ETV Bharat / entertainment

বাংলা সিনেমায় মা শর্মিলার 'পুরাতন' সফর, উদযাপনে মেয়ে সোহা - SHARMILA TAGORE IN PURATWAN

14 বছর পর মা শর্মিলা ঠাকুর বাংলার সিলভার স্ক্রিনে ফেরার পর উচ্ছ্বসিত মেয়ে সোহা আলি খান ৷ লিখলেন আবেগঘন পোস্ট ৷

Sharmila Tagore comeback in Bengali films Puratwan
শর্মিলা ঠাকুর (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 14, 2025 at 9:54 AM IST

2 Min Read

হায়দরাবাদ, 14 এপ্রিল: নববর্ষের আবহে দর্শক উদযাপন করছেন 'পুরাতন' (Puratwan) ৷ 14 বছর পর বাংলা সিনেমায় কামব্যাক করলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ৷ ইতিমধ্যেই বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবি হাউসফুল যাচ্ছে ৷ বাড়ছে দর্শকদের আগ্রহ ৷ মায়ের এই জার্নি দেখে আপ্লুত মেয়ে সোহা আলি খান (Soha Ali Khan) ৷ সোশাল মিডিয়ায় লিখলেন মনের কথা ৷

সোহা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে লেখেন, "পুরাতন-এ মায়ের ফিরে আসা উদযাপন করছি ৷ প্রায় দুদশক পর মা বাংলা সিনেমায় ফিরেছেন ৷ কোনও এক সময়ে কেউ বলেছিলেন, শর্মিলা ঠাকুর কোনও আলাদা ব্যাক্তি নন, তিনি বাঙালির আবেগ ৷"

মুক্তির আগেই ছবির মুকুটে এসেছে পুরস্কার ৷ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ হাউসটন পুরাতন জিতে নেয় সেরা ফিচার ছবির পুরস্কার ৷ ওয়াশিংটন ডিসি সাউথ এসিয়ান ফিল্মফেস্টিভ্যালে শর্মিলা ঠাকুর সম্মানিত হন সেরা অভিনেত্রী হিসাবে ৷ পাশাপাশি, ছবিও জিতে নেয় সেরার সেরা পুরস্কার ৷ শর্মিলা ঠাকুরের পাশাপাশি মুখ্যচরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ সুমন ঘোষ (Suman Ghosh) পরিচালিত এই ছবি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ৷

মাত্র 14 বছর বয়সে পরিচালক সত্যজিৎ রায় আবিষ্কার করেন শর্মিলা ঠাকুরকে ৷ 'অপুর সংসার' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় শর্মিলাকে ৷ সেই শুরু ৷ তারপর একাধিক বাংলা সিনেমায় অভিনয় করার পাশাপাশি বলিউডেও জমি শক্ত করেন শর্মিলা ৷

'দেবী', 'অরন্যের দিনরাত্রি' থেকে শুরু করে 'কাশ্মীর কি কলি', 'সফর', 'অমরপ্রেম', 'আরাধানা', 'দাগ'-এর মতো সিনেমায় উপহার দিয়েছেন শর্মিলা ৷ কাজ করেছেন দিলীপ কুমার, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, শাম্মি কাপুর, সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গে ৷

হায়দরাবাদ, 14 এপ্রিল: নববর্ষের আবহে দর্শক উদযাপন করছেন 'পুরাতন' (Puratwan) ৷ 14 বছর পর বাংলা সিনেমায় কামব্যাক করলেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ৷ ইতিমধ্যেই বিভিন্ন প্রেক্ষাগৃহে এই ছবি হাউসফুল যাচ্ছে ৷ বাড়ছে দর্শকদের আগ্রহ ৷ মায়ের এই জার্নি দেখে আপ্লুত মেয়ে সোহা আলি খান (Soha Ali Khan) ৷ সোশাল মিডিয়ায় লিখলেন মনের কথা ৷

সোহা নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে লেখেন, "পুরাতন-এ মায়ের ফিরে আসা উদযাপন করছি ৷ প্রায় দুদশক পর মা বাংলা সিনেমায় ফিরেছেন ৷ কোনও এক সময়ে কেউ বলেছিলেন, শর্মিলা ঠাকুর কোনও আলাদা ব্যাক্তি নন, তিনি বাঙালির আবেগ ৷"

মুক্তির আগেই ছবির মুকুটে এসেছে পুরস্কার ৷ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ হাউসটন পুরাতন জিতে নেয় সেরা ফিচার ছবির পুরস্কার ৷ ওয়াশিংটন ডিসি সাউথ এসিয়ান ফিল্মফেস্টিভ্যালে শর্মিলা ঠাকুর সম্মানিত হন সেরা অভিনেত্রী হিসাবে ৷ পাশাপাশি, ছবিও জিতে নেয় সেরার সেরা পুরস্কার ৷ শর্মিলা ঠাকুরের পাশাপাশি মুখ্যচরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্ত ৷ সুমন ঘোষ (Suman Ghosh) পরিচালিত এই ছবি প্রযোজনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ৷

মাত্র 14 বছর বয়সে পরিচালক সত্যজিৎ রায় আবিষ্কার করেন শর্মিলা ঠাকুরকে ৷ 'অপুর সংসার' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যায় শর্মিলাকে ৷ সেই শুরু ৷ তারপর একাধিক বাংলা সিনেমায় অভিনয় করার পাশাপাশি বলিউডেও জমি শক্ত করেন শর্মিলা ৷

'দেবী', 'অরন্যের দিনরাত্রি' থেকে শুরু করে 'কাশ্মীর কি কলি', 'সফর', 'অমরপ্রেম', 'আরাধানা', 'দাগ'-এর মতো সিনেমায় উপহার দিয়েছেন শর্মিলা ৷ কাজ করেছেন দিলীপ কুমার, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, শাম্মি কাপুর, সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.