে জয়ী হন রূপরেখা। বাংলা সমৃদ্ধ হয় রূপরেখার জয়ে। এরপরে থেমে থাকেনি রূপরেখার জার্নি।

2006 সালে, বিশাল দাদলানি, শেখর রাভজিয়ানি এবং ফারাহ খানের পর্যালোচনার পর, তিনি 'জো জিতা ওহি সুপার স্টার'-এ একটি বিশেষ পর্বের জন্য নির্বাচিত হন। অংশ নেন 'রয়্যাল বেঙ্গল সুপারস্টার'-এ। ফেম গুরুকুলে জয়ের পর কেটে গিয়েছে অনেকগুলো বছর। এর মাঝে বাংলা ও ভোজপুরি, গুজরাতি গানের রেকর্ড করেন তিনি। বিক্রম ঘোষ, অশোক ভদ্র, জয় সরকার, ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন রূপরেখা। চাইছিলেন এমন কোনও গান, যার মাধ্যমে সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে যেতে পারেন তিনি। সময়টা দেরিতে এলেও এলো। টি-সিরিজ (T-Series) থেকে রিলিজ করেছে রূপরেখার কণ্ঠে নতুন হিন্দি গান 'তুম'।

রিয়ালিটি শো-এর মাধ্যমেই গানের দুনিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি। সেই সময়ে 'ফেম গুরুকুল' ছিল প্রকৃত অর্থেই একটি গুরুকুল। সর্বক্ষণই ক্যামেরার সামনে থাকতে হত প্রতিযোগীদের। নানা অ্যাকটিভিটির মধ্যে চলত সারাটা দিন। রূপরেখা বলেন, "তখন আমাদের কিছুই স্ক্রিপ্টেড থাকত না। আর এখন তো সবটাই স্ক্রিপ্টেড। তখন একটা বেসিক প্ল্যান থাকত। সেভাবে এগোতাম। প্ল্যান তো একটা থাকবেই। না হলে এগোব কীভাবে। কিন্তু বিচারটা নিপাট ছিল। শুধু ভোট নয়। এখন তো ভোটের উপরেই বেশি নির্ভর করে বিচার বিবেচনা।"

রূপরেখা আরও বলেন, "ফেম গুরুকুলে আমরা সারাদিন ক্যামেরার সামনে থাকতাম। কখনও বক্সিং করেছি আবার কখনও ওকালতি করেছি, তর্ক করেছি। গান তো ছিলই, ছিল ফিজিক্যাল এক্সারসাইজ সহ আরও কত কী।" রূপরেখার কাছে ইতিমধ্যেই একটি চ্যানেল থেকে জনপ্রিয় রিয়ালিটি শো'র বিচারক হিসেবে মঞ্চে থাকার অনুরোধ এসেছে। এখনও পাকাপাকিভাবে কথা এগোয়নি বলে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করতে নারাজ তিনি।

রূপরেখার কথায়, "এই কয়েক বছর নিজের সাধনা জারি রেখেছি। অনেক শো করেছি। কিন্তু যে গানের মধ্যে দিয়ে জনগণের দরবারে পৌঁছে যেতে পারব সেরকম কোনও সুযোগ আমার কাছে আসেনি। তাই এতটা দেরিতে শ্রোতা আমাকে পাচ্ছেন।" রূপরেখা ফিরে যান 'ফেম গুরুকুল'-এর সেই সব দিনে। বলেন, "কেকে, জাভেদ আখতার জি, শঙ্কর মহাদেবন জি সকলেই আমাকে স্নেহ করতেন। তখন বিচারকরা আমাদের থেকে অনেকটা দূরে বসতেন। কারওর গান খুব ভালো হলে স্টেজে আসতেন। এখনকার মতো অহরহ প্রতিযোগীর সামনে চলে আসতেন না বা কারওকে প্রতিশ্রুতি দিয়ে ফেলতেন না।" গানে এ আই-এর ব্যবহার প্রসঙ্গে বলেন, "অনেক কারুকাজ এআই করে। কিন্তু সেই ফিলিংস আনার ক্ষমতা তার নেই।"

Last Updated : June 3, 2025 at 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.