ETV Bharat / entertainment

সানি লিওনির সঙ্গে ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ শত্রুঘ্ন সিনহার

Shatrughan Sinha Web Debut: রাজনীতির পাশাপাশি এবার ফের বিনোদন দুনিয়ায় দেখা যাবে শত্রুঘ্ন সিনহাকে ৷ সানি লিওনির সঙ্গে কাজ দিয়ে ওয়েব দুনিয়ায় আত্মপ্রকাশ করছেন তিনি ৷ আন্ডারওয়ার্ল্ডের কাহিনী নিয়ে শীঘ্রই আসছে তাঁর এই ওয়েব সিরিজ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 8:00 PM IST

Shatrughan Sinha Web Debut
শত্রুঘ্ন সিনহা ওয়েব সিরিজ

মুম্বই, 7 মার্চ: রাজনৈতিক ময়দান থেকে আবারও বিনোদন দুনিয়ায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা ৷ তবে এবার আর সিনেমা নয়, তাঁকে দেখা যাবে সানি লিওনির সঙ্গে ওয়েব সিরিজে ৷ 'গ্যাংস অফ গাজিয়াবাদ' দিয়ে ওয়েব দুনিয়ায় পা রাখছেন বিহারী বাবু ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন 'কালীচরণ' খ্যাত অভিনেতা ৷

ওয়েব সিরিজের প্রথম পোস্টার শেয়ার করে 70-80 দশকের এই অভিনেতা লিখেছেন, " অভিজ্ঞ পরিচালক নগেন্দর চৌধুরী, প্রতিভাবান এবং পরিশ্রমী অভিনেতা প্রদীপ নাগর, যতীন সারনা, মহান শিল্পী আশুতোষ রানা, অভিমন্যু সিং, মুকেশ তিওয়ারি, নতুন মুখ মাহিরা শর্মা এবং সুমন টকিজের সমস্ত কলাকুশলীদের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে । 'গ্যাংস অফ গাজিয়াবাদ' দিয়ে আমি ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছি ৷ সিরিজের প্রথম লুক শেয়ার করলাম ৷ অপরাধ, বন্ধুত্ব এবং মুক্তির গল্প বলবে বিনয় কুমার এবং প্রদীপ নগর দ্বারা প্রযোজিত এবং নগেন্দর চৌধুরীর লেখা ও পরিচালনায় 'গ্যাংস অফ গাজিয়াবাদ' ৷ 90-এর দশকের আন্ডারওয়ার্ল্ডের কাহিনী বলার অপেক্ষায় রয়েছি ।"

এই ওয়েব সিরিজে শত্রুঘ্ন সিনহা ও সানি লিওনির পাশাপাশি দেখা যাবে আশুতোষ রানা, প্রদীপ নাগর, যতীন সারনা, অভিমন্যু সিং, মুকেশ তিওয়ারি, মাহিরা শর্মা, এবং দুর্গেশ কুমারের মতো অভিনেতাদের । নির্মাতারা ইতিমধ্যে ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন । সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন নগেন্দর চৌধুরী ৷ তিনি এর আগে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন 'এলওসি কারগিল' এবং 'পল্টনে' ৷ 'গ্যাংস অফ গাজিয়াবাদ' অপরাধ, বন্ধুত্ব এবং মুক্তির কাহিনী বলবে । তবে সিরিজটি কবে মুক্তি পাবে তার তারিখ এখনও ঘোষণা হয়নি ।

ভারতীয় সিনে দুনিয়ার খ্যাতনামা অভিনেতা শত্রুঘ্ন সিনহা তাঁর ক্যারিয়ারে শতাধিক ছবি করেছেন । 'কালীচরণ', 'দোস্তানা', 'জানি দুশমন, ও 'খুদগার্জ'-এর মতো সিনেমা এর মধ্যে উল্লেখযোগ্য । তাঁর ব্যক্তিত্ব, গলার আওয়াজ এবং সংলাপ বলার ভঙ্গি দিয়ে বিহারী বাবু সবসময় দর্শকের মন জয় করেছেন ৷ তবে অনেক বছর তিনি বিনোদন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এবং রাজনৈতিক জগতে পা রেখেছেন ৷ তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের আসানোসোলের তৃণমূল সাংসদ ৷ তবে তাঁর আবার বিনোদন দুনিয়ায় ফেরার খবর অবশ্যই অনুরাগীদের খুশি করবে ৷

আরও পড়ুন:

  1. 'তোমার জন্য গর্বিত', মেয়ের জন্মদিনে আবেগী 'বিহারী বাবু'
  2. বনবিভাগের ফিল্ড ডিরেক্টরের চরিত্রে বাঙালি অভিনেতা দিব্যেন্দু, শোনালেন 'পোচার' কাহিনী
  3. একটা খুন, সন্দেহের তালিকায় 7! প্রকাশিত 'মার্ডার মুবারক' ট্রেলার

মুম্বই, 7 মার্চ: রাজনৈতিক ময়দান থেকে আবারও বিনোদন দুনিয়ায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা ৷ তবে এবার আর সিনেমা নয়, তাঁকে দেখা যাবে সানি লিওনির সঙ্গে ওয়েব সিরিজে ৷ 'গ্যাংস অফ গাজিয়াবাদ' দিয়ে ওয়েব দুনিয়ায় পা রাখছেন বিহারী বাবু ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন 'কালীচরণ' খ্যাত অভিনেতা ৷

ওয়েব সিরিজের প্রথম পোস্টার শেয়ার করে 70-80 দশকের এই অভিনেতা লিখেছেন, " অভিজ্ঞ পরিচালক নগেন্দর চৌধুরী, প্রতিভাবান এবং পরিশ্রমী অভিনেতা প্রদীপ নাগর, যতীন সারনা, মহান শিল্পী আশুতোষ রানা, অভিমন্যু সিং, মুকেশ তিওয়ারি, নতুন মুখ মাহিরা শর্মা এবং সুমন টকিজের সমস্ত কলাকুশলীদের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে । 'গ্যাংস অফ গাজিয়াবাদ' দিয়ে আমি ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করছি ৷ সিরিজের প্রথম লুক শেয়ার করলাম ৷ অপরাধ, বন্ধুত্ব এবং মুক্তির গল্প বলবে বিনয় কুমার এবং প্রদীপ নগর দ্বারা প্রযোজিত এবং নগেন্দর চৌধুরীর লেখা ও পরিচালনায় 'গ্যাংস অফ গাজিয়াবাদ' ৷ 90-এর দশকের আন্ডারওয়ার্ল্ডের কাহিনী বলার অপেক্ষায় রয়েছি ।"

এই ওয়েব সিরিজে শত্রুঘ্ন সিনহা ও সানি লিওনির পাশাপাশি দেখা যাবে আশুতোষ রানা, প্রদীপ নাগর, যতীন সারনা, অভিমন্যু সিং, মুকেশ তিওয়ারি, মাহিরা শর্মা, এবং দুর্গেশ কুমারের মতো অভিনেতাদের । নির্মাতারা ইতিমধ্যে ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন । সিরিজটি লিখেছেন ও পরিচালনা করেছেন নগেন্দর চৌধুরী ৷ তিনি এর আগে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন 'এলওসি কারগিল' এবং 'পল্টনে' ৷ 'গ্যাংস অফ গাজিয়াবাদ' অপরাধ, বন্ধুত্ব এবং মুক্তির কাহিনী বলবে । তবে সিরিজটি কবে মুক্তি পাবে তার তারিখ এখনও ঘোষণা হয়নি ।

ভারতীয় সিনে দুনিয়ার খ্যাতনামা অভিনেতা শত্রুঘ্ন সিনহা তাঁর ক্যারিয়ারে শতাধিক ছবি করেছেন । 'কালীচরণ', 'দোস্তানা', 'জানি দুশমন, ও 'খুদগার্জ'-এর মতো সিনেমা এর মধ্যে উল্লেখযোগ্য । তাঁর ব্যক্তিত্ব, গলার আওয়াজ এবং সংলাপ বলার ভঙ্গি দিয়ে বিহারী বাবু সবসময় দর্শকের মন জয় করেছেন ৷ তবে অনেক বছর তিনি বিনোদন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন এবং রাজনৈতিক জগতে পা রেখেছেন ৷ তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের আসানোসোলের তৃণমূল সাংসদ ৷ তবে তাঁর আবার বিনোদন দুনিয়ায় ফেরার খবর অবশ্যই অনুরাগীদের খুশি করবে ৷

আরও পড়ুন:

  1. 'তোমার জন্য গর্বিত', মেয়ের জন্মদিনে আবেগী 'বিহারী বাবু'
  2. বনবিভাগের ফিল্ড ডিরেক্টরের চরিত্রে বাঙালি অভিনেতা দিব্যেন্দু, শোনালেন 'পোচার' কাহিনী
  3. একটা খুন, সন্দেহের তালিকায় 7! প্রকাশিত 'মার্ডার মুবারক' ট্রেলার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.