হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: টলিউড ইন্ডাষ্ট্রিতে যখন একের পর এক পরিচালক-প্রযোজক 'মি টু' তীরে বিদ্ধ তখন এমন কিছু মানুষ আছেন, যাঁদের সঙ্গে এক কামরার ভিতরেও নির্ভয়ে কাজ করা যায় ৷ যাঁর সঙ্গে কাজ করতে গেলে মহিলারা নিজেদের নিরাপদ মনে করেন, তেমন এক পরিচালক হলেন স্বর্ণেন্দু সমাদ্দার ৷ তাঁর জন্মদিনে অভিনেত্রী তথা স্ত্রী শ্রুতি দাস সোশাল মিডিয়ায় লিখলেন খোলা চিঠি ৷
তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "আজ সেই বিশ্বাসযোগ্য পরিচালকের জন্মদিন যাঁর কাছে এই ক্ষয়িষ্ণু সমাজে মহিলা আর্টিস্ট আর টেকনিশিয়ানরা নিরাপদ ৷ আমি গর্বিত হই এটা শুনে যে - 'স্বর্ণ দা স্টুডিও না এলে, ফ্লোরে না থাকলে, শট না নিলে ভালো লাগেনা'। এই ME TOO-র যুগে আমি জোর গলায় বলতে পারি, আমি এই ভালোমানুষটির সহধর্মিণী,যাঁর কাছে মহিলারা নিরাপদ।শুভ জন্মদিন বাবি। আমি তোমাকে ভালোবাসি ৷ তোমাকে নিয়ে গর্ব অনুভব করি ৷"
এরপর অভিনেত্রী আরও কিছু স্পষ্ট কথা তুলে ধরেন সামাজিক মাধ্যমের পাতায় ৷ কারণ তিনি ভুক্তভোগী ৷ একসময়ে কখনও গায়ের রঙ আবার কখনও ধারাবাহিকে চরিত্র পাওয়া নিয়ে নানা কটাক্ষ সহ্য করতে হয়েছে তাঁকে ৷ কিন্তু সেই সবকিছুকে গায়ে না মেখে নিজের কাজ দিয়ে রূপোলি জগতে জায়গা পাকা করেছেন অভিনেত্রী শ্রুতি দাস ৷ হয়তো সেই সূত্র ধরেই মনের এই কথা সকলের সামনে আনলেন শ্রুতি ৷
তিনি লেখেন, "আজকাল আর তোমায় নিয়ে লেখা হয় না,কিন্তু বিশেষ বিশেষ দিনে নিজেকে আটকাতে পারি না। বাবি, সবাই বলে আমি লোভী,তাই তোমার সঙ্গে আছি! ওরা অন্য মানে করে বললেও একপ্রকার ঠিকই বলে!আমি সত্যিই লোভী। অর্থলোভের থেকেও আমার বরাবর বেশী লোভ গুণী মানুষের সান্নিধ্যে থেকে তাঁর সবটুকু ভালো শিখে নিজে সমৃদ্ধ হওয়ার! আর যেখানে সে আমার স্বামী, সেখানে আমার লোভী হওয়া খুব অস্বাভাবিক কি? মনে হয় না!"
টালমাটাল একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মনের মানুষের প্রতি আত্মসমপর্ণ ও বিশ্বাস, বারবার যেন নতুন করে ভালোবাসতে শেখায়, ভালাবাসায় পড়তে শেখায় ৷ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এইভাবেই 'ভালো মানুষ' হয়ে থাকুন ৷ রইল শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা ৷