কলকাতা, 1 জুলাই: ছোটপর্দা আর বাংলা সিনেমার পর শ্রুতি দাস পা রেখেছেন ওয়েব দুনিয়ায় । হইচইয়ের আসন্ন সিরিজ 'ডাইনি'-তে দেখা যাবে তাঁকে । যেখানে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও । নির্ঝর মিত্র, সায়ক রায় ও নীলাঞ্জন চক্রবর্তীর লেখা 'ডাইনি' সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রুতিকে ৷
ইটিভি ভারতের তরফের ওয়েবে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে শ্রুতি বলেন, "কাজের অভিজ্ঞতা খুব ভালো । অল্প সময়ের জন্য হলেও চরিত্রটা খুবই শক্তিশালী । টিম খুব ভালো। তা ছাড়া কাজে স্বাধীনতা ছিল । নিজের মতো করে সিন করেছি । যেটা একজন অভিনেতার জন্য খুব দরকার । একটা মুহূর্তের জন্যও আমার মনে হয়নি যে প্রথমবার ওয়েবে কাজ করছি । ডিরেক্টর নির্ঝর দা (নির্ঝর মিত্র) পাঠ করে দেখিয়ে দিতেন কীভাবে তাকাবো, কীভাবে কথা বলব ।" শ্রুতি আরও বলেন, "একদমই ছোট চরিত্র । কিন্তু খুব গভীর । একেবারে নতুন ধারায় আমাকে দেখবে দর্শক ।"
মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, "মিমি দি'র মতো সিনিয়র দরকার । অনেক গাইড করেছেন । কী সুন্দর ব্যবহার । ক'দিন আগে 'আমার বস'-এর শুটিংয়ে রাখি দি'র সান্নিধ্য পেয়েছি । তখনও সমৃদ্ধ হয়েছি ওঁর সঙ্গে কথা বলে, সময় কাটিয়ে । তবে, এখানে সীমিত সময়ের কাজ ছিল । তাই অতটা সময় পাওয়া যায়নি মিমি দি'র সঙ্গে । তবে, যতটুকু পেয়েছি তাতেই অনেক কাছাকাছি এসেছি ।"
জীবনের প্রথম ওয়েব সিরিজের জন্য কোনও অডিশন দিতে হয়নি শ্রুতিকে । বলা বাহুল্য, কাজই তাঁর আসল পরিচয় হয়ে গিয়েছে । থিয়েটার থেকে অভিনয়ের কেরিয়ার শুরু । নাচ, গান সবেতেই পারদর্শী শ্রুতি । 'ত্রিনয়নী' ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু । এরপর 'দেশের মাটি', 'রাঙা বউ'তেও নায়িকার ভূমিকায় শ্রুতিকে পেয়েছে দর্শক । শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের 'আমার বস' ছবিতেও তাঁর চরিত্রটি গুরুত্বপূর্ণ । এবার তাঁর অভিনীত 'ডাইনি' মুক্তির অপেক্ষায় দর্শক ।