ETV Bharat / entertainment

শিলাদিত্য মৌলিকের হাত ধরে বাংলার 'চড়ক' উৎসব পাড়ি দেবে মুম্বইতে - Shieladitya Moulik New Movie

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 5, 2024, 5:19 PM IST

Charak Festival in Bengal: কথাতেই আছে বাঙালির বারোমাসে তেরো পার্বণ ৷ তেমনই এক পার্বণ চড়ক উৎসব ৷ সেই উৎসবকে কেন্দ্র করে ছবি বানাতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক ৷ খুব শীঘ্রই শুরু হবে ছবির শুটিং ৷

Charak Festival in Bengal
বাংলার 'চড়ক' উৎসব পাড়ি দেবে মুম্বইতে (ইটিভি ভারত)

কলকাতা, 5 অগস্ট: বাংলার চড়ক উৎসব নিয়ে তৈরি হচ্ছে হিন্দি সিনেমা ৷ নেপথ্যে পরিচালক শিলাদিত্য মৌলিক। সুদীপ্ত সেনের নিবেদনে 'আ সিপিং টি সিনেমাজ প্রোডাকশন'-এর প্রযোজনায় আসবে নতুন ছবি 'চড়ক' ৷ সূত্রের খবর, ছবিতে উঠে আসবে গ্রাম বাংলার চিত্র ও চড়ক উৎসবের মাধুর্য ৷

বাংলা ছবির পর পরিচালক শিলাদিত্য মৌলিক হাত দিচ্ছেন হিন্দি ছবিতে ৷ বাংলা পঞ্জিকা অনুযায়ি, প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে চড়ক উৎসব হয়ে থাকে ৷ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামেও পরিচিত। এই পুজোকে নীল পুজো, গম্ভীরা পুজো, শিবের গাজন, হাজরহা পুজো, হরবও বলা হয়। এবার এই উৎসবকে কেন্দ্রে রেখেই হিন্দি ভাষায় তৈরি হবে সিনেমা।

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "10 অগস্টের আগে কিছুই বলতে পারব না ছবিটা নিয়ে।" দেবদাস ঘোষ বলেন, "বিশেষ কিছু বলা বারণ আছে। তবে, খুব ভালো একটা চরিত্রে আছি। চার বছর পর আবার হিন্দি ছবিতে। একইসঙ্গে একটা বাংলা সিরিজেও কাজ করলাম। চড়ক উৎসব আমাদের বাংলার ঐতিহ্য। সেটা যখন মুম্বই পাড়ি দেয় ভালো তো লাগেই।"শোনা যাচ্ছে এই ছবিতে সুব্রত দত্ত থাকছেন। আর বাংলাদেশের অভিনেতাও থাকছেন। এ ছাড়াও কলকাতা থেকে থাকবেন অভিনেতা দেবদাস ঘোষ। অগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে শুটিং। এর থেকে বেশি কিছু জানা যায়নি ছবি নিয়ে।

উল্লেখ্য, বাংলা সিনেমা সিরিয়ালে আজকাল যে কোনও উৎসব ঘিরে গল্প সাজানো হলেও বড় আকারে জায়গা পায় না চড়ক, শিবরাত্রির মতো উৎসবগুলি। সেখানে মুম্বই ইন্ডাস্ট্রিতে 'চড়ক' বাংলার ঐতিহ্যকে তুলে ধরবে তা বলাই বাহুল্য।
হিন্দি ছবি 'মিসেস স্কুটার’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি শিলাদিত্য মৌলিকের। এরপর একে একে 'সোয়েটার', 'হৃদপিণ্ড', 'সূর্য', 'চিনে বাদাম', 'থ্রি কোর্স মিল' রয়েছে শিলাদিত্য মৌলিকের ছবির তালিকায়। অনেকদিন পর আবার হিন্দি ছবি বানাতে চলেছেন তিনি। শিলাদিত্যর কণ্ঠে আবেগের সুর। উদগ্রীব ছবি নিয়ে মন খুলে বলতে। শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

কলকাতা, 5 অগস্ট: বাংলার চড়ক উৎসব নিয়ে তৈরি হচ্ছে হিন্দি সিনেমা ৷ নেপথ্যে পরিচালক শিলাদিত্য মৌলিক। সুদীপ্ত সেনের নিবেদনে 'আ সিপিং টি সিনেমাজ প্রোডাকশন'-এর প্রযোজনায় আসবে নতুন ছবি 'চড়ক' ৷ সূত্রের খবর, ছবিতে উঠে আসবে গ্রাম বাংলার চিত্র ও চড়ক উৎসবের মাধুর্য ৷

বাংলা ছবির পর পরিচালক শিলাদিত্য মৌলিক হাত দিচ্ছেন হিন্দি ছবিতে ৷ বাংলা পঞ্জিকা অনুযায়ি, প্রতিবছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে চড়ক উৎসব হয়ে থাকে ৷ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তির মেলা নামেও পরিচিত। এই পুজোকে নীল পুজো, গম্ভীরা পুজো, শিবের গাজন, হাজরহা পুজো, হরবও বলা হয়। এবার এই উৎসবকে কেন্দ্রে রেখেই হিন্দি ভাষায় তৈরি হবে সিনেমা।

পরিচালক শিলাদিত্য মৌলিক বলেন, "10 অগস্টের আগে কিছুই বলতে পারব না ছবিটা নিয়ে।" দেবদাস ঘোষ বলেন, "বিশেষ কিছু বলা বারণ আছে। তবে, খুব ভালো একটা চরিত্রে আছি। চার বছর পর আবার হিন্দি ছবিতে। একইসঙ্গে একটা বাংলা সিরিজেও কাজ করলাম। চড়ক উৎসব আমাদের বাংলার ঐতিহ্য। সেটা যখন মুম্বই পাড়ি দেয় ভালো তো লাগেই।"শোনা যাচ্ছে এই ছবিতে সুব্রত দত্ত থাকছেন। আর বাংলাদেশের অভিনেতাও থাকছেন। এ ছাড়াও কলকাতা থেকে থাকবেন অভিনেতা দেবদাস ঘোষ। অগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে শুটিং। এর থেকে বেশি কিছু জানা যায়নি ছবি নিয়ে।

উল্লেখ্য, বাংলা সিনেমা সিরিয়ালে আজকাল যে কোনও উৎসব ঘিরে গল্প সাজানো হলেও বড় আকারে জায়গা পায় না চড়ক, শিবরাত্রির মতো উৎসবগুলি। সেখানে মুম্বই ইন্ডাস্ট্রিতে 'চড়ক' বাংলার ঐতিহ্যকে তুলে ধরবে তা বলাই বাহুল্য।
হিন্দি ছবি 'মিসেস স্কুটার’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি শিলাদিত্য মৌলিকের। এরপর একে একে 'সোয়েটার', 'হৃদপিণ্ড', 'সূর্য', 'চিনে বাদাম', 'থ্রি কোর্স মিল' রয়েছে শিলাদিত্য মৌলিকের ছবির তালিকায়। অনেকদিন পর আবার হিন্দি ছবি বানাতে চলেছেন তিনি। শিলাদিত্যর কণ্ঠে আবেগের সুর। উদগ্রীব ছবি নিয়ে মন খুলে বলতে। শুধু সময়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.