ETV Bharat / entertainment

দেওয়ালেরও কি কান আছে ? উত্তরের খোঁজে শিলাজিৎ-রিমঝিম - DEWALER O ACHE KAAN SONG

রাজকুমার সেনগুপ্তের কথা ও সুরে নববর্ষে আসছে মজার গান ৷ থাকছেন শিলাজিৎ মজুমদার ও রিমঝিম মিত্র ৷

Etv Bharat
নববর্ষে আসছে মজার গান (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 10, 2025 at 5:10 PM IST

2 Min Read

হায়দরাবাদ, 10 এপ্রিল: কথায় কথায় অনেকেই বলেন, 'আরে দেওয়ালের কান আছে..' ৷ কিন্তু সত্যিই কী তাই ? সেই উত্তর খুঁজতেই আসরে নামছেন গায়ক শিলাজিৎ মজুমদার ও অভিনেত্রী রিমঝিম মিত্র ৷ নববর্ষের আমেজে বাঙালি দর্শকদের জন্য নতুন উপহার সুরকার-গীতিকার রাজকুমার সেনগুপ্তের ৷ আসছে নতুন গান 'দেওয়ালের ও আছে কান...' ৷

রাজকুমার বলেন, "একটা আন্তর্জাতিক সিনেমা দেখে এই আইডিয়া মাথায় আসে ৷ আসলে দেওয়ালের কান আছে ৷ সে আমাদের সব কথার সাক্ষী ৷ ঝগড়া, চিৎকার হোক বা প্রেম-ভালোবাসা কিংবা রাগ-অভিমান, সবকিছু শোনে ঘরের ওই চার দেওয়াল ৷" শিলাজিৎকে এই গানে কেন নেওয়া হয়েছে ? এই প্রশ্নে সুরকার-গীতিকারের স্পষ্ট জবাব, এমন গান তিনি ছাড়া আর কেউ গাইতে পারবেন না ৷

গানের রেকর্ডিং হয়েছে স্টুডিয়ো মিউজিক্যাল ডোর্সে ৷ গানটি বিশ্বব্যাপি মুক্তি পাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেকর্ডস ইউটিউব চ্যানেলে ৷ অর্থাৎ গানটির ডিজিটাল রিলিজ হবে ৷ এছাড়াও অন্যান্য মিউজিক্যাল অ্যাপেও শোনা যাবে এই গান ৷রাজকুমার, বিগত 25 বছরের বেশি সময় ধরে গানের জগতের সঙ্গে যুক্ত ৷ 1999 সালে গানের জগতে যাত্রা শুরু ৷ অমিত দত্তের ভাই মনোজিৎ (কচু) দত্তের সঙ্গে মিউজিশিয়ান হিসাবে কাজ করতেন ৷ ওরিয়েন্ট এক্সপ্রেস নামে এক ব্র্যান্ডে কাজ করতেন ৷ অঞ্জন দত্তের সঙ্গে প্রায় 7 বছর কাজ করেছেন মিউজিশিয়ান হিসাবে ৷

2012 সালে তৈরি করেন নিজস্ব ব্র্যান্ড ৷ এছাড়াও কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়, অনুপম রায়ের সঙ্গে ৷ গান গেয়েছেন লগ্নজিতার সঙ্গেও ৷ অরিন্দম চক্রবর্তীর 'আষাঢ়ে গপ্পো' সিনেমায় মিউজিকের দায়িত্ব সামলেছেন রাজকুমার ৷ 2016 সালে পাড়ি দেন মুম্বইয়ে ৷ সেখানে একাধিক অ্যালবামে গান সম্পাদনা থেকে সুর দেওয়ার কাজে এগিয়ে রয়েছেন রাজুকুমার ৷

হায়দরাবাদ, 10 এপ্রিল: কথায় কথায় অনেকেই বলেন, 'আরে দেওয়ালের কান আছে..' ৷ কিন্তু সত্যিই কী তাই ? সেই উত্তর খুঁজতেই আসরে নামছেন গায়ক শিলাজিৎ মজুমদার ও অভিনেত্রী রিমঝিম মিত্র ৷ নববর্ষের আমেজে বাঙালি দর্শকদের জন্য নতুন উপহার সুরকার-গীতিকার রাজকুমার সেনগুপ্তের ৷ আসছে নতুন গান 'দেওয়ালের ও আছে কান...' ৷

রাজকুমার বলেন, "একটা আন্তর্জাতিক সিনেমা দেখে এই আইডিয়া মাথায় আসে ৷ আসলে দেওয়ালের কান আছে ৷ সে আমাদের সব কথার সাক্ষী ৷ ঝগড়া, চিৎকার হোক বা প্রেম-ভালোবাসা কিংবা রাগ-অভিমান, সবকিছু শোনে ঘরের ওই চার দেওয়াল ৷" শিলাজিৎকে এই গানে কেন নেওয়া হয়েছে ? এই প্রশ্নে সুরকার-গীতিকারের স্পষ্ট জবাব, এমন গান তিনি ছাড়া আর কেউ গাইতে পারবেন না ৷

গানের রেকর্ডিং হয়েছে স্টুডিয়ো মিউজিক্যাল ডোর্সে ৷ গানটি বিশ্বব্যাপি মুক্তি পাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেকর্ডস ইউটিউব চ্যানেলে ৷ অর্থাৎ গানটির ডিজিটাল রিলিজ হবে ৷ এছাড়াও অন্যান্য মিউজিক্যাল অ্যাপেও শোনা যাবে এই গান ৷রাজকুমার, বিগত 25 বছরের বেশি সময় ধরে গানের জগতের সঙ্গে যুক্ত ৷ 1999 সালে গানের জগতে যাত্রা শুরু ৷ অমিত দত্তের ভাই মনোজিৎ (কচু) দত্তের সঙ্গে মিউজিশিয়ান হিসাবে কাজ করতেন ৷ ওরিয়েন্ট এক্সপ্রেস নামে এক ব্র্যান্ডে কাজ করতেন ৷ অঞ্জন দত্তের সঙ্গে প্রায় 7 বছর কাজ করেছেন মিউজিশিয়ান হিসাবে ৷

2012 সালে তৈরি করেন নিজস্ব ব্র্যান্ড ৷ এছাড়াও কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়, অনুপম রায়ের সঙ্গে ৷ গান গেয়েছেন লগ্নজিতার সঙ্গেও ৷ অরিন্দম চক্রবর্তীর 'আষাঢ়ে গপ্পো' সিনেমায় মিউজিকের দায়িত্ব সামলেছেন রাজকুমার ৷ 2016 সালে পাড়ি দেন মুম্বইয়ে ৷ সেখানে একাধিক অ্যালবামে গান সম্পাদনা থেকে সুর দেওয়ার কাজে এগিয়ে রয়েছেন রাজুকুমার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.